বাঙালি বিয়েতে কনের সাজের সেরা বাঙালি গয়না
বাঙালি বিয়েতে কনের সাজ তার বিয়ের গয়নার ওপর অনেকটা নির্ভর করে। সাজ গোজ, গহনা প্রতিটা মেয়েরই দুর্বলতার কারণ। আর সেই সাজ গোজ যদি বিয়ের হয় তাহলে তো কোনো কথাই নেই। বাঙালি বিয়েতে কনে আইবুড়ো ভাত থেকে শুরু করে অষ্ট মঙ্গলা প্রায় সব গুলো অনুষ্ঠানেই কম বেশি সোনার গয়না পরে থাকে। আধুনিক এবং সাবেকি গয়নার সাজে প্রতিটি মেয়েই হয়ে ওঠে অনন্যা। আজকের এই প্রতিবেদনটি তাদের জন্য যারা এই সামনের বিয়ের মরশুমে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। থাকছে পুরনো ও নতুন ধাঁচের কিছু Bengali Wedding Jewellery এর লিস্ট। বিয়ের হাজারো ধরনের শপিং এর মধ্যে যদি আপনি বিয়ের গয়না নিয়ে কনফিউজ হয়ে থাকেন তাহলে এই প্রতিবেদনটি পড়ুন এবং নিজেকে সাজিয়ে তুলুন বঙ্গনারী রুপে।
গলায় পরার গয়না
১। পাতি হার - গলার হারের নানা রকম ডিজাইনের মধ্যে পাতিহার কিন্তু খুব জনপ্রিয়, হালকা ও স্টাইলিশ বিয়ের গয়না।
২। সীতা হার - সীতা হার হলো বাঙালির ট্র্যাডিশনাল বিয়ের গয়না। এর চল বহু বছর ধরে চলে আসছে এবং এখনো অব্যহত রয়েছে।
৩। গলার চিক - গলার চিক বা আজকাল চোকার সেট বলে থাকে সবাই। হালকা ভারী যেকোনো ধরনের চোকার ডিজাইনই বিয়েতে ভীষণ ভালো মানায়।
নাকে পরার গয়না
১। নাকের নথ - নাকের নথ আজকাল ভীষণ ভাবে প্রচলিত। কিন্তু আগে যেমন বিয়ের পরও নথ পরে থাকার চল ছিল এখন সেটা অনেক কম।
কানে পরার গয়না
১। কানের ঝুমকো - কানের ঝুমকো বিয়ের সেরা গয়না গুলোর মধ্যে একটা। নানা ডিজাইনের ঝুমকো আপনি বানাতে পারেন। বিয়ের দিন অন্যান্য গয়নার সাথে কনের কানে ঝুমকো বেশ ভালো মানায়।
২। কানপাশা - এটি অনেক পুরনো দিনের গয়না। বর আকারের বসা দুল যাকে বলা হয় কানপাশা।
৩। কানবালা - আজকাল বিয়েতে কানবালা ভীষণ ট্রেন্ডি। এটি আসলে হুপ ডিজাইনের দুল। বিয়ের কনেদের কানে নকশা করা কানবালা ভীষণ মানায়।
হাতে পরার গয়না
১। চূড় - বাঙালীর সম্ভারে আরেকটি গয়না যা প্রায় সব বাঙালী বধূদের সাজের একটি পছন্দের গয়না তা হলো চূড়।
২। বালা - বিয়েতে আপনি সাবেকি ডিজাইনের অমৃতপাকের বালা, মকরমুখী বালাও পরতে পারেন কিংবা আধুনিক হালকা ডিজাইনের বালাও পরতে পারেন। দুটোই মানাবে।
৩। মান্টাসা - বাঙালী গয়না ভান্ডারের মধ্যে আরেক জনপ্রিয় গয়না হলো এই মান্তাসা। এটি নিতান্তই আপনার হাতের সৌন্দর্য্য বাড়িয়ে তোলে দ্বিগুণ ভাবে।
৪। আংটি - বড়, মাঝারি বা পুরো আঙ্গুল ঢেকে রাখা আংটি আপনি আপনার সাধ্যমত বানাতে পারেন।
পায়ে পরার গয়না
১। পায়ের নূপুর - রুপোর ডিজাইন করা নূপুর কনের পায়ে একটা আলাদাই সৌন্দর্য যোগ করে। এছাড়া আপনি চাইলে পায়ের আঙুলে চুটকি ও পরতে পারেন।
গলায় পরার গয়না
১। পাতি হার - গলার হারের নানা রকম ডিজাইনের মধ্যে পাতিহার কিন্তু খুব জনপ্রিয়, হালকা ও স্টাইলিশ বিয়ের গয়না।
২। সীতা হার - সীতা হার হলো বাঙালির ট্র্যাডিশনাল বিয়ের গয়না। এর চল বহু বছর ধরে চলে আসছে এবং এখনো অব্যহত রয়েছে।
৩। গলার চিক - গলার চিক বা আজকাল চোকার সেট বলে থাকে সবাই। হালকা ভারী যেকোনো ধরনের চোকার ডিজাইনই বিয়েতে ভীষণ ভালো মানায়।
নাকে পরার গয়না
১। নাকের নথ - নাকের নথ আজকাল ভীষণ ভাবে প্রচলিত। কিন্তু আগে যেমন বিয়ের পরও নথ পরে থাকার চল ছিল এখন সেটা অনেক কম।
কানে পরার গয়না
১। কানের ঝুমকো - কানের ঝুমকো বিয়ের সেরা গয়না গুলোর মধ্যে একটা। নানা ডিজাইনের ঝুমকো আপনি বানাতে পারেন। বিয়ের দিন অন্যান্য গয়নার সাথে কনের কানে ঝুমকো বেশ ভালো মানায়।
২। কানপাশা - এটি অনেক পুরনো দিনের গয়না। বর আকারের বসা দুল যাকে বলা হয় কানপাশা।
৩। কানবালা - আজকাল বিয়েতে কানবালা ভীষণ ট্রেন্ডি। এটি আসলে হুপ ডিজাইনের দুল। বিয়ের কনেদের কানে নকশা করা কানবালা ভীষণ মানায়।
হাতে পরার গয়না
১। চূড় - বাঙালীর সম্ভারে আরেকটি গয়না যা প্রায় সব বাঙালী বধূদের সাজের একটি পছন্দের গয়না তা হলো চূড়।
২। বালা - বিয়েতে আপনি সাবেকি ডিজাইনের অমৃতপাকের বালা, মকরমুখী বালাও পরতে পারেন কিংবা আধুনিক হালকা ডিজাইনের বালাও পরতে পারেন। দুটোই মানাবে।
৩। মান্টাসা - বাঙালী গয়না ভান্ডারের মধ্যে আরেক জনপ্রিয় গয়না হলো এই মান্তাসা। এটি নিতান্তই আপনার হাতের সৌন্দর্য্য বাড়িয়ে তোলে দ্বিগুণ ভাবে।
৪। আংটি - বড়, মাঝারি বা পুরো আঙ্গুল ঢেকে রাখা আংটি আপনি আপনার সাধ্যমত বানাতে পারেন।
পায়ে পরার গয়না
১। পায়ের নূপুর - রুপোর ডিজাইন করা নূপুর কনের পায়ে একটা আলাদাই সৌন্দর্য যোগ করে। এছাড়া আপনি চাইলে পায়ের আঙুলে চুটকি ও পরতে পারেন।
Comments
Post a Comment