তেলতেলে স্ক্যাল্প ও চুলের ঘরোয়া উপায়
তেলতেলে নেতিয়ে পড়া চুল কেউই পছন্দ করেনা। প্রত্যেকেই চায় তার মাথার চুল থাকবে ঝলমলে ও উজ্জ্বল। নিয়মিত মাথায় তেল না দেওয়া, মাথায় খুশকি, ভালো করে চুল না ধোয়া, আবহাওয়া বদল, মাথার তালু থেকে অতিরিক্ত ঘাম নির্গত হওয়া, হরমোনের সমস্যা ইত্যাদি কারনে আমাদের স্ক্যাল্প তেলতেলে হয়ে যায়। কিন্তু যদি আপনি নিয়মিত চুল এবং স্ক্যাল্পের যত্ন নেন তাহলে চুলের এই অতিরিক্ত তৈলাক্ত ভাব আপনি দূর করতে পারবেন। কি ভাবছেন? কোনো প্রোডাক্ট বা কোনো পার্লারে যাওয়ার কথা বলব না আজ এমন কয়েকটি Oily Scalp Remedies আপনাদের সাথে শেয়ার করব যেগুলো অনুসরন করলে আপনি ঘরে বসেই তেলতেলে স্ক্যাল্পের সমস্যা থেকে নিস্তার পেয়ে যাবেন। জেনে নিন চুলের মাত্রাতিরিক্ত তৈলাক্ততা দূর করার ঘরোয়া উপায়গুলো - ১। লেবু - মাথার তালু তৈলাক্ত হওয়ার কারণে চুলও তেলতেলে হয়ে যাওয়া স্বাভাবিক। লেবু চুলের তৈলাক্ত ভাব দূর করতে সক্ষম। লেবুর শক্তিশালী ভিটামিন সি এই সমস্যার সমাধান করে দ্রুত। সপ্তাহে অন্তত দুদিন মাথার তালুতে কটন বলের সাহায্যে লেবুর রস লাগান। এই রস তালুর অতিরিক্ত তেল নিঃসরণ দূর করতে সাহায্য করবে। আর চুল রাখবে ঝলমলে। ২। ডিম - ডিমের কুসুমে...