হবু কনেদের জন্য সেরা রুপোর নুপুরের ডিজাইন
বাঙালি বিয়েতে কনের সাজ তার বিয়ের গয়নার ওপর অনেকটা নির্ভর করে। সাজ গোজ, গহনা প্রতিটা মেয়েরই দুর্বলতার কারণ। আর সেই সাজ গোজ যদি বিয়ের হয় তাহলে তো কোনো কথাই নেই। বিয়ের বাকি গয়না গুলোর মধ্যে পায়ের নুপুর ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ বিয়ের পর নতুন বৌয়ের পায়ে বাজতে থাকা ঝুমঝুম নুপুরের দিকে অনেকেরই নজর থাকে। তাই হবু কনের পায়ের নুপুরের ডিজাইন হওয়া চাই নজরকাড়া। আজকের প্রতিবেদনে রইল সেরা কয়েকটি রুপোর নুপুরের ডিজাইন। আপনি আপনার পছন্দানুযায়ী বিয়ের জন্য বানিয়ে নিতে পারেন।
১। সিলভার ক্রিস্টাল অ্যাঙ্কলেট - এই ধরনের রুপোর পায়েলে বিশেষ করে সিম্পল রুপোর ডিজাইনের মাঝে মাঝে ক্রিস্টাল বা শাইনি স্টোন দেওয়া থাকে। যা অনেকটাই আপনার পায়ের শোভা বাড়িয়ে তোলে।
২। সিলভার প্লেটেড নূপুর - বিশেষ করে আপনি যদি কোনো স্টোন ছাড়া সলিড রুপোর নুপুর পরতে চান তাহলে আপনি বিয়েতে এই ডিজাইনের পায়েল বানাতে পারেন। এই ধরনের নূপুরের ডিজাইন ভারী ও হালকা দুটোই পায়ে ভালো লাগে।
৩। স্টোন সেটিং পায়েল - রুপোর ডিজাইনের মাঝে মাঝে মাল্টি-কালারড স্টোন বসানো গর্জাস এই পায়ের নুপুরটি শুধু বিয়ে বলে নয়, তার পরেও আপনি এটি শাড়ি বা চুড়িদারের সাথে পরতে পারেন।
৪। কুন্দন যুক্ত পায়েল - কুন্দন যে কোনো গয়নার সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। কুন্দন যুক্ত নুপুর পায়ের সৌন্দর্য ফুটিয়ে তোলে এবং পা দেখতে ভীষণ সুন্দর লাগে।
৫। লেয়ার যুক্ত নুপুর - পাতলা লেয়ারযুক্ত রুপোর সিলভার পায়েলগুলো দেখতে যেমন সুন্দর তেমনই সিম্পল হয়। যদি আপনি বিয়ে উপলক্ষে ভারী পায়েল পড়তে না চান তাহলে এই ধরণের পায়েল কিনতে পারেন। লেয়ার আপনি আপনার পছন্দানুযায়ী রাখতে পারেন।
রুপোর পায়েলের যত্ন করার ঘরোয়া উপায়
সুন্দর ডিজাইনের নুপুর বানালেন কিন্তু কিছুদিন ব্যবহার করার পর তা কালো হয়ে গেল। কীভাবে তার যত্ন নেবেন জানুন কয়েকটি ঘরোয়া টিপস -
১। হালকা গরম জলের মধ্যে কিছুটা টুথপেস্ট গুলিয়ে তার মধ্যে কিছুক্ষণ রুপোর গয়না গুলো চুবিয়ে রাখুন দেখবেন কালচে ভাব অনেকটা দূর হবে।
২। রুপার গয়না তেতুল জলে ১০-১৫ মিনিট চুবিয়ে রেখে ব্রাশ দিয়ে ঘষে নিলেও তার চমক ফিরে আসে।
১। সিলভার ক্রিস্টাল অ্যাঙ্কলেট - এই ধরনের রুপোর পায়েলে বিশেষ করে সিম্পল রুপোর ডিজাইনের মাঝে মাঝে ক্রিস্টাল বা শাইনি স্টোন দেওয়া থাকে। যা অনেকটাই আপনার পায়ের শোভা বাড়িয়ে তোলে।
২। সিলভার প্লেটেড নূপুর - বিশেষ করে আপনি যদি কোনো স্টোন ছাড়া সলিড রুপোর নুপুর পরতে চান তাহলে আপনি বিয়েতে এই ডিজাইনের পায়েল বানাতে পারেন। এই ধরনের নূপুরের ডিজাইন ভারী ও হালকা দুটোই পায়ে ভালো লাগে।
৩। স্টোন সেটিং পায়েল - রুপোর ডিজাইনের মাঝে মাঝে মাল্টি-কালারড স্টোন বসানো গর্জাস এই পায়ের নুপুরটি শুধু বিয়ে বলে নয়, তার পরেও আপনি এটি শাড়ি বা চুড়িদারের সাথে পরতে পারেন।
৪। কুন্দন যুক্ত পায়েল - কুন্দন যে কোনো গয়নার সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। কুন্দন যুক্ত নুপুর পায়ের সৌন্দর্য ফুটিয়ে তোলে এবং পা দেখতে ভীষণ সুন্দর লাগে।
৫। লেয়ার যুক্ত নুপুর - পাতলা লেয়ারযুক্ত রুপোর সিলভার পায়েলগুলো দেখতে যেমন সুন্দর তেমনই সিম্পল হয়। যদি আপনি বিয়ে উপলক্ষে ভারী পায়েল পড়তে না চান তাহলে এই ধরণের পায়েল কিনতে পারেন। লেয়ার আপনি আপনার পছন্দানুযায়ী রাখতে পারেন।
রুপোর পায়েলের যত্ন করার ঘরোয়া উপায়
সুন্দর ডিজাইনের নুপুর বানালেন কিন্তু কিছুদিন ব্যবহার করার পর তা কালো হয়ে গেল। কীভাবে তার যত্ন নেবেন জানুন কয়েকটি ঘরোয়া টিপস -
১। হালকা গরম জলের মধ্যে কিছুটা টুথপেস্ট গুলিয়ে তার মধ্যে কিছুক্ষণ রুপোর গয়না গুলো চুবিয়ে রাখুন দেখবেন কালচে ভাব অনেকটা দূর হবে।
২। রুপার গয়না তেতুল জলে ১০-১৫ মিনিট চুবিয়ে রেখে ব্রাশ দিয়ে ঘষে নিলেও তার চমক ফিরে আসে।
Comments
Post a Comment