বিয়ে ও রিসেপশনে বরের সাজ পোশাকের নানা ধরন

বিয়ে ও রিসেপশনের সাজ পোশাক নিয়ে বর-বউ দু’জনে টেনশনে থাকেন। আর বাঙালি বিয়েতে মেয়েদের বেনারসি আর ছেলেদের ধুতি-পাঞ্জাবি পরা ছাড়া আর যে কোনো উপায়ও নেই। তবে বউভাত হল বিয়ের ফাইনাল রাউন্ড, এদিন আপনি চিরাচরিত সাজ বদল করে নিজেকে ফ্যাশনেবল করে তুলতে পারেন। বিয়ে ও রিসেপশনে মেয়েদের সাজ পোশাকে নানা অপশন দেখা গেলেও পাত্রের সাজ পোশাক নিয়ে কিন্তু তেমন একটা মাথা ব্যাথা দেখা যায় না। তাই আজকের এই প্রতিবেদনে আমরা Bengali Groom Wedding Dress নিয়ে কিছু আইডিয়া শেয়ার করব, যাতে কনের সাথে বরকেও বিয়ের অনুষ্ঠান গুলোতে অন্যদের চেয়ে পৃথক দেখায়।



১। ধুতি-পাঞ্জাবি -

বিয়ের দিন লাল টুকটুকে বেনারসি পরে থাকা বাঙালি কনের পাশে কিন্তু ধুতি পাঞ্জাবি পরা পাত্র দারুণ মানায়। ধুতি পাঞ্জাবিতে পাত্রের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ হওয়ার সঙ্গে বাঙ্গালিয়ানার একটা অনুভুতিও প্রকাশ পায়। আজকাল পাঞ্জাবির ফ্যাশনেও প্রচুর বৈচিত্র - গুরু পাঞ্জাবি, গোল গলা পাঞ্জাবি, আচকান, সাইড গলা পাঞ্জাবি, জারদৌসি কাজের পাঞ্জাবি আরও না জানি কত ডিজাইন। আর তার পাশাপাশি ধুতির কম্বিনেশন বেশ মানায়। আপনি চাইলে পাড়ের ধুতি, কাজ করা ধুতি বা বর্ডারের ধুতিও পাঞ্জাবির সাথে ম্যাচ করে পরতে পারেন।

২। শেরওয়ানি


ইদানীং প্রায় বেশির ভাগ বাঙালিরাই রিসেপশনের জন্য শেরওয়ানি বেছে নিচ্ছেন। রিসেপশনে কনের লেহেঙ্গা সাজের পাশাপাশি কিন্তু বরের এই শেরওয়ানি পরা হেভি লুক দিব্যি মানায়। তবে শেরওয়ানি কেনার সময় তার ফেব্রিকের মান, সুতার কাজ ও কাপড়ের ক্যোয়ালিটি মাথায় রেখে কিনুন। শেরওয়ানির রং বাছুন নিজের পছন্দ এবং আপনার স্ত্রী এর পোশাকের সঙ্গে মিলিয়ে বা মানানসই করে। এতে রিসেপশনের দিন দুজনকেই দেখতে ভালো মানাবে।

৩। ফর্মাল সুট, ব্লেজার-ট্রাউজার


যদি আপনি পশ্চিমি ধরনের পোশাকে বেশি আরামদায়ক অনুভব করেন তাহলে পরতে পারেন ফর্মাল সুট, টাক্সিডো, ব্লেজার-ট্রাউজার, জ্যাকেট ইত্যাদি। তবে মাথায় রাখবেন এই ধরনের পোশাকের ফিটিং যেন পারফেক্ট হয় আর সঙ্গে জুতোও যেন ফর্মাল হয়।

৪। পাগড়ি

টোপরের সাথে সাথে বিয়েতে বরের পাগড়িও কিন্তু এক অন্যতম অনুষঙ্গ। পাগড়ি যেন বরকে রীতিমত একটা রাজকীয় লুকে উপস্থাপন করে। তাই রিসেপশনের দিন আপনি চাইলে কাপড়ের পাগড়ি বা কারুকাজ করা পাগড়ি মাথায় পরতে পারেন।

৫। নাগরা জুতা


 বিয়েতে ধুতি পাঞ্জাবি বা শেরওয়ানি যাই পরুন না কেন পায়ে কিন্তু কোলাপুরি পরতেই হবে। কোলাপুরি স্টাইলে শুঁড়ওয়ালা নাগরা জুতোও পরতে পারেন। তবে মাথায় রাখবেন জুতোয় ভালো করে তেল মাখিয়ে রাখবেন এবং এক সাইজ বড় জুতো কিনবেন। নইলে ফোস্কা অনিবার্য।

Comments

Popular posts from this blog

বিয়ে বাড়িতে জমিয়ে আনন্দ করার সেরা গানের লিস্ট

বেনারসি শাড়ির ব্লাউজের ডিজাইন যা দেবে আপনাকে স্টাইলিশ লুক

হবু কনেদের জন্য সেরা রুপোর নুপুরের ডিজাইন