কলকাতার সেরা ওয়েডিং ফটগ্রাফারদের তালিকা
পারফেক্ট ফোটোগ্রাফি মোটেই বাচ্চাদের খেলা নয়। আর সে যদি আবার বিয়ের ফটোগ্রাফি হয় তাহলে তো সেই ব্যাপারে রিস্ক নেওয়া একদমই ঠিক নয়। বিয়ে, বাসি বিয়ে, বৌ-ভাত সব মিলিয়ে কত অনুষ্ঠান, কত নিয়ম রীতি রেওয়াজ। তাই জীবনের এই বিশেষ মুহূর্ত গুলিকে যদি সুন্দর ভাবে ফ্রেমে ধরে রাখতে চান, তাহলে বিয়ের ফোটোগ্রাফার নির্বাচনের ক্ষেত্রে হটকারি সিদ্ধান্ত একদম নেবেন না। বরং আপনার বাজেট দেখে একটু খোঁজ-খবর নিয়ে তারপর ফাইনাল করবেন। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের দেবো কয়েকজন ফোটোগ্রাফারের হদিশ যারা কিনা Kolkata Wedding Photographers দের তালিকায় প্রথম সারিতে রয়েছেন। আপনি আপনার জীবনের সব থেকে বড় দিনটির দায়িত্ব এদের হাতে দিয়ে নিশ্চিত থাকতে পারেন।
১। কলকাতা ওয়েডিং টেলস (Kolkata Wedding Tales)
কলকাতার সেরা ওয়েডিং ফটোগ্রাফারদের তালিকায় কলকাতা ওয়েডিং টেলস অন্যতম। এদের ক্রিয়েটিভ ফোটোগ্রাফি সত্যিই ভীষণ সুন্দর। তাই জীবনের সবথেকে বড় অনুষ্ঠান আপনার বিয়ের ছোট-বড় নানা মুহূর্ত গুলো ফোটো ফ্রেমে সুন্দর ভাবে বন্দী করতে আপনি এই সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারেন।
ওয়েবসাইট (Website): www.kolkataweddingtales.com
২। সৃজন ইমেজারি (Srejon Imagery)
আজকাল ক্যানডিড ফোটোগ্রাফি প্রত্যেকেরই ভালো লাগার লিস্টে প্রথমে। আর ক্যানডিড ফোটোগ্রাফির মাধ্যমে বিয়ের ছোট ছোট মুহূর্ত গুলিকে ধরে রাখাই সৃজন ইমেজারির বৈশিষ্ট্য। আরও একটি বৈশিষ্ট্য হলো তাঁর ছবিতে আলোর ব্যবহার যা ছবিকে বাস্তবিকই আকর্ষণীয় ও নজরকাড়া করে তোলে।
ওয়েবসাইট (Website): srejonimagery.com
৩। রিগ ফোটোগ্রাফি (Rig Photography)
সবার থেকে একটু অন্যরকম যদি ফটোগ্রাফি চান তাহলে আপনি রিগ ফোটোগ্রাফির ওপর ভরসা রাখতেই পারেন। বিয়ের প্রত্যেকটি অনুষ্ঠান, প্রি-ওয়েডিং, স্টেজ এবং ডেস্টিনেশন ওয়েডিং ফোটোগ্রাফিতেও এরা সমান ভাবে পটু।
ওয়েবসাইট (Website): www.rigbiswas.com
৪। ঋতব্রত মুখার্জি (Ritabrata Mukherjee Photography)
কলকাতা ওয়েডিং ফটোগ্রাফির তালিকায় ঋতব্রত মুখার্জির নাম বেশ জনপ্রিয়। তিনি ওয়েডিং ফোটোগ্রাফির সঙ্গে প্রি-ওয়েডিং ফোটোশুট, ডেস্টিনেশন ওয়েডিং এবং কাপল পোট্রেটের মতো ফোটোগ্রাফিতেও সমান দক্ষতা অর্জন করেছেন।
ওয়েবসাইট (Website): www.ritabrata.com
৫। পিক্সোনোভা (Pixonova)
পিক্সোনোভার কর্ণধার হলেন ঋষব চক্রবর্তী। ফিল্ম ও ফোটোগ্রাফি ইন্ডাস্ট্রির সঙ্গে বহুদিন ধরেই তিনি যুক্ত। তাঁর তোলা প্রতিটি ছবি যেন কথা বলে। জীবনের স্পেশাল দিনটিতে আপনার সকল ছোটো বড় মুহূর্ত গুলোকে ফ্রেমে বন্দি করতে আপনি অবশ্যই পিক্সোনোভা বুক করতে পারেন।
ওয়েবসাইট (Website): pixonova.com
১। কলকাতা ওয়েডিং টেলস (Kolkata Wedding Tales)
কলকাতার সেরা ওয়েডিং ফটোগ্রাফারদের তালিকায় কলকাতা ওয়েডিং টেলস অন্যতম। এদের ক্রিয়েটিভ ফোটোগ্রাফি সত্যিই ভীষণ সুন্দর। তাই জীবনের সবথেকে বড় অনুষ্ঠান আপনার বিয়ের ছোট-বড় নানা মুহূর্ত গুলো ফোটো ফ্রেমে সুন্দর ভাবে বন্দী করতে আপনি এই সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারেন।
ওয়েবসাইট (Website): www.kolkataweddingtales.com
২। সৃজন ইমেজারি (Srejon Imagery)
আজকাল ক্যানডিড ফোটোগ্রাফি প্রত্যেকেরই ভালো লাগার লিস্টে প্রথমে। আর ক্যানডিড ফোটোগ্রাফির মাধ্যমে বিয়ের ছোট ছোট মুহূর্ত গুলিকে ধরে রাখাই সৃজন ইমেজারির বৈশিষ্ট্য। আরও একটি বৈশিষ্ট্য হলো তাঁর ছবিতে আলোর ব্যবহার যা ছবিকে বাস্তবিকই আকর্ষণীয় ও নজরকাড়া করে তোলে।
ওয়েবসাইট (Website): srejonimagery.com
৩। রিগ ফোটোগ্রাফি (Rig Photography)
সবার থেকে একটু অন্যরকম যদি ফটোগ্রাফি চান তাহলে আপনি রিগ ফোটোগ্রাফির ওপর ভরসা রাখতেই পারেন। বিয়ের প্রত্যেকটি অনুষ্ঠান, প্রি-ওয়েডিং, স্টেজ এবং ডেস্টিনেশন ওয়েডিং ফোটোগ্রাফিতেও এরা সমান ভাবে পটু।
ওয়েবসাইট (Website): www.rigbiswas.com
৪। ঋতব্রত মুখার্জি (Ritabrata Mukherjee Photography)
কলকাতা ওয়েডিং ফটোগ্রাফির তালিকায় ঋতব্রত মুখার্জির নাম বেশ জনপ্রিয়। তিনি ওয়েডিং ফোটোগ্রাফির সঙ্গে প্রি-ওয়েডিং ফোটোশুট, ডেস্টিনেশন ওয়েডিং এবং কাপল পোট্রেটের মতো ফোটোগ্রাফিতেও সমান দক্ষতা অর্জন করেছেন।
ওয়েবসাইট (Website): www.ritabrata.com
৫। পিক্সোনোভা (Pixonova)
পিক্সোনোভার কর্ণধার হলেন ঋষব চক্রবর্তী। ফিল্ম ও ফোটোগ্রাফি ইন্ডাস্ট্রির সঙ্গে বহুদিন ধরেই তিনি যুক্ত। তাঁর তোলা প্রতিটি ছবি যেন কথা বলে। জীবনের স্পেশাল দিনটিতে আপনার সকল ছোটো বড় মুহূর্ত গুলোকে ফ্রেমে বন্দি করতে আপনি অবশ্যই পিক্সোনোভা বুক করতে পারেন।
ওয়েবসাইট (Website): pixonova.com



Comments
Post a Comment