ঠোঁটে আনুন গোলাপি আভা এই ৫ টি ঘরোয়া উপায়ে
নরম তুলতুলে গোলাপি ঠোঁট পেতে কে না চায়? এখনকার দিনে সুন্দর ত্বকের পাশাপাশি সুন্দর গোলাপী ঠোঁটও প্রত্যেক মেয়ের স্বপ্ন। ঠোঁট সুন্দর থাকলে হাসির সঙ্গে চেহারাতেও ফুঁটে ওঠে সৌন্দর্য। যা দেখতে লাগে ভীষণ আকর্ষণীয় লাগে। কিন্তু ক্ষতিকারক সূর্যরশ্মি, ধূমপান, অ্যালার্জি, হরমন সমস্যা ইত্যাদির কারণে আমাদের ঠোঁটের রং কালচে হয়ে যায় বা ঠোঁটে কালো দাগ ছোপ দেখা যায়। আজ এই রূপচর্চা বিষয়ক প্রতিবেদনে দেখে নিন সহজ কয়েকটি ঘরোয়া Tips For Pink Lips - এই টিপস গুলো নিয়মিত মেনে চললে ঘরোয়া পদ্ধতিতেই নরম, গোলাপি ঠোঁট পাওয়া সম্ভব।
১। লেবুর রস -
ঠোঁটের কালচে ভাব দূর করতে লেবু দারুণভাবে কাজ করে। এক চামচ লেবুর রসের সঙ্গে সামান্য চিনি বা মধু মিশিয়ে তার সঙ্গে কয়েক ফোঁটা গ্লিসারিন দিয়ে ঠোঁটে নিয়মিত ঘষলে ঠোঁটের কালচে দাগ দূর হয় অনেকটা। নরম কোনো পুরনো টুথব্রাশের সাহায্যেও এই স্ক্রাবটি ঘুরিয়ে ঘুরিয়ে ঠোঁটে লাগাতে পারেন।
২। চিনির স্ক্রাব -
চিনি সাধারণত এক্সফোলিয়েটের কাজ করে। ত্বকের মৃত কোষ দূর করে ঠোঁটের রং হালকা করতে সাহায্য করে চিনির স্ক্রাব। ১ চামচ চিনির সঙ্গে একটু গোলাপ জল মিশিয়ে তারপর ঠোঁটে লাগিয়ে স্ক্রাব করুন। কিছুক্ষণ রেখে হাল্কা গরম জলে ধুয়ে নিন। এছাড়াও আপনি নারকেল তেলের সঙ্গে বড় দানার চিনি মিশিয়ে একটা প্রলেপ তৈরি করে সেটা দিয়েও স্ক্রাবিং করে নিতে পারেন। সপ্তাহে দুই থেকে তিনদিন এই স্ক্রাবগুলি ব্যবহার করলে ঠোঁটের কালচে ভাব ধীরে ধীরে দূর হবে এবং আপনার ঠোঁটে গোলাপি আভা দেখা যাবে।
৩। লিপবাম -
বাড়ি থেকে বেরোনোর সময় মুখে সানস্ক্রিন লাগানোর মতো ঠোঁটেও এস পি এফ যুক্ত লিপবাম লাগিয়ে বের হন। তাতে ঠোঁটের নরম ভাব বজায় থাকবে। শিয়া বা কোকোয়া বাটার আছে এমন লিপ বাম বেছে নিন। এই দুটোই আপনার ঠোঁটের জন্য ভালো।
৪। বেদানার রস -
বেদানার রস তৈরি করে ফ্রিজে স্টোর করে রেখে দিন। একটি কটন বলের সাহায্যে অল্প অল্প করে ঠোঁটে প্রতিদিন লাগান। এই রস ঠোঁটে আর্দ্রতার অভাব দূর করবে এবং ঠোঁটের গোলাপি আভাও নিয়ে আসবে।
৫। আমন্ড তেল -
আমন্ড তেল ও মধু মিশিয়ে স্ক্রাব তৈরি করে নিন। সেটা দিয়ে ঠোঁটে আলতো করে সপ্তাহে একবার ঘষুন। আমন্ড তেল ঠোঁটে পুষ্টি যোগাবে এবং মধু মৃত কোষ তুলে দেবে। ফলে আপনার ঠোঁট থাকবে নরম,তুলতুলে এবং নানা দাগ ছোপ ও দূরে পালাবে।
১। লেবুর রস -
ঠোঁটের কালচে ভাব দূর করতে লেবু দারুণভাবে কাজ করে। এক চামচ লেবুর রসের সঙ্গে সামান্য চিনি বা মধু মিশিয়ে তার সঙ্গে কয়েক ফোঁটা গ্লিসারিন দিয়ে ঠোঁটে নিয়মিত ঘষলে ঠোঁটের কালচে দাগ দূর হয় অনেকটা। নরম কোনো পুরনো টুথব্রাশের সাহায্যেও এই স্ক্রাবটি ঘুরিয়ে ঘুরিয়ে ঠোঁটে লাগাতে পারেন।
২। চিনির স্ক্রাব -
চিনি সাধারণত এক্সফোলিয়েটের কাজ করে। ত্বকের মৃত কোষ দূর করে ঠোঁটের রং হালকা করতে সাহায্য করে চিনির স্ক্রাব। ১ চামচ চিনির সঙ্গে একটু গোলাপ জল মিশিয়ে তারপর ঠোঁটে লাগিয়ে স্ক্রাব করুন। কিছুক্ষণ রেখে হাল্কা গরম জলে ধুয়ে নিন। এছাড়াও আপনি নারকেল তেলের সঙ্গে বড় দানার চিনি মিশিয়ে একটা প্রলেপ তৈরি করে সেটা দিয়েও স্ক্রাবিং করে নিতে পারেন। সপ্তাহে দুই থেকে তিনদিন এই স্ক্রাবগুলি ব্যবহার করলে ঠোঁটের কালচে ভাব ধীরে ধীরে দূর হবে এবং আপনার ঠোঁটে গোলাপি আভা দেখা যাবে।
৩। লিপবাম -
বাড়ি থেকে বেরোনোর সময় মুখে সানস্ক্রিন লাগানোর মতো ঠোঁটেও এস পি এফ যুক্ত লিপবাম লাগিয়ে বের হন। তাতে ঠোঁটের নরম ভাব বজায় থাকবে। শিয়া বা কোকোয়া বাটার আছে এমন লিপ বাম বেছে নিন। এই দুটোই আপনার ঠোঁটের জন্য ভালো।
৪। বেদানার রস -
বেদানার রস তৈরি করে ফ্রিজে স্টোর করে রেখে দিন। একটি কটন বলের সাহায্যে অল্প অল্প করে ঠোঁটে প্রতিদিন লাগান। এই রস ঠোঁটে আর্দ্রতার অভাব দূর করবে এবং ঠোঁটের গোলাপি আভাও নিয়ে আসবে।
৫। আমন্ড তেল -
আমন্ড তেল ও মধু মিশিয়ে স্ক্রাব তৈরি করে নিন। সেটা দিয়ে ঠোঁটে আলতো করে সপ্তাহে একবার ঘষুন। আমন্ড তেল ঠোঁটে পুষ্টি যোগাবে এবং মধু মৃত কোষ তুলে দেবে। ফলে আপনার ঠোঁট থাকবে নরম,তুলতুলে এবং নানা দাগ ছোপ ও দূরে পালাবে।

Comments
Post a Comment