সম্পর্কে এক নতুন মাত্রা যোগ করবে এই ভালোবাসার কবিতা ও উক্তি সমূহ

ভালোবাসার থেকে পবিত্র জিনিস আর কিছুই নেই জগতে। আর যেখানে ভালোবাসা সেখানেই মনোমালিন্য, রাগ, অভিমান, ঝগড়া এসব তো থাকবেই। নিজের সবচেয়ে কাছের মানুষটির সাথে সমস্ত রকমের টানাপোড়ন দূর করে নতুন ভাবে সম্পর্ক গড়ে তোলার নামই তো জীবন। আজকের এই প্রতিবেদনে থাকছে সেরকমই কয়েকটি প্রেমের কবিতা, ভালোবাসার কবিতা ও উক্তি যেগুলি আপনি আপনার প্রিয়জনকে পাঠাতে পারেন।




  • তোমারেই যেন ভালোবাসিয়াছি
    শত রূপে শত বার
    জনমে জনমে, যুগে যুগে অনিবার।
    চিরকাল ধরে মুগ্ধ হৃদয়
    গাঁথিয়াছে গীতহার,
    কত রূপ ধরে পরেছ গলায়,
    নিয়েছ সে উপহার
    জনমে জনমে, যুগে যুগে অনিবার।

  • নয়ন তোমারে পায় না দেখিতে
    রয়েছ নয়নে নয়নে,
    হৃদয় তোমারে পায় না জানিতে
    হৃদয়ে রয়েছ গোপনে।
    বাসনা বসে মন অবিরত,
    ধায় দশ দিশে পাগলের মতো।
    স্থির আঁখি তুমি ক্ষরণে শতত
    জাগিছ শয়নে স্বপনে।

  • আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগলপ্রেমের স্রোতে
    অনাদি কালের হৃদয়-উৎস হতে।
    আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে
    বিরহবিধুর নয়নসলিলে, মিলনমধুর লাজে–
    পুরাতন প্রেম নিত্যনূতন সাজে।

  • আমি আশায় আশায় থাকি
    আমার তৃষিত আকুল আঁখি
    ঘুমে-জাগরণে-মেশা প্রাণে স্বপনের নেশা
    দূর দিগন্তে চেয়ে কাহারে ডাকি
    বনে বনে করে কানাকানি অশ্রুত বাণী,
    কী গাহে পাখি
    কী কব না পাই ভাষা, মোর জীবন রঙিন কুয়াশা

  • শুভ মিলন লগনে বাজুক বাঁশি,
    মেঘমুক্ত গগনে জাগুক হাসি
    কত দুখে কত দূরে দূরে আঁধারসাগর ঘুরে ঘুরে
    সোনার তরী তীরে এল ভাসি
    পূর্ণিমা-আকাশে জাগুক হাসি
    ওগো পুরবালা
    আনো সাজিয়ে বরণডালা,
    যুগল মিলন মহোৎসবে শুভ শঙ্খরবে
    বসন্তের আনন্দ দাও উচ্ছ্বাসি
    পূর্ণিমা-আকাশে জাগুক হাসি
প্রিয় মানুষটির জন্য কয়েকটি ভালোবাসার  উক্তি ঃ





১। “তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন” - কাজী নজরুল ইসলাম

২। “আমার তৃষ্ণা তোমার সুধা তোমার তৃপ্তি আমার সুধা” - রবীন্দ্রনাথ ঠাকুর

৩। “তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সে কি মোর অপরাধ ?
চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিনী,
বলে না তো কিছু চাঁদ।”
- কাজী নজরুল ইসলাম

৪। “যাকে ভালোবাসো, তাকে চোখের আড়াল করোনা” - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৫। “রাত্রিভর স্বপ্ন দেখে ভোরসকালে ক্লান্ত
যাকে নিয়ে স্বপ্ন দেখা, সে যদি তা জানতো” - নির্মলেন্দু গুন

Comments

Popular posts from this blog

বিয়ে বাড়িতে জমিয়ে আনন্দ করার সেরা গানের লিস্ট

বেনারসি শাড়ির ব্লাউজের ডিজাইন যা দেবে আপনাকে স্টাইলিশ লুক

হবু কনেদের জন্য সেরা রুপোর নুপুরের ডিজাইন