বাঙালি বিয়ের নানা নিয়ম কানুন ও রীতি রেওয়াজ
বাঙালি বিয়েতে রীতি রেওয়াজ ও নিয়ম কানুনের কোনো শেষ নেই। শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি নিয়ম মজাদার ও নানা কৌতূহলে ভরা। আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাবো সেরকমই কয়েকটি মজাদার নিয়ম যেগুলো Bengali Marriage Rituals এর মধ্যে অন্যতম।
১। আইবুড়ো ভাত - আইবুড়ো ভাত বিশেষত বিয়ের আগে হবু বর ও কনেকে নিমন্ত্রণ করে ডেকে তাদের খাওয়ানোর নাম। এটি বাঙালির বহু পুরনো বিয়ের নিয়মের মধ্যে একটা। বিয়ের কয়েক মাস আগে বর এবং কনের বাড়ির সকলে মিলে বিয়ের দিন ও বিয়ের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে কথা পাকাপাকি করেন। তারপর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশীরা হবু কনে বা হবু বরকে তাদের বাড়িতে ডেকে বিভিন্ন পদ রান্না করে খাওয়ান আর সাথে উপহার দেন। আইবুড়ো ভাতের এটাই মূল বিষয়।
২। দধি মঙ্গল - দধি মঙ্গল হলো বিয়ের দিন ভোরবেলা উঠে হবু কনে ও বরকে বেশ অনেকটা পরিমাণে দই, চিঁড়ে, কলা ও সন্দেশ দিয়ে মেখে খেতে দেওয়া হয়। তারপর সারাদিন তাদের উপোস থাকতে হয়। বিয়ের সমস্ত বিধি শেষ হলে তবেই তারা খেতে পারে।
৩। গায়ে হলুদ ও তত্ত্ব - কাঁচা হলুদ শিল পাটায় বেটে তার সঙ্গে সরষের তেল মিশিয়ে প্রথমে বরের মা ও বিবাহিতা বাকি মহিলারা সেই হলুদ ছেলেকে মাখায়। তারপর বেঁচে যাওয়া হলুদ মেয়ের বাড়িতে দিয়ে যাওয়া হয়। মেয়েকেও সেই হলুদ মাখিয়ে দেন তার বাড়ির আত্মীয়রা। ছেলের বাড়ির আত্মীয়রা এই হলুদের সঙ্গে মেয়ের গায়ে হলুদের শাড়ি, হলুদ আর সিঁদুর লাগানো গোটা রুই মাছ এবং অন্যান্য উপহার নিয়ে আসেন যাকে গায়ে হলুদের তত্ত্ব বলা হয়।
৪। বর বরন - সন্ধ্যে বেলায় বর বিয়ে করতে এলে মেয়ের মা তাকে মিষ্টি জল খাইয়ে বরন করেন।
৫। আশীর্বাদ - আশীর্বাদ পর্বটি অনেকে বিয়ের কিছুদিন আগে পাটিপএ হয়ে গেলেই সেরে ফেলেন অনেকে আবার বিয়ের দিন সারেন। উভয়পক্ষের বাড়ির গুরুজনেরা আশীর্বাদ করে সোনার গয়না উপহার দেন।
৬। শুভদৃষ্টি ও মালাবদল - এটি বাঙালি বিয়ের সবচেয়ে সুন্দর মুহূর্তের মধ্যে একটি। বর এলে কনেকে পিঁড়িতে বসিয়ে নিয়ে আসা হয়। কনের মুখ পান পাতা দিয়ে ঢাকা থাকে। বরের চারপাশে কনেকে সাতবার ঘোরানো হয়, তারপর কনে মুখ থেকে পান পাতা সরিয়ে বরের দিকে তাকায় এবং উভয়েই একে অপরকে মালা পরায়।
৭। সাতপাকে ঘোরা - জীবনভর এক সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাতে বর এবং কনে বিয়ের কুঞ্জতে সাত পাক ঘুরে সাত প্রতিজ্ঞা করে একে অপরকে।
৮। সিঁদুর দান - সব শেষে সিঁদুর দান। বাঙালি বিয়েতে সিঁদুর দানের ক্ষেত্রে একেক বাড়িতে একেক নিয়ম আছে। কেউ ধান মাপার কুনকে, কেউ রূপোর টাকা, কেউ আংটি আবার আর কেউ বা দর্পণ দিয়ে কনেকে সিঁদুর পরিয়ে তার সিঁথি রাঙিয়ে দেয়।
১। আইবুড়ো ভাত - আইবুড়ো ভাত বিশেষত বিয়ের আগে হবু বর ও কনেকে নিমন্ত্রণ করে ডেকে তাদের খাওয়ানোর নাম। এটি বাঙালির বহু পুরনো বিয়ের নিয়মের মধ্যে একটা। বিয়ের কয়েক মাস আগে বর এবং কনের বাড়ির সকলে মিলে বিয়ের দিন ও বিয়ের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে কথা পাকাপাকি করেন। তারপর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশীরা হবু কনে বা হবু বরকে তাদের বাড়িতে ডেকে বিভিন্ন পদ রান্না করে খাওয়ান আর সাথে উপহার দেন। আইবুড়ো ভাতের এটাই মূল বিষয়।
২। দধি মঙ্গল - দধি মঙ্গল হলো বিয়ের দিন ভোরবেলা উঠে হবু কনে ও বরকে বেশ অনেকটা পরিমাণে দই, চিঁড়ে, কলা ও সন্দেশ দিয়ে মেখে খেতে দেওয়া হয়। তারপর সারাদিন তাদের উপোস থাকতে হয়। বিয়ের সমস্ত বিধি শেষ হলে তবেই তারা খেতে পারে।
৩। গায়ে হলুদ ও তত্ত্ব - কাঁচা হলুদ শিল পাটায় বেটে তার সঙ্গে সরষের তেল মিশিয়ে প্রথমে বরের মা ও বিবাহিতা বাকি মহিলারা সেই হলুদ ছেলেকে মাখায়। তারপর বেঁচে যাওয়া হলুদ মেয়ের বাড়িতে দিয়ে যাওয়া হয়। মেয়েকেও সেই হলুদ মাখিয়ে দেন তার বাড়ির আত্মীয়রা। ছেলের বাড়ির আত্মীয়রা এই হলুদের সঙ্গে মেয়ের গায়ে হলুদের শাড়ি, হলুদ আর সিঁদুর লাগানো গোটা রুই মাছ এবং অন্যান্য উপহার নিয়ে আসেন যাকে গায়ে হলুদের তত্ত্ব বলা হয়।
৪। বর বরন - সন্ধ্যে বেলায় বর বিয়ে করতে এলে মেয়ের মা তাকে মিষ্টি জল খাইয়ে বরন করেন।
৫। আশীর্বাদ - আশীর্বাদ পর্বটি অনেকে বিয়ের কিছুদিন আগে পাটিপএ হয়ে গেলেই সেরে ফেলেন অনেকে আবার বিয়ের দিন সারেন। উভয়পক্ষের বাড়ির গুরুজনেরা আশীর্বাদ করে সোনার গয়না উপহার দেন।
৬। শুভদৃষ্টি ও মালাবদল - এটি বাঙালি বিয়ের সবচেয়ে সুন্দর মুহূর্তের মধ্যে একটি। বর এলে কনেকে পিঁড়িতে বসিয়ে নিয়ে আসা হয়। কনের মুখ পান পাতা দিয়ে ঢাকা থাকে। বরের চারপাশে কনেকে সাতবার ঘোরানো হয়, তারপর কনে মুখ থেকে পান পাতা সরিয়ে বরের দিকে তাকায় এবং উভয়েই একে অপরকে মালা পরায়।
৭। সাতপাকে ঘোরা - জীবনভর এক সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাতে বর এবং কনে বিয়ের কুঞ্জতে সাত পাক ঘুরে সাত প্রতিজ্ঞা করে একে অপরকে।
৮। সিঁদুর দান - সব শেষে সিঁদুর দান। বাঙালি বিয়েতে সিঁদুর দানের ক্ষেত্রে একেক বাড়িতে একেক নিয়ম আছে। কেউ ধান মাপার কুনকে, কেউ রূপোর টাকা, কেউ আংটি আবার আর কেউ বা দর্পণ দিয়ে কনেকে সিঁদুর পরিয়ে তার সিঁথি রাঙিয়ে দেয়।
Comments
Post a Comment