তেলতেলে স্ক্যাল্প ও চুলের ঘরোয়া উপায়

তেলতেলে নেতিয়ে পড়া চুল কেউই পছন্দ করেনা। প্রত্যেকেই চায় তার মাথার চুল থাকবে ঝলমলে ও উজ্জ্বল। নিয়মিত মাথায় তেল না দেওয়া, মাথায় খুশকি, ভালো করে চুল না ধোয়া, আবহাওয়া বদল, মাথার তালু থেকে অতিরিক্ত ঘাম নির্গত হওয়া, হরমোনের সমস্যা ইত্যাদি কারনে আমাদের স্ক্যাল্প তেলতেলে হয়ে যায়। কিন্তু যদি আপনি নিয়মিত চুল এবং স্ক্যাল্পের যত্ন নেন তাহলে চুলের এই অতিরিক্ত তৈলাক্ত ভাব আপনি দূর করতে পারবেন। কি ভাবছেন? কোনো প্রোডাক্ট বা কোনো পার্লারে যাওয়ার কথা বলব না আজ এমন কয়েকটি Oily Scalp Remedies আপনাদের সাথে শেয়ার করব যেগুলো অনুসরন করলে আপনি ঘরে বসেই তেলতেলে স্ক্যাল্পের সমস্যা থেকে নিস্তার পেয়ে যাবেন। জেনে নিন চুলের মাত্রাতিরিক্ত তৈলাক্ততা দূর করার ঘরোয়া উপায়গুলো -



১। লেবু - মাথার তালু তৈলাক্ত হওয়ার কারণে চুলও তেলতেলে হয়ে যাওয়া স্বাভাবিক। লেবু চুলের তৈলাক্ত ভাব দূর করতে সক্ষম। লেবুর শক্তিশালী ভিটামিন সি এই সমস্যার সমাধান করে দ্রুত। সপ্তাহে অন্তত দুদিন মাথার তালুতে কটন বলের সাহায্যে লেবুর রস লাগান। এই রস তালুর অতিরিক্ত তেল নিঃসরণ দূর করতে সাহায্য করবে। আর চুল রাখবে ঝলমলে।



২। ডিম - ডিমের কুসুমে রয়েছে ফ্যাটি আসিড যা চুলের স্বাভাবিক তৈলাক্ত ভাব ধরে রাখতে সাহায্য করে ফলে স্ক্যাল্পের তৈলগ্রন্থি থেকে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল নিঃসৃত হয় না এবং স্ক্যাল্প তেলতেলে করে তোলে না। মাথায় হেনা লাগানোর সময় হেনা প্যাকের মধ্যে একটি ডিম, ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিয়ে লাগান। এই প্যাকটি চুলে পুষ্টি জোগানোর পাশাপাশি চুল রাখবে মজবুত আর অয়েল ফ্রি।



৩। টক দই -  এ নতুন নয় আমরা বেশির ভাগই জানি টক দই ন্যাচারাল অয়েল রিমুভারের কাজ করে থাকে অর্থাৎ টক দই ত্বকের পাশাপাশি চুলেরও তেলতেলে ভাব দূর করতে সাহায্য করে। যদি আপনার অয়েলি স্ক্যাল্পের সমস্যা থাকে সেক্ষেত্রে অনায়াসে আপনি টক দই আর লেবুর রস মিশিয়ে হেয়ার প্যাকের মতন মাথায় ব্যবহার করতে পারেন চুলের অতিরিক্ত অয়েল কন্ট্রোল করার জন্য।



৪। এলোভেরা -  তৈলাক্ত চুলের জন্য এলোভেরা সবচেয়ে উত্তম ঘরোয়া উপায়। এলোভেরা জেলের হেয়ার প্যাক মাথার তেলতেলে ভাব দূর করে অনায়াসে।



৫। গ্রিন টি - গ্রিন টি তে থাকে ভরপুর পরিমানে অ্যান্টি-অক্সিডেন্ট যা ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি চুলের যত্নেও কাজে আসে। গরম জলে গ্রিন টি দিয়ে ফুটিয়ে নিন, এরপর ঠাণ্ডা হয়ে এলে তার মধ্যে লেবুর রস যোগ করুন। শ্যাম্পু করার পর কন্ডিশনারের বদলে এই জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি চুলের তৈলাক্ত ভাব দূর করে এবং চুল পড়া রোধ ও নতুন চুল গজানোতে সহায়তা করে।

Comments

Popular posts from this blog

বিয়ে বাড়িতে জমিয়ে আনন্দ করার সেরা গানের লিস্ট

বেনারসি শাড়ির ব্লাউজের ডিজাইন যা দেবে আপনাকে স্টাইলিশ লুক

হবু কনেদের জন্য সেরা রুপোর নুপুরের ডিজাইন