বেনারসি শাড়ির ব্লাউজের ডিজাইন যা দেবে আপনাকে স্টাইলিশ লুক
বেনারসি শাড়ি আমাদের সকলেরই পছন্দের শাড়ির মধ্যে একটা। আর এই শাড়ি কেনাও হয় কোনো না কোনো স্পেশাল অনুষ্ঠানে পরার জন্যে। তাই এই শাড়ির ব্লাউজের ডিজাইনও কিন্তু পারফেক্ট হওয়া চাই। আজ কয়েকটি Benarasi Blouse Designs আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আর দেরি না করে জেনে নিন, কী ভাবে বানাবেন আপনার সাধের বেনারসির পারফেক্ট ব্লাউজ। ১। চোকার স্টাইলের ব্লাউজ ডিজাইন বেনারসির সঙ্গে ম্যাচ করে ট্রাই করতে পারেন চোকার স্টাইলের ব্লাউজ ডিজাইন। এই ব্লাউজে গলার কাছে কিছুটা অংশ ভারী জরি বা সুতো দিয়ে সুন্দর কারুকার্য করা থাকে তাই আলাদা করে আর জুয়েলারির পরার দরকার পরে না। বেনারসির সঙ্গে স্টাইলিশ লুক আনতে এই ধরণের ব্লাউজ ট্রাই করে দেখতে পারেন। ২। বোট নেক ব্লাউজ বোট নেক ব্লাউজের ডিজাইন সব সময়ই ফ্যাশনেবল লুক আনে। আপনি বেনারসির সঙ্গে কনট্রাস্ট কালারের থ্রি কোয়াটার বোট নেক ডিজাইনের ব্লাউজও বানিয়ে নিতে পারেন। পেছনে আর হাতার ধার দিয়ে সরু জরির ডিজাইন করা থাকলে আরও ভালো লাগবে দেখতে। ৩। ব্রোকেডের ব্লাউজ কাঞ্জিভরম বা বেনারসির সঙ্গে সাধারণত ব্রোকেডের ব্লাউজ পরার প্রচলন বহু পুরোনো। বিয়ের বেনারসির সঙ্গে জরির ক...