হবু কনেদের জন্য ৫টি ঘরোয়া ফেসপ্যাক যা ত্বকে আনবে জেল্লা
দেখতে দেখতে বিয়ের সিজনও চলে এলো। বিয়ের দিন সব মেয়েরাই চায় তাঁকে যেন সেইদিন সবচেয়ে সুন্দর দেখায়। কিন্তু এখনকার ব্যস্ততা ভরা জীবনে আমাদের তেমন ভাবে ত্বকের যত্ন নেওয়ার সময় হয়ে ওঠে না। ফলে ত্বক রুক্ষ ও শুষ্ক হতে থাকে এবং চেহারা থেকে গ্লো হারিয়ে যেতে থাকে। এর মধ্যে যদি আপনার বিয়ে সামনে হয় তাহলে তো খুবই মুশকিল। তাই হবু কনেদের মুশকিল আসান করতে আজকের এই প্রতিবেদনে থাকছে কয়েকটি Bridal Face Pack এর হদিশ, যা ত্বকের উজ্জ্বলতা ফেরাবে এবং হবু কনেদের মুখে আনবে এক দুর্দান্ত গোলাপি আভার ছোঁয়া। তাই আর দেরি না করে আসুন চটজলদি দেখে নি কিভাবে ঘরোয়া ফেসপ্যাকের সাহায্যে খুব সহজেই আমরা ত্বকের যত্ন নিতে পারি।
১। ১ চামচ আলুর পেস্ট, ১/২ চামচ টক দই একটি পাত্রে ভালো করে মেশান তারপর এই মিশ্রণটি সারা মুখে লাগান। ১৫ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। যদি আপনার নর্মাল স্কিন হয়ে থাকে তাহলে আপনার জন্য এই ফেস প্যাকটি ভীষণ উপকারি হবে। আলু সাধারণত প্রাকৃতিকভাবে পরিষ্কার ত্বক পাওয়ার জন্য পরিচিত। এই প্যাকটি প্রাকৃতিক ব্লিচিং এবং ময়শ্চারাইজারের ও কাজ করে থাকে।
২। রূপচর্চায় ওটমিল এর জুড়ি মেলা ভার। ওটমিল প্রাকৃতিক স্ক্রাব হিসেবে খুব ভালো কাজ করে। ২ টেবিল চামচ ওটমিল (ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন), ১ চামচ চন্দনের গুঁড়ো আর কয়েক ফোঁটা গোলাপ জল ভালো করে মিশিয়ে একটি ঘন পেস্ট বানিয়ে নিন। তারপর ২০ মিনিট রেখে হাল্কা গরম জলে ধুয়ে নিন।
৩। ওজন হ্রাস করার সাথে ত্বকের যত্নেও বিশেষভাবে কার্যকর উপাদান হলো গাজর। ১ টি গাজর ভালো মতন পেস্ট করে তাতে ১/২ টেবিল চামচ মধু মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিন। তারপর একটি ব্রাশের সাহায্যে সারা মুখে প্যাকটি লাগিয়ে ১৫ মিনিটের জন্য ছেড়ে দিন। তারপর শুকিয়ে গেলে ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ফলাফল নিজেই দেখতে পারবেন।
৪। বিয়ের আগে কনের প্রস্তুতিতে মধু আর কলার হোমমেড ফেসপ্যাক ভীষণ কার্যকরী, দুটোই দারুণ অ্যান্টি অক্সিডেন্ট। আধখানা কলা চটকে তার মধ্যে ১ চামচ মধু আর ১ চামচ টক দই মিশিয়ে সারা মুখে লাগিয়ে নিন। এই ফেসপ্যাকটি ত্বকের দাগছোপ দূর করে অতি সহজেই।
৫। ত্বকের যত্নে টম্যাটোর জুস ভীষণ কার্যকরী। আপনি সারা মুখে টম্যাটো জুস ব্যাবহার করতে পারেন। তৈলাক্ত ত্বকের জন্য টম্যাটো মাস্ক খুব উপকারি। টম্যাটোতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্টস এবং লাইকোপিন ত্বকে আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে এবং অ্যান্টি এজিং হিসেবেও কাজ করে।
১। ১ চামচ আলুর পেস্ট, ১/২ চামচ টক দই একটি পাত্রে ভালো করে মেশান তারপর এই মিশ্রণটি সারা মুখে লাগান। ১৫ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। যদি আপনার নর্মাল স্কিন হয়ে থাকে তাহলে আপনার জন্য এই ফেস প্যাকটি ভীষণ উপকারি হবে। আলু সাধারণত প্রাকৃতিকভাবে পরিষ্কার ত্বক পাওয়ার জন্য পরিচিত। এই প্যাকটি প্রাকৃতিক ব্লিচিং এবং ময়শ্চারাইজারের ও কাজ করে থাকে।
২। রূপচর্চায় ওটমিল এর জুড়ি মেলা ভার। ওটমিল প্রাকৃতিক স্ক্রাব হিসেবে খুব ভালো কাজ করে। ২ টেবিল চামচ ওটমিল (ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন), ১ চামচ চন্দনের গুঁড়ো আর কয়েক ফোঁটা গোলাপ জল ভালো করে মিশিয়ে একটি ঘন পেস্ট বানিয়ে নিন। তারপর ২০ মিনিট রেখে হাল্কা গরম জলে ধুয়ে নিন।
৩। ওজন হ্রাস করার সাথে ত্বকের যত্নেও বিশেষভাবে কার্যকর উপাদান হলো গাজর। ১ টি গাজর ভালো মতন পেস্ট করে তাতে ১/২ টেবিল চামচ মধু মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিন। তারপর একটি ব্রাশের সাহায্যে সারা মুখে প্যাকটি লাগিয়ে ১৫ মিনিটের জন্য ছেড়ে দিন। তারপর শুকিয়ে গেলে ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ফলাফল নিজেই দেখতে পারবেন।
৪। বিয়ের আগে কনের প্রস্তুতিতে মধু আর কলার হোমমেড ফেসপ্যাক ভীষণ কার্যকরী, দুটোই দারুণ অ্যান্টি অক্সিডেন্ট। আধখানা কলা চটকে তার মধ্যে ১ চামচ মধু আর ১ চামচ টক দই মিশিয়ে সারা মুখে লাগিয়ে নিন। এই ফেসপ্যাকটি ত্বকের দাগছোপ দূর করে অতি সহজেই।
৫। ত্বকের যত্নে টম্যাটোর জুস ভীষণ কার্যকরী। আপনি সারা মুখে টম্যাটো জুস ব্যাবহার করতে পারেন। তৈলাক্ত ত্বকের জন্য টম্যাটো মাস্ক খুব উপকারি। টম্যাটোতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্টস এবং লাইকোপিন ত্বকে আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে এবং অ্যান্টি এজিং হিসেবেও কাজ করে।
Comments
Post a Comment