Posts

Showing posts from September, 2019

তেলতেলে স্ক্যাল্প ও চুলের ঘরোয়া উপায়

Image
তেলতেলে নেতিয়ে পড়া চুল কেউই পছন্দ করেনা। প্রত্যেকেই চায় তার মাথার চুল থাকবে ঝলমলে ও উজ্জ্বল। নিয়মিত মাথায় তেল না দেওয়া, মাথায় খুশকি, ভালো করে চুল না ধোয়া, আবহাওয়া বদল, মাথার তালু থেকে অতিরিক্ত ঘাম নির্গত হওয়া, হরমোনের সমস্যা ইত্যাদি কারনে আমাদের স্ক্যাল্প তেলতেলে হয়ে যায়। কিন্তু যদি আপনি নিয়মিত চুল এবং স্ক্যাল্পের যত্ন নেন তাহলে চুলের এই অতিরিক্ত তৈলাক্ত ভাব আপনি দূর করতে পারবেন। কি ভাবছেন? কোনো প্রোডাক্ট বা কোনো পার্লারে যাওয়ার কথা বলব না আজ এমন কয়েকটি Oily Scalp Remedies আপনাদের সাথে শেয়ার করব যেগুলো অনুসরন করলে আপনি ঘরে বসেই তেলতেলে স্ক্যাল্পের সমস্যা থেকে নিস্তার পেয়ে যাবেন। জেনে নিন চুলের মাত্রাতিরিক্ত তৈলাক্ততা দূর করার ঘরোয়া উপায়গুলো - ১। লেবু - মাথার তালু তৈলাক্ত হওয়ার কারণে চুলও তেলতেলে হয়ে যাওয়া স্বাভাবিক। লেবু চুলের তৈলাক্ত ভাব দূর করতে সক্ষম। লেবুর শক্তিশালী ভিটামিন সি এই সমস্যার সমাধান করে দ্রুত। সপ্তাহে অন্তত দুদিন মাথার তালুতে কটন বলের সাহায্যে লেবুর রস লাগান। এই রস তালুর অতিরিক্ত তেল নিঃসরণ দূর করতে সাহায্য করবে। আর চুল রাখবে ঝলমলে। ২। ডিম - ডিমের কুসুমে...

অনিদ্রা সমস্যা থেকে মুক্তির ঘরোয়া উপায়

Image
শরীর আর মন দুটোই চাঙ্গা রাখতে ভালো ঘুমের প্রয়োজন। রাতে ভালো ঘুম না হলে সারাদিন ক্লান্ত লাগে, কাজে মন বসে না, দুশ্চিন্তা, মাথা ব্যাথা, বিরক্তি ভাব, অবসাদ সহ নানা সমস্যা দেখা দেয়। তাই বিশেষজ্ঞদের মতে মানসিক ও শারীরিক ভাবে সুস্থ থাকতে গেলে প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা পর্যাপ্ত ঘুমনো একান্ত প্রয়োজন। অনিদ্রা সমস্যার পেছনে নানা কারণ রয়েছে যার মধ্যে আপনি রাতে কিভাবে ঘুমোন অর্থাৎ আপনার Sleeping Position কেমন সেটা জানাও ভীষণ জরুরী। আজকের এই প্রতিবেদনে জেনে নিন প্রাকৃতিক উপায়ে ঘরে বসে অনিদ্রা সমস্যা দূর করার উপায়, কয়েকটি স্লিপিং পজিশন ও অনিদ্রা জনিত নানা পরামর্শ। যেগুলো অনুসরণ করলে খুব অনায়াসেই রাতে ঘুম না আসার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। অনিদ্রা সমস্যা দূর করার ঘরোয়া উপায় ১। কলা - কলাতে থাকে এমিনো এসিড যা অনিদ্রা দূর করতে সাহায্য করে। রাতের খাবার খাওয়ার পর একটা করে কলা খেলে ঘুম ভালো আসে। এছাড়াও এটা বার বার ঘুম ভেংগে যাওয়ার সমস্যাকেও তাড়ায়। ২। গরম দুধ - ঘুম না আসার সমস্যা দূর করতে রাতে এক গ্লাস গরম দুধ খাওয়া ভীষণ উপকারী। ঘুমোনার আগে গরম দুধ খেয়ে ঘুমোনর অভ্যাস করুন। গরম দুধ দেহ ও মনকে...

ত্বক ও চুলের যত্নে ডিমের ব্যবহার ও উপকারিতা

Image
ডিম খাওয়া শরীর ও সুস্বাস্থ্যের জন্য খুবই উপকারি। কিন্তু আপনি যদি ভেবে থাকেন ডিমের পুষ্টিগুণ কেবল আপনার শরীরে প্রবেশ করবে, তা কিন্তু নয়। রূপচর্চার অন্যতম উপাদান হল ডিম। ত্বক ও চুলের যত্নেও ডিমের ব্যবহার এনে দিতে পারে জেল্লা। আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাবো ডিমের উপকারিতা , ত্বক এবং চুলের কোমলতা ও সুন্দরতা বাড়ানোর জন্য ডিমের কয়েকটি ফেসপ্যাক, ফেস মাস্ক ও অন্যান্য কিছু জরুরি তথ্য। ত্বকের যত্নে ডিমের ফেসপ্যাক ১। একটি ডিম ভালো করে ফেটিয়ে তার মধ্যে দুই চামচ মধু মিশিয়ে নিন। এরপর সারা মুখে এই ফেসপ্যাকটি লাগিয়ে নিন। সম্পূর্ণ শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে মুখ পরিষ্কার করে ফেলুন। এটি একটি অ্যান্টি এজিং প্যাক। এতে ত্বক টানটান হবে। প্রত্যেক মাসে একবার এই প্যাক আপনি ব্যবহার করতে পারেন। ২। ডিমের সাদা অংশ ত্বকের অতিরিক্ত তেল দূর করে। তৈলাক্ত ত্বকে পিম্পল, ব্রণ, ফুসকুড়ি, ব্ল্যাক হেডস, কালচে দাগ-ছোপ ইত্যাদি নানা সমস্যা লেগেই থাকে। ডিমের সাদা অংশ ব্যবহার করলে অত্যধিক তৈলাক্ত ত্বকের এই ধরণের সমস্যা থেকে সমাধান পাওয়া যেতে পারে। একটি ডিমের পুরো সাদা অংশ ভালো করে ফেটে তাতে আধা চামচ ময়দা ভালো করে মিশিয...

শরীর-স্বাস্থ্য ও রুপচর্চায় আদার উপকারিতা

Image
শুধু মশলা হিসেবেই নয়, আদা আমাদের সুস্বাস্থ্যের জন্যও খুব উপকারী। আদার ভেষজ গুণ অনেক। সর্দি-কাশি হলে সেই এক কাপ গরম গরম আদা-চা খাওয়ার পাশাপাশি রান্নাবান্নায় স্বাদ বাড়ানো, আমাদের দৈহিক সুস্থতা রক্ষায় এমন কি রূপচর্চাতেও আদা বিশেষভাবে উপযোগী। আদায় রয়েছে বহু গুণ, নিয়মিত আদা খেলে শারীরিক অনেক সমস্যার সমাধান পাওয়া যায়। কি সেই আদার উপকারিতা তা জানতে অবশ্যই একবার চোখ বুলিয়ে নিন এই প্রতিবেদনে - ১। আদায় রয়েছে ভরপুর অ্যান্টি-ব্যাকটেরিয়াল এজেন্ট, যা শরীরের রোগ-জীবাণুকে ধ্বংস করে দেয়, জ্বর জালা, গলা ব্যথা ও মাথাব্যথা দূর করতে সাহায্য করে। কোলেস্টেরলের স্তর কমাতে,ডায়াবেটিস নিয়ন্ত্রণে, মাইগ্রেনের ব্যথা কমাতে, কিডনি জনিত সমস্যা ও জটিলতা দূর করতে কাজে লাগে আদা। ২। কাঁচা আদার গুণ অনেক বেশি। শীতকালে বুকে কফ জমলে, শ্বাস- প্রশ্বাসে সমস্যা দেখা দিলে কাঁচা আদা সামান্য কুচি করে ২ কাপ জলে ফুটিয়ে নিন। কিছুক্ষণ ফুটিয়ে ছেঁকে নিন একটি কাপে এবং সাথে ১ টেবিল চামচ মধু মিশিয়ে পান করে ফেলুন। এতে বেশ আরাম পাওয়া যায়। ৩। যাদের হজমের সমস্যা রয়েছে তাদের জন্য আদা ভীষণ উপকারী। আদা হজম শক্তি বৃদ্ধি করে, অস্বস্তি...

মাথা থেকে দ্রুত উকুন ঝেড়ে ফেলুন এই ঘরোয়া উপায় গুলির সাহায্যে

Image
মাথায় উকুনের সমস্যা? রাস্তাঘাটে লোকজনের সামনে বারবার মাথা চুলকাতে হচ্ছে? আর চিন্তার কোনো প্রয়োজন নেই। উকুন যাদের মাথায় বাসা বেঁধেছে কেবল তাঁরাই বোঝে এর কি যন্ত্রণা। এই সমস্যা একবার শুরু হলে তারপর একে মাথা থেকে দূর করা ভীষণ কষ্টকর। উকুন চুলের অনেক ক্ষতি করে এমনকি চুল পড়া শুরু করে ভয়াবহ ভাবে। কিন্তু টেনশনের কোনো দরকার নেই, ঘরোয়া উপায়ে উকুনের সমস্যা থেকে নিস্তার পাওয়া সম্ভব। আসুন তবে দেখে নেওয়া যাক Lice Treatment At Home , কিভাবে ঘরে বসে উকুনের সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে তার কিছু কার্যকরী উপায়। ১। নিমের ব্যবহার - চুলের উকুন দূর করতে নিম পাতা খুব ভালো কার্যকর। নিমে রয়েছে অ্যান্টি ব্যাকটিরিয়াল তত্ত্ব যা পোকামাকড় ও পরজীবী মারতে সক্ষম। নিম পাতা সেদ্ধ করে সে জল দিয়ে মাথা ধুয়ে নিন বা নিমপাতা বেটে সরাসরি মাথার স্ক্যাল্পে লাগিয়ে নিন তারপর শুকিয়ে গেলে ঠাণ্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। এতে তাড়াতাড়ি খুব ভালো ফল পাওয়া যায়। যতদিন পর্যন্ত মাথা থেকে উকুন পুরোপুরি ভাবে দূর না হচ্ছে ততদিন প্রতি মাসে কমপক্ষে ২-৩ বার এই উপায় অনুসরণ করুন। এছাড়াও রাতে ঘুমনোর আগে চুল ও স্ক্যাল্পে নিম অয়েলের ম্যা...

সম্পর্কে এক নতুন মাত্রা যোগ করবে এই ভালোবাসার কবিতা ও উক্তি সমূহ

Image
ভালোবাসার থেকে পবিত্র জিনিস আর কিছুই নেই জগতে। আর যেখানে ভালোবাসা সেখানেই মনোমালিন্য, রাগ, অভিমান, ঝগড়া এসব তো থাকবেই। নিজের সবচেয়ে কাছের মানুষটির সাথে সমস্ত রকমের টানাপোড়ন দূর করে নতুন ভাবে সম্পর্ক গড়ে তোলার নামই তো জীবন। আজকের এই প্রতিবেদনে থাকছে সেরকমই কয়েকটি প্রেমের কবিতা , ভালোবাসার কবিতা ও উক্তি যেগুলি আপনি আপনার প্রিয়জনকে পাঠাতে পারেন। তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শত বার জনমে জনমে, যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পরেছ গলায়, নিয়েছ সে উপহার জনমে জনমে, যুগে যুগে অনিবার। নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে হৃদয়ে রয়েছ গোপনে। বাসনা বসে মন অবিরত, ধায় দশ দিশে পাগলের মতো। স্থির আঁখি তুমি ক্ষরণে শতত জাগিছ শয়নে স্বপনে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগলপ্রেমের স্রোতে অনাদি কালের হৃদয়-উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহবিধুর নয়নসলিলে, মিলনমধুর লাজে– পুরাতন প্রেম নিত্যনূতন সাজে। আমি আশায় আশায় থাকি আমার তৃষিত আকুল আঁখি ঘুমে-জাগরণে-মেশা প্রাণে স্বপনের নেশা দূর দিগন্তে চেয়ে কাহারে ডাকি ...

দেখে নিন বাঙ্গালী নারীদের পছন্দের সেরা ৫ টি শাড়ি

Image
বাঙ্গালী নারীদের সবচেয়ে পছন্দের পোশাক হলো শাড়ি। পুজো হোক বা বিয়েবাড়ি, স্কুল কলেজে হোক বা ঘরোয়া কোন প্রোগ্রাম - প্রতিটি অনুষ্ঠানেই শাড়ি থাকবেই। আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাবো জনপ্রিয় Bengal Cotton Sarees এর মধ্যে সেরা ৫ টি কটন শাড়ি সম্বন্ধে। তাহলে আর দেরি না করে আসুন দেখে নেওয়া যাক বাংলার সেরা সুতির শাড়ি কোনগুলি - ১। তাঁতের শাড়ি -  বাঙালী নারীদের পছন্দের শাড়ির মধ্যে প্রথম দিকেই তাঁতের শাড়ির নাম থাকে। এই শাড়ি বাংলার আবহাওয়া সংস্কৃতির সঙ্গে একেবারে মানানসই। বাঙালি নারীর সঙ্গে তাঁতের শাড়ির সম্পর্ক আজকের নয় বহু দিনের। এ শাড়িতেই যেন ফুটে ওঠে বাঙালি নারীর চিরায়ত রূপ। এর নকশাতেও থাকে স্থানীয় সংস্কৃতির ছোঁয়া। পাড়ের নকশাই বলুন কিংবা শাড়ির জমির বুটি, ফুল পাতা কলকা ডিজাইনের সবটাই একান্তভাবে বাংলার নিজস্ব। তাঁতের শাড়ি সারা বছর পরা যেতে পারে। তাঁতের শাড়ির পাড়েই সমস্ত আকর্ষণ। মোটা বা চিকন যে কোনো পাড়ের তাঁতের শাড়িই সব সময় ব্যবহারের জন্য বেস্ট অপশন। কিন্তু গরমকালে তাঁতের শাড়ি হলো সবচেয়ে আরামদায়ক। গরমকালে অতিরিক্ত ঘাম হয় তাই এমন জাতীয় পোশাক পরা ভালো যেগুলো ঘাম শুষে নিতে পারে। ২। জাম...

ঠোঁটে আনুন গোলাপি আভা এই ৫ টি ঘরোয়া উপায়ে

Image
নরম তুলতুলে গোলাপি ঠোঁট পেতে কে না চায়? এখনকার দিনে সুন্দর ত্বকের পাশাপাশি সুন্দর গোলাপী ঠোঁটও প্রত্যেক মেয়ের স্বপ্ন। ঠোঁট সুন্দর থাকলে হাসির সঙ্গে চেহারাতেও ফুঁটে ওঠে সৌন্দর্য। যা দেখতে লাগে ভীষণ আকর্ষণীয় লাগে। কিন্তু ক্ষতিকারক সূর্যরশ্মি, ধূমপান, অ্যালার্জি, হরমন সমস্যা ইত্যাদির কারণে আমাদের ঠোঁটের রং কালচে হয়ে যায় বা ঠোঁটে কালো দাগ ছোপ দেখা যায়। আজ এই রূপচর্চা বিষয়ক প্রতিবেদনে দেখে নিন সহজ কয়েকটি ঘরোয়া Tips For Pink Lips - এই টিপস গুলো নিয়মিত মেনে চললে ঘরোয়া পদ্ধতিতেই নরম, গোলাপি ঠোঁট পাওয়া সম্ভব। ১। লেবুর রস - ঠোঁটের কালচে ভাব দূর করতে লেবু দারুণভাবে কাজ করে। এক চামচ লেবুর রসের সঙ্গে সামান্য চিনি বা মধু মিশিয়ে তার সঙ্গে কয়েক ফোঁটা গ্লিসারিন দিয়ে ঠোঁটে নিয়মিত ঘষলে ঠোঁটের কালচে দাগ দূর হয় অনেকটা। নরম কোনো পুরনো টুথব্রাশের সাহায্যেও এই স্ক্রাবটি ঘুরিয়ে ঘুরিয়ে ঠোঁটে লাগাতে পারেন। ২। চিনির স্ক্রাব - চিনি সাধারণত এক্সফোলিয়েটের কাজ করে। ত্বকের মৃত কোষ দূর করে ঠোঁটের রং হালকা করতে সাহায্য করে চিনির স্ক্রাব। ১ চামচ চিনির সঙ্গে একটু গোলাপ জল মিশিয়ে তারপর ঠোঁটে লাগিয়ে স্ক্রাব কর...

রোদে পোড়া ত্বকের কালচে ভাব দূর করার ঘরোয়া উপায়

Image
গরমকালে রোদে ঘুরে বেড়ালে সান ট্যান, ত্বকের কালচে ভাব হওয়া খুবই স্বাভাবিক। তাই বলে ঘরে বসে থাকা তো যায় না। আর আপনাদের জানিয়ে রাখতে চাই শুধু গরমকালেই নয় শীত কালেও ট্যান পড়ে ত্বকে। আমাদের প্রত্যেকেরই কম-বেশি রোজ বাইরে রোদে বের হতে হয় কোনো না কোনো কাজে। আর প্রত্যেকেরই অল্প বেশি ট্যান পড়েই থাকে। সামনেই দুর্গা পুজো তাই আপনিও এখন হয়ত ভাবছেন কিভাবে ত্বকের এই কালচে ভাব দূর করবেন আর ত্বকের হারানো ঔজ্জ্বল্য ফিরিয়ে আনবেন। তবে এখন আর মন খারাপ করে লাভ নেই। কারণ আজকের এই প্রতিবেদনে আপনাকে এমন কয়েকটি ঘরোয়া Tan Removal Face Pack সম্বন্ধে জানাবো যেগুলো সান ট্যান দূর করতে অব্যর্থ! নিয়মিত এই ঘরোয়া টোটকা গুলো ফলো করলে খুব কম খরচেই দ্রুত আপনার এই জেদি ট্যান দূর তো হবেই সাথে আপনার ত্বক ও হয়ে উঠবে নরম, মসৃণ ও উজ্জ্বল। ১। টকদই ও লেবুর ফেসপ্যাক - রোদে পোড়া ট্যান দূর করতে অন্যতম ঘরোয়া উপকরণ হল টকদই৷ যা ট্যান দূর করার সাথে সাথে ত্বকের দাগ-ছোপ ও রুক্ষতাও দূর করে। টকদই ভালো করে ফেটিয়ে তার সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে নিন। স্নানের আগে এই মিশ্রণটি ভালো করে মুখে, গলায়, ঘাড়ে এবং বাকি ট্যানিং অংশে লাগিয়ে নিন...

জেনে নিন প্রতিদিন মাছ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ঠিক কতটা উপকারি

Image
মাছে ভাতে বাঙালি এই প্রবাদটি নিশ্চই জানা আছে। খাওয়ার পাতে প্রতিদিন মাছ না থাকলে বাঙ্গালীদের যেন তৃপ্তি সহকারে খাওয়া হয় না। তাহলে আজ জেনে নিন প্রতিদিন ডায়েটে মাছের উপকারিতা । রোজের খাদ্যতালিকাতে মাছ রাখা স্বাস্থ্যের পক্ষে ঠিক কতটা উপকারি, এর পার্শ্ব প্রতিক্রিয়া কি সব প্রশ্নের উত্তর। মাছ খাওয়ার উপকারিতাঃ ১। হৃদ স্বাস্থ্য ভালো রাখে -  মাংস ও ডিমের তুলনায় মাছে অনেক বেশি পরিমাণে প্রোটিন থাকে যা হার্টের স্বাস্থ্য ভালো রাখে। স্ট্রোক হওয়ার আশঙ্কা কমায়। কোলেস্টরল নিয়ন্ত্রনে রাখে। ২। দৃষ্টিশক্তি বাড়ায় - মাছের শরীরে উপস্থিত ওমেগা থ্রি ফ্যাটি এসিড চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। তাই রোজের খাবারের তালিকায় মাছ থাকা অত্যন্ত প্রয়োজনীয়। ৩। মস্তিষ্কের ক্ষমতা বাড়ায় - নিয়মিত মাছ খেলে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি হওয়ার সাথে সাথে মানসিক অবসাদও দূর হয়। এছাড়াও মাছ স্মৃতিশক্তি, মনোযোগ এবং বুদ্ধি বাড়াতেও বিশেষভাবে সাহায্য করে। ৪। রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পায় - মাছে এমন অনেক জরুরি উপাদান রয়েছে যা শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে তোলে। প্রতিদিন মাছ খেলে আরথারাইটিস ও ডায়বেটিসের...

গান্ধীজির এই অনুপ্রেরনা মুলক বাণীগুলি আপনাকে জীবনে পথ দেখাবে

Image
জাতির জনক মহাত্মা গান্ধী ছিলেন দেশের অন্যতম রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিদের মধ্যে একজন এবং প্রভাভশালী আধ্যাত্মিক নেতা। তিনি প্রমাণ করেছিলেন যে অহিংসা এবং সত্যাগ্রহের পথেও স্বাধীনতা লাভ করা সম্ভব। তিনি প্রত্যেক ভারতবাসীর মনে স্বাধীনতার যে আগুন জ্বালিয়েছিলেন, তা একদিন ব্রিটিশ রাজকে ধুলোয় মিশিয়ে এই দেশ থেকে বিতারিত করতে বাধ্য করেছিল। তাঁর মতাদর্শ ও বানী এই একুশ শতকেও আমাদের অনুপ্রাণিত করার জন্য যথেষ্ট। শুধু তাই নয়, নব প্রজন্মদের মনে জমতে থাকা হতাশা এবং স্ট্রেস নিমেষেই দূর করতে, তাঁদের জীবনে সাফল্য আনতে গান্ধীজির বাণীর কোনও বিকল্প হয় না। তাই এই গান্ধী জয়ন্তীর প্রাক্কালে দেখে নিন কিছু বিশেষ Mahatma Gandhi Quotes যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে - ১| জীবন নশ্বর, তাকে অমর করতে শেখো - গান্ধীজির এই উক্তি যুগে যুগে তরুণদের নতুন উদ্যমে এগিয়ে যেতে সাহায্য করেছে। ২| ইচ্ছা থাকলে ভদ্র ভাবেও সারা বিশ্বকে নড়িয়ে দেওয়া সম্ভব। ৩| লক্ষ্যে পৌঁছনোর জন্য চেষ্টার মধ্যেই সম্মান আছে, শুধু লক্ষ্যে পৌঁছনোর মধ্যে নয়। ৪| প্রতিদিন কিছু শেখো, প্রতিদিন পরিণত হও। ৫| যাঁ...

এবার ডটার্স ডে তে মেয়েকে সারপ্রাইজ দিন এই সুন্দর উপহার গুলির সাহায্যে

Image
প্রত্যেক শিশুই ভগবানের বানানো সবচেয়ে সুন্দর জিনিস যারা প্রত্যেক মরশুমেই চারিদিকে আনন্দ ছড়িয়ে বেড়ায়। সন্তান তো সন্তানই হয় প্রত্যেক মা বাবার কাছে কিন্তু কন্যা সন্তানেরা যেন একটা আলাদাই জায়গা করে নেয় আমাদের জীবনে। কন্যা সন্তান এমন এক নোঙ্গর যা আমাদের জীবনকে আগলে ধরে রাখে। কিন্তু অনেক সময়ই আমরা ব্যক্ত করে উঠতে পারি না যে তারা আমাদের জীবনে কতটা স্পেশাল আর আমরা তাঁদের কে কতটা ভালবাসি। তবে আর কোনও চিন্তার প্রয়োজন নেই সামনেই ডটার্স ডে (কন্যা দিবস), আদরের মেয়েটির মুখে হাসি ফোটাতে দেখে নিন কিছু বাছাই করা Daughters Day Gift কালেকশন যা এই দিনটিকে আরও একটু স্পেশাল করে তুলতে এবং আপনার মনের ছোট-ছোট অনুভূতিগুলিকে উজাড় করে দিতে সাহায্য করবে - ১। বই - আপনার মেয়ে যদি বই পড়তে ভালোবাসে তাহলে উপহার হিসেবে বইয়ের কোনও বিকল্প নেই। মেয়ের পছন্দ অনুযায়ী বই কিনে তাঁকে গিফট করুন দেখবেন সে ভীষণ খুশি হবে। ২। হোম ডেকর - মেয়েরা ঘর সাজাতে গোছাতে ভীষণ ভালোবাসে। তাই হোম ডেকরের অপশন মন্দ নয়। এক্ষেত্রে আপনি ঘর সাজানোর কোনো শোপিস উপহার হিসেবে দিতে পারেন। ৩। সেন্টেড ক্যান্ডেল - অ্যারোমা ক্যান্ডেল বা সেন্টেড...

আদরের মেয়েটিকে প্রান খুলে জানান কন্যা দিবসের শুভেচ্ছা

Image
প্রত্যেক শিশুই হলো প্রকৃতির সন্তান। শিশুরা ভগবানের বানানো সবচেয়ে সুন্দর জিনিস যারা প্রত্যেক মরশুমেই আনন্দ ছড়িয়ে বেড়ায়। সন্তান তো সন্তানই হয় প্রত্যেক মা বাবার কাছে কিন্তু কন্যা সন্তানেরা যেন একটা আলাদাই জায়গা করে নেয় আমাদের জীবনে। কন্যা সন্তান এমন এক নোঙ্গর যা আমাদের জীবনকে আগলে ধরে রাখে। কিন্তু আমরা অনেক সময়ই ব্যক্ত করে উঠতে পারি না বা বলার সুযোগ হয়ে ওঠে না যে আমরা তাঁদের কতটা ভালবাসি। আর কোনও চিন্তার প্রয়োজন নেই সামনেই ডটার্স ডে (কন্যা দিবস), আদরের মেয়েটির মুখে হাসি ফোটাতে পাঠান কিছু বাছাই করা Daughters Day Wishes যা এই দিনটিকে আরও একটু স্পেশাল করে তুলতে এবং আপনার মনের ছোট-ছোট অনুভূতিগুলিকে উজাড় করে দিতে সাহায্য করবে - ১। কন্যা সন্তান হলো ঈশ্বরের দান। তারা মাতা পিতাকে যেমন বোঝে তেমন তাঁদের প্রতি যত্নবানও হন। সুখী জীবন কাটাতে কন্যা সন্তানের সান্নিধ্যে থাকা সৌভাগ্যের বিষয়। শুভ কন্যা দিবস। ২। কন্যা সন্তানরাই পারে বড় হয়ে একদিন বাবা-মায়ের সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে উঠতে। তাই আপনার বাড়ির মেয়েটির সঙ্গেও মন খুলে হাসুন, চোখ খুলে স্বপ্ন দেখুন এবং তাঁকে অফুরন্ত ভালবাসায় ভরে দিন। দেখবেন...