গায়ে হলুদের তত্ত্ব সাজানোর টিপস

বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠানই মজাদার ও রোমাঞ্চকর। তার মাঝে সবচেয়ে আকর্ষণীয় হলো গায়ে হলুদের অনুষ্ঠান। বিয়ের দিন সকালের সমস্ত আনন্দ-ফুর্তি জড়িয়ে থাকে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। আর এই অনুষ্ঠানের মূল বিষয়ই বরের বাড়ি থেকে কনের বাড়িতে এবং কনের বাড়ি থেকে বরের বাড়িতে হলুদের তত্ত্ব পাঠানো। বেশ কয়েক দিন আগে থেকেই এই তত্ত্ব সাজানো নিয়ে পরিবারের সকলে বসে যায়। আজকের এই প্রতিবেদনটিও কিন্তু এই তত্ত্ব সাজানোর টিপস নিয়ে লেখা। যেখানে আপনারা পেয়ে যাবেন নানা ভাবে গায়ে হলুদের তত্ত্ব সাজানোর টিপস।


১। তত্ত্ব সাজানো এখন একধরনের শিল্পে রূপ নিয়েছে। আপনি কোনো থিমকে বেস করে গায়ে হলুদের তত্ত্ব সাজাতে পারেন। এতে আপনার সমস্ত তত্ত্ব এক ধাঁচের এবং এক ডিজাইনের লাগবে যা দেখতে ভীষণ ভালো লাগে।

২। তত্ত্ব সাজানোর আগে রঙ বেছে নেওয়াটা ভীষণ জরুরী। আপনার পছন্দ অনুযায়ী কোনো একটি উজ্জ্বল রঙ বেছে নিন তারপর একই রঙে সাজান গায়ে হলুদের সমস্ত তত্ত্ব।


৩। তত্ত্ব সাজানোর আগে বর এবং কনে দুই বাড়িরই পছন্দ আর অপছন্দের তালিকা বানিয়ে সেই বুঝে উপহার সাজিয়ে দেওয়া উচিত।

৪। পোশাক, গয়না, জুতা, কসমেটিকস এবং বাকি অ্যাক্সেসরিজের জন্য আলাদা ডালা ব্যবহার করুন আর প্রত্যেকটি ডালার ওপরে ট্রান্সপারেন্ট কাগজ দিয়ে মুড়ে দেবেন যাতে জিনিস গুলোর ওপর ধুলো না পড়ে।

৫। বর-কনের জন্য যে ডালাটি সাজাবেন সেটা তাদের পোশাকের সঙ্গে মানিয়ে যাবে এমন রঙের বেছে তারপর সাজান। এতে আপনার তত্ত্ব দেখতে আরও সুন্দর লাগবে।


৬। গায়ে হলুদে যে মিষ্টির ডালা পাঠাবেন সেটা চাইলেও আপনি সাজিয়ে পাঠাতে পারেন।

৭। এছাড়াও আপনি ফল ও ড্রাই ফ্রুটস আলাদা করে সাজিয়ে দিতে পারেন। ফল বেতের ঝুড়িতে সাজিয়ে দিন। আর ড্রাই ফ্রুটস সুন্দর র‍্যাপার দিয়ে মুড়ে সোনালি ফিতে দিয়ে বেঁধে দিন। এতে দেখতে সুন্দর লাগবে।

৮। আজকাল বাজারে বিয়ের তত্ত্ব সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর ট্রে কিনতে পাওয়া যায়। আপনি চাইলে সেগুলোর মধ্যেও জিনিস সাজিয়ে দিতে পারেন।

Comments

Popular posts from this blog

বিয়ে বাড়িতে জমিয়ে আনন্দ করার সেরা গানের লিস্ট

বেনারসি শাড়ির ব্লাউজের ডিজাইন যা দেবে আপনাকে স্টাইলিশ লুক

হবু কনেদের জন্য সেরা রুপোর নুপুরের ডিজাইন