দেখে নিন বিয়ের দিন কনেরা হাতে কি ধরনের ব্যাগ নেবেন
বিয়ের সিজন তো চলেই এলো। আপনারও কি সামনেও বিয়ে? কিন্তু এখনও পর্যন্ত ভেবে উঠতে পারছেন না যে কি ধরনের ব্যগ বিয়ের দিন নেবেন। তবে বেশি ভাবনার কোনো প্রয়োজন নেই। আজকের এই প্রতিবেদনে আপনাদের মতো হবু কনেদের জন্য রইল কিছু Bridal Handbags and Purses এর কালেকশন যা আপনি বিয়ের দিনে আপনার ব্রাইডাল লুক অনুযায়ী মিক্স ম্যাচ করে নিতে পারবেন
১। ভেলভেট পোটলি ব্যাগ (Velvet Potli Bag)
পোটলি ব্যাগ কিন্তু ব্রাইডাল লুকের সঙ্গে ভীষণ মানায়। বিয়েতে লাল বেনারসির সঙ্গে যদি ভেলভেট বা মখমলের এ ধরণে র পোটলি ব্যাগ ক্যারি করেন তাহলে কিন্তু বেশ লাগবে। আপনি চাইলে ব্লাউজের কালারের সাথে ম্যাচ করেও পোটলি নিতে পারেন।
২। মুক্তোর কাজ করা পোটলি ব্যাগ (Pearl Work Potli Bag)
মুক্তো দিয়ে কাজ করা সুন্দর সুন্দর পোটলি ব্যাগও আপনি বিয়ের দিন নিতে পারেন। বেনারসির সাথে কনট্রাস্ট করে এই ধরণের পোটলি ব্যাগ ভীষণ মানায়।
৩। এমব্রয়েডারি পোটলি ব্যাগ (Embroidered Potli Bag)
আপনার যদি ভেল্ভেট বা মুক্তোর কাজ করা পোটলি পছন্দ না হয়, তাহলে এমব্রয়েডারেড পোটলি ভালো অপশন। এই ধরণের পোটলি গুলোও বেশ জমকালো হয় যেগুলো বিয়ের দিন কনের হাতে খুব মানায়। নানা ধরণের, নানা রঙের, একরঙা, ভারী ও হালকা নকশা করা এমব্রয়েডারি পোটলি ব্যাগ আপনি আপনার পছন্দ মতো বেছে নিতে পারেন।
৪। বক্স ক্লাচ (Box Clutch)
বিয়ের দিন আপনি ক্লাচ ব্যাগও হাতে নিতে পারেন। বক্স ক্লাচ আজকাল ভীষণ ফ্যাশনেবল এবং স্মার্ট লুক এনে দেয়। শুধু বেনারসি নয় রিসেপশনের দিন যদি ওয়েস্টার্ন গাউন পরেন, তা হলেও আপনি বক্স ক্লাচ সাথে নিতে পারেন।
৫। গোল্ডেন সুতোর কাজ করা ক্লাচ (Gold Clutch)
বিয়ের দিন লাল বেনারসি শাড়ির সঙ্গে কনট্রাস্ট করে গোল্ডেন ক্লাচ ব্যাগ বেশ ভালো মানাবে।
৬। ফ্লোরাল ক্লাচ (Floral Clutch)
ফ্লাওয়ার ওয়ার্ক করা এমন ছোট ছোট বক্স ক্লাচ বিয়ের দিন জাস্ট একটা দারুণ স্মার্ট লুক এনে দেবে। বেনারসি থেকে শুরু করে সব রকম সাজের সঙ্গেই ট্রাই করতে পারেন এই ধরণের ফ্লোরাল ক্লাচ।
৭। ব্রাইডাল স্লিং ব্যাগ (Sling Hand Bag)
এছাড়াও বিয়ের দিন হাতে কিছু রাখতে আপনি ব্যবহার করতে পারেন ব্রাইডাল স্লিং ব্যাগ। বিশেষ করে রিসেপশনের দিন এটা ট্রাই করতে পারেন।
১। ভেলভেট পোটলি ব্যাগ (Velvet Potli Bag)
পোটলি ব্যাগ কিন্তু ব্রাইডাল লুকের সঙ্গে ভীষণ মানায়। বিয়েতে লাল বেনারসির সঙ্গে যদি ভেলভেট বা মখমলের এ ধরণে র পোটলি ব্যাগ ক্যারি করেন তাহলে কিন্তু বেশ লাগবে। আপনি চাইলে ব্লাউজের কালারের সাথে ম্যাচ করেও পোটলি নিতে পারেন।
২। মুক্তোর কাজ করা পোটলি ব্যাগ (Pearl Work Potli Bag)
মুক্তো দিয়ে কাজ করা সুন্দর সুন্দর পোটলি ব্যাগও আপনি বিয়ের দিন নিতে পারেন। বেনারসির সাথে কনট্রাস্ট করে এই ধরণের পোটলি ব্যাগ ভীষণ মানায়।
৩। এমব্রয়েডারি পোটলি ব্যাগ (Embroidered Potli Bag)
আপনার যদি ভেল্ভেট বা মুক্তোর কাজ করা পোটলি পছন্দ না হয়, তাহলে এমব্রয়েডারেড পোটলি ভালো অপশন। এই ধরণের পোটলি গুলোও বেশ জমকালো হয় যেগুলো বিয়ের দিন কনের হাতে খুব মানায়। নানা ধরণের, নানা রঙের, একরঙা, ভারী ও হালকা নকশা করা এমব্রয়েডারি পোটলি ব্যাগ আপনি আপনার পছন্দ মতো বেছে নিতে পারেন।
৪। বক্স ক্লাচ (Box Clutch)
বিয়ের দিন আপনি ক্লাচ ব্যাগও হাতে নিতে পারেন। বক্স ক্লাচ আজকাল ভীষণ ফ্যাশনেবল এবং স্মার্ট লুক এনে দেয়। শুধু বেনারসি নয় রিসেপশনের দিন যদি ওয়েস্টার্ন গাউন পরেন, তা হলেও আপনি বক্স ক্লাচ সাথে নিতে পারেন।
৫। গোল্ডেন সুতোর কাজ করা ক্লাচ (Gold Clutch)
বিয়ের দিন লাল বেনারসি শাড়ির সঙ্গে কনট্রাস্ট করে গোল্ডেন ক্লাচ ব্যাগ বেশ ভালো মানাবে।
৬। ফ্লোরাল ক্লাচ (Floral Clutch)
ফ্লাওয়ার ওয়ার্ক করা এমন ছোট ছোট বক্স ক্লাচ বিয়ের দিন জাস্ট একটা দারুণ স্মার্ট লুক এনে দেবে। বেনারসি থেকে শুরু করে সব রকম সাজের সঙ্গেই ট্রাই করতে পারেন এই ধরণের ফ্লোরাল ক্লাচ।
৭। ব্রাইডাল স্লিং ব্যাগ (Sling Hand Bag)
এছাড়াও বিয়ের দিন হাতে কিছু রাখতে আপনি ব্যবহার করতে পারেন ব্রাইডাল স্লিং ব্যাগ। বিশেষ করে রিসেপশনের দিন এটা ট্রাই করতে পারেন।
Comments
Post a Comment