এবার ডটার্স ডে তে মেয়েকে সারপ্রাইজ দিন এই সুন্দর উপহার গুলির সাহায্যে
প্রত্যেক শিশুই ভগবানের বানানো সবচেয়ে সুন্দর জিনিস যারা প্রত্যেক মরশুমেই চারিদিকে আনন্দ ছড়িয়ে বেড়ায়। সন্তান তো সন্তানই হয় প্রত্যেক মা বাবার কাছে কিন্তু কন্যা সন্তানেরা যেন একটা আলাদাই জায়গা করে নেয় আমাদের জীবনে। কন্যা সন্তান এমন এক নোঙ্গর যা আমাদের জীবনকে আগলে ধরে রাখে। কিন্তু অনেক সময়ই আমরা ব্যক্ত করে উঠতে পারি না যে তারা আমাদের জীবনে কতটা স্পেশাল আর আমরা তাঁদের কে কতটা ভালবাসি। তবে আর কোনও চিন্তার প্রয়োজন নেই সামনেই ডটার্স ডে (কন্যা দিবস), আদরের মেয়েটির মুখে হাসি ফোটাতে দেখে নিন কিছু বাছাই করা Daughters Day Gift কালেকশন যা এই দিনটিকে আরও একটু স্পেশাল করে তুলতে এবং আপনার মনের ছোট-ছোট অনুভূতিগুলিকে উজাড় করে দিতে সাহায্য করবে -
১। বই - আপনার মেয়ে যদি বই পড়তে ভালোবাসে তাহলে উপহার হিসেবে বইয়ের কোনও বিকল্প নেই। মেয়ের পছন্দ অনুযায়ী বই কিনে তাঁকে গিফট করুন দেখবেন সে ভীষণ খুশি হবে।
২। হোম ডেকর - মেয়েরা ঘর সাজাতে গোছাতে ভীষণ ভালোবাসে। তাই হোম ডেকরের অপশন মন্দ নয়। এক্ষেত্রে আপনি ঘর সাজানোর কোনো শোপিস উপহার হিসেবে দিতে পারেন।
৩। সেন্টেড ক্যান্ডেল - অ্যারোমা ক্যান্ডেল বা সেন্টেড ক্যান্ডেল দিতে পারেন।
৪। পার্সোনালাইসড ফোন কভার - ফোন কভার হলো সেরা অপশন। তাও যদি আবার সেটা পার্সোনালাইসড হয় তাহলে তো ভালো লাগা নিয়ে কোনো প্রশ্নই থাকবে না।
৫। কাস্টোমাইসড কফি মাগ - আপনার মেয়ের সবচাইতে প্রিয় ছবিটি কফি মাগে প্রিন্ট করিয়ে কিংবা নিত্য নতুন ডিসাইন করা পার্সোনালাইসড কফি মাগ উপহার হিসেবে দিতে পারেন।
৬। মেকআপ প্রোডাক্ট - সাজগোজ পছন্দ করে না এমন মেয়েদের সংখ্যা হয়ত খুব কমই হবে। আপনার বাজেট অনুযায়ী কোনো দামী ব্র্যান্ডের পারফিউম, লিপস্টিক বা মেকআপের অন্যান্য জিনিস আপনার মেয়েকে এই ডটার্স ডে তে গিফট করতে পারেন।
৭। স্মার্ট ফোন - এখন যদিও স্মার্ট ফোনের জমানা। বাজারে চলতি কোনো লেটেস্ট মডেলের স্মার্ট মোবাইল ফোন আপনার আদরের মেয়েটিকে গিফট করতে পারেন।
৮। এগুলো বাদেও আপনি হাত ঘড়ি, নোটবুক, পারফিউম সেট, ডিসাইনার ব্যাগ, লাগেজ ট্যাগ, ট্র্যাভেল কিট...ইত্যাদি উপহার হিসেবে দিতে পারেন।
লেখাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। পড়ে ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন।
১। বই - আপনার মেয়ে যদি বই পড়তে ভালোবাসে তাহলে উপহার হিসেবে বইয়ের কোনও বিকল্প নেই। মেয়ের পছন্দ অনুযায়ী বই কিনে তাঁকে গিফট করুন দেখবেন সে ভীষণ খুশি হবে।
২। হোম ডেকর - মেয়েরা ঘর সাজাতে গোছাতে ভীষণ ভালোবাসে। তাই হোম ডেকরের অপশন মন্দ নয়। এক্ষেত্রে আপনি ঘর সাজানোর কোনো শোপিস উপহার হিসেবে দিতে পারেন।
৩। সেন্টেড ক্যান্ডেল - অ্যারোমা ক্যান্ডেল বা সেন্টেড ক্যান্ডেল দিতে পারেন।
৪। পার্সোনালাইসড ফোন কভার - ফোন কভার হলো সেরা অপশন। তাও যদি আবার সেটা পার্সোনালাইসড হয় তাহলে তো ভালো লাগা নিয়ে কোনো প্রশ্নই থাকবে না।
৫। কাস্টোমাইসড কফি মাগ - আপনার মেয়ের সবচাইতে প্রিয় ছবিটি কফি মাগে প্রিন্ট করিয়ে কিংবা নিত্য নতুন ডিসাইন করা পার্সোনালাইসড কফি মাগ উপহার হিসেবে দিতে পারেন।
৬। মেকআপ প্রোডাক্ট - সাজগোজ পছন্দ করে না এমন মেয়েদের সংখ্যা হয়ত খুব কমই হবে। আপনার বাজেট অনুযায়ী কোনো দামী ব্র্যান্ডের পারফিউম, লিপস্টিক বা মেকআপের অন্যান্য জিনিস আপনার মেয়েকে এই ডটার্স ডে তে গিফট করতে পারেন।
৭। স্মার্ট ফোন - এখন যদিও স্মার্ট ফোনের জমানা। বাজারে চলতি কোনো লেটেস্ট মডেলের স্মার্ট মোবাইল ফোন আপনার আদরের মেয়েটিকে গিফট করতে পারেন।
৮। এগুলো বাদেও আপনি হাত ঘড়ি, নোটবুক, পারফিউম সেট, ডিসাইনার ব্যাগ, লাগেজ ট্যাগ, ট্র্যাভেল কিট...ইত্যাদি উপহার হিসেবে দিতে পারেন।
লেখাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। পড়ে ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন।


Comments
Post a Comment