বেনারসি শাড়ির ব্লাউজের ডিজাইন যা দেবে আপনাকে স্টাইলিশ লুক

বেনারসি শাড়ি আমাদের সকলেরই পছন্দের শাড়ির মধ্যে একটা। আর এই শাড়ি কেনাও হয় কোনো না কোনো স্পেশাল অনুষ্ঠানে পরার জন্যে। তাই এই শাড়ির ব্লাউজের ডিজাইনও কিন্তু পারফেক্ট হওয়া চাই। আজ কয়েকটি Benarasi Blouse Designs আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আর দেরি না করে জেনে নিন, কী ভাবে বানাবেন আপনার সাধের বেনারসির পারফেক্ট ব্লাউজ।

১। চোকার স্টাইলের ব্লাউজ ডিজাইন


বেনারসির সঙ্গে ম্যাচ করে ট্রাই করতে পারেন চোকার স্টাইলের ব্লাউজ ডিজাইন। এই ব্লাউজে গলার কাছে কিছুটা অংশ ভারী জরি বা সুতো দিয়ে সুন্দর কারুকার্য করা থাকে তাই আলাদা করে আর জুয়েলারির পরার দরকার পরে না। বেনারসির সঙ্গে স্টাইলিশ লুক আনতে এই ধরণের ব্লাউজ ট্রাই করে দেখতে পারেন।

২। বোট নেক ব্লাউজ


বোট নেক ব্লাউজের ডিজাইন সব সময়ই ফ্যাশনেবল লুক আনে। আপনি বেনারসির সঙ্গে কনট্রাস্ট কালারের থ্রি কোয়াটার বোট নেক ডিজাইনের ব্লাউজও বানিয়ে নিতে পারেন। পেছনে আর হাতার ধার দিয়ে সরু জরির ডিজাইন করা থাকলে আরও ভালো লাগবে দেখতে।

৩। ব্রোকেডের ব্লাউজ


কাঞ্জিভরম বা বেনারসির সঙ্গে সাধারণত ব্রোকেডের ব্লাউজ পরার প্রচলন বহু পুরোনো। বিয়ের বেনারসির সঙ্গে জরির কাজ করা বা মিনাকারি করা ব্রোকেডের ব্লাউজ আপনি ম্যচ করে পড়তে পারেন। এটি আপনাকে একটা রয়্যাল লুক দেবে।

৪। ইউ স্টাইল ব্লাউজ ডিজাইন



সাধারণত ব্লাউজের ব্যাক সাইডে উল্টো শেপের ইউ বানিয়ে এর কাটিং হয় বলে এটির নাম ইউ স্টাইল ব্লাউজ। এ ধরনের ব্লাউজ আপনি সামনের দিকে বোট নেক স্টাইলে এবং ব্যাক সাইডে  ইউ শেপে বানিয়ে বেনারসির সাথে ম্যাচ করে পড়তে পারেন। কাঞ্জিভরম বেনারসির সঙ্গে এই ব্লাউজ ডিজাইনটি ভীষণ ভালো মানায়।

৫। জারদৌসি ব্লাউজ


বেনারসি শাড়ির সঙ্গে ভারী নকশা করা জারদৌসি ব্লাউজ বেশ লাগে দেখতে। আর যদি আপনি ভারী কাজের ব্লাউজ পছন্দ না করেন তাহলে এমব্রয়েডারি বা জরির কাজ করা জারদৌসি ব্লাউজ ও পড়তে পারেন।

৬। গলাবন্ধ ব্লাউজ


আজকাল গলাবন্ধ ব্লাউজ ফ্যাশনে ভীষণ ভাবে ইন। বেনারসির কালারের সাথে ম্যচ করে হালকা সুতোর কাজের গলাবন্ধ ব্লাউজ এবং সঙ্গে থ্রি কোয়ার্টার হাতা বানিয়ে ট্রাই করতে পারেন।

Comments

Popular posts from this blog

বিয়ে বাড়িতে জমিয়ে আনন্দ করার সেরা গানের লিস্ট

হবু কনেদের জন্য সেরা রুপোর নুপুরের ডিজাইন