কলকাতায় প্রি ওয়েডিং ফোটো শ্যুটের সেরা জায়গার তালিকা

সামনেই বিয়ে ঠিক কিন্তু প্রি-ওয়েডিং ফোটোশুটের প্ল্যানিং করেছেন কি? যদি আপনি আপনার Pre Wedding Photoshoot Kolkata - তে করানোর কথা ভেবে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনাকে সাহায্য করবে। কলকাতা শহরের এমন কিছু জায়গা সম্পর্কে আপনাদের জানাতে চলেছি, যেগুলি ইতিমধ্যেই প্রি-ওয়েডিং ফোটোশুট ডেস্টিনেশন হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ঝটপট দেখে নিন সেই জায়গা গুলি -


১। ভিক্টোরিয়া মেমোরিয়াল - ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার গর্ব। সাদা মার্বেলের সৌন্দর্য, আর্কিটেকচার, সবুজ গালিচা, লেক এবং চারিদিকের খোলা জায়গা এটিকে একটি উল্লেখযোগ্য প্রি ওয়েডিং ফটো শ্যুট কেন্দ্র করে তুলেছে। ফোটোগ্রাফারদের কাছে স্বপ্নের জয়গা হল ভিক্টোরিয়া মেমোরিয়াল। যে কোনো দিনই ভিক্টোরিয়া মেমোরিয়ালে ফটো শ্যুটের জন্য সুপার হিট।

২। প্রিন্সেপ ঘাট - প্রিন্সপ ঘাট কলকাতার অন্যতম প্রাচীন বিনোদন স্থান। অনেক কাপলদেরই এখানে গঙ্গা নদীর তীরে মনোরম পরিবেশে সময় কাটাতে, নৌকাতে রোমান্টিক ডেট উপভোগ করতে দেখা যায়। তাই তো রোমান্টিক ফটো শ্যুটের জন্য প্রিন্সেপ ঘাট সেরা ডেস্টিনেশন।


৩। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি - যদি আপনি কোনো ট্র্যাডিশনাল থিম ট্রাই করতে চান তাহলে কলকাতা জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি আপনার প্রি ওয়েডিং ফটো শ্যুটের জন্য বেস্ট লোকেশন। কারণ, ঠাকুরবাড়ির দালান এবং গালিচা এতটাই নজরকাড়া এবং আকর্ষণীয়। ট্র্যাডিশনাল ড্রেসে ফোটো তোলার জন্য যেমন ধরনের লোকেশন প্রয়োজন, তা সবই মজুত রয়েছে এখানে।

৪। ইকো পার্ক - রাজার হাটের এই শহুরে উদ্যান ভারতের সবচেয়ে বড় পার্কের মধ্যে অন্যতম। কলকাতার প্রি ওয়েডিং লোকেশন গুলোর মধ্যে এটি ভীষণ জনপ্রিয় ও পছন্দের জায়গা প্রায় সব কাপলদের। কারণ পার্কটি নানা ধরনের উপ-অংশে বিভক্ত যেমন ফুলের বাগান, বাঁশের বাগান, চা বাগান, প্রজাপতির বাগান। এসব তো রয়েছেই, সঙ্গে বোট রাইডের ব্যবস্থাও আছে। ইচ্ছে হলে ইকো আইল্যান্ডে গিয়ে জলে পা ছুবিয়েও ছবি তুলতে পারেন। এছাড়াও রয়েছে পৃথিবীর সপ্তমটি আশ্চর্যের অনুকরণে তৈরি সাতটি রেপ্লিকাও। তাই একটু আলাদা স্টাইলে ফোটো তোলার জন্য ইকো পার্কের থেকে ভালো জায়গা আর কিছু হতে পারে না।



৫। বোটানিক্যাল গার্ডেন - কলকাতার কাছেই হাওড়া, শিবপুরে রয়েছে বোটানিক্যাল গার্ডেন। এটি কলকাতার সেরা প্রি ওয়েডিং লোকেশন গুলোর মধ্যে অন্যতম। দীর্ঘ এলাকা জুড়ে রাস্তার উভয় পাশে বিভিন্ন ধরণের গাছপালা, শতাব্দী প্রাচীন বট গাছ এবং ছোটো ছোটো লেক যেন শহরের জাঁকজমক থেকে আলাদাই একটা পরিবেশ সৃষ্টি করেছে। আপনি যদি প্রকৃতি প্রেমী হন তাহলে প্রি-ওয়েডিং ফোটোশুটের জন্য এর থেকে ভালো জায়গা আর কিছু হয় বলে তো মনে হয় না। যে কোনও গাঢ় রঙই ছবিকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। আর বোটানিক্যাল গার্ডেন মানেই সবুজের ছড়াছড়ি।

Comments

Popular posts from this blog

বিয়ে বাড়িতে জমিয়ে আনন্দ করার সেরা গানের লিস্ট

বেনারসি শাড়ির ব্লাউজের ডিজাইন যা দেবে আপনাকে স্টাইলিশ লুক

হবু কনেদের জন্য সেরা রুপোর নুপুরের ডিজাইন