আদরের মেয়েটিকে প্রান খুলে জানান কন্যা দিবসের শুভেচ্ছা
প্রত্যেক শিশুই হলো প্রকৃতির সন্তান। শিশুরা ভগবানের বানানো সবচেয়ে সুন্দর জিনিস যারা প্রত্যেক মরশুমেই আনন্দ ছড়িয়ে বেড়ায়। সন্তান তো সন্তানই হয় প্রত্যেক মা বাবার কাছে কিন্তু কন্যা সন্তানেরা যেন একটা আলাদাই জায়গা করে নেয় আমাদের জীবনে। কন্যা সন্তান এমন এক নোঙ্গর যা আমাদের জীবনকে আগলে ধরে রাখে। কিন্তু আমরা অনেক সময়ই ব্যক্ত করে উঠতে পারি না বা বলার সুযোগ হয়ে ওঠে না যে আমরা তাঁদের কতটা ভালবাসি। আর কোনও চিন্তার প্রয়োজন নেই সামনেই ডটার্স ডে (কন্যা দিবস), আদরের মেয়েটির মুখে হাসি ফোটাতে পাঠান কিছু বাছাই করা Daughters Day Wishes যা এই দিনটিকে আরও একটু স্পেশাল করে তুলতে এবং আপনার মনের ছোট-ছোট অনুভূতিগুলিকে উজাড় করে দিতে সাহায্য করবে -
১। কন্যা সন্তান হলো ঈশ্বরের দান। তারা মাতা পিতাকে যেমন বোঝে তেমন তাঁদের প্রতি যত্নবানও হন। সুখী জীবন কাটাতে কন্যা সন্তানের সান্নিধ্যে থাকা সৌভাগ্যের বিষয়। শুভ কন্যা দিবস।
২। কন্যা সন্তানরাই পারে বড় হয়ে একদিন বাবা-মায়ের সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে উঠতে। তাই আপনার বাড়ির মেয়েটির সঙ্গেও মন খুলে হাসুন, চোখ খুলে স্বপ্ন দেখুন এবং তাঁকে অফুরন্ত ভালবাসায় ভরে দিন। দেখবেন ভবিষ্যতে কন্যা সন্তানের চাইতে বড় সাপোর্ট আর কিছুই হবে না পৃথিবীতে। হ্যাপি ডটার্স ডে।
৩। সাহস, ত্যাগ, সংকল্প, ভালবাসা, দয়া, প্রতিশ্রুতি - প্রতিটি মেয়ের মধ্যেই এই গুণগুলি থাকা স্বাভাবিক। তাই তো তাঁদের ছাড়া এই সমাজ অসম্পূর্ণ।
৪। মায়েদের জীবনে মেয়েরা অনেকটা অংশ জুড়ে থাকে। একজন মেয়ে তাঁর মায়ের জীবন সম্পর্কে যত জানে, ততই তাঁর মনের জোর বাড়ে, যাঁর সঙ্গে তারা প্রাণ ভরে হাসেন, মন খুলে কাঁদেন। মেয়েরা হল ফুলের মতোন। যার গন্ধে মায়েদের জীবন সুগন্ধে ভরে ওঠে।
৫। প্রত্যেকটি মেয়েই তাঁর বাবার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়। তাই তো বাবাদের কাছে তাঁর মেয়েরা হয় অমূল্য সম্পদ।
৬। ছোট বড় নানা দুঃখের কথা নিমেষেই মেয়েরা বুঝে যায়। মা বাবার মুখে হাসি ফোটাতে সারাক্ষণ চেষ্টা চালিয়ে যায়। ভগবানের কাছে প্রার্থনা করি তাঁদের সব স্বপ্ন, সব ইচ্ছে যেন পূরণ হয়। ডটার্স ডের অনেক অনেক শুভেচ্ছা আর ভালবাসা।
৭। মেয়েরা যতই বড় হয়ে যাক না কেন, সারা জীবনই তারা তাঁদের বাবা মায়ের কাছে ছোট্ট প্রিন্সেস হয়েই থাকে।
৮। কন্যা সন্তানেরা অনেকটা যেন মিরাকেলের মতন। নানা সমস্যা, নানা দুঃখ তবুও যেন তাঁদের মুখের দিকে তাকালেই নিমেষে সব দুঃখ কেমন দূরে পালায়। এই ডটার্স ডে তে আপনিও জানান আপনার মেয়েকে অনেক শুভেচ্ছা ও সাথে ভালবাসা।
১। কন্যা সন্তান হলো ঈশ্বরের দান। তারা মাতা পিতাকে যেমন বোঝে তেমন তাঁদের প্রতি যত্নবানও হন। সুখী জীবন কাটাতে কন্যা সন্তানের সান্নিধ্যে থাকা সৌভাগ্যের বিষয়। শুভ কন্যা দিবস।
২। কন্যা সন্তানরাই পারে বড় হয়ে একদিন বাবা-মায়ের সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে উঠতে। তাই আপনার বাড়ির মেয়েটির সঙ্গেও মন খুলে হাসুন, চোখ খুলে স্বপ্ন দেখুন এবং তাঁকে অফুরন্ত ভালবাসায় ভরে দিন। দেখবেন ভবিষ্যতে কন্যা সন্তানের চাইতে বড় সাপোর্ট আর কিছুই হবে না পৃথিবীতে। হ্যাপি ডটার্স ডে।
৩। সাহস, ত্যাগ, সংকল্প, ভালবাসা, দয়া, প্রতিশ্রুতি - প্রতিটি মেয়ের মধ্যেই এই গুণগুলি থাকা স্বাভাবিক। তাই তো তাঁদের ছাড়া এই সমাজ অসম্পূর্ণ।
৪। মায়েদের জীবনে মেয়েরা অনেকটা অংশ জুড়ে থাকে। একজন মেয়ে তাঁর মায়ের জীবন সম্পর্কে যত জানে, ততই তাঁর মনের জোর বাড়ে, যাঁর সঙ্গে তারা প্রাণ ভরে হাসেন, মন খুলে কাঁদেন। মেয়েরা হল ফুলের মতোন। যার গন্ধে মায়েদের জীবন সুগন্ধে ভরে ওঠে।
৫। প্রত্যেকটি মেয়েই তাঁর বাবার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়। তাই তো বাবাদের কাছে তাঁর মেয়েরা হয় অমূল্য সম্পদ।
৬। ছোট বড় নানা দুঃখের কথা নিমেষেই মেয়েরা বুঝে যায়। মা বাবার মুখে হাসি ফোটাতে সারাক্ষণ চেষ্টা চালিয়ে যায়। ভগবানের কাছে প্রার্থনা করি তাঁদের সব স্বপ্ন, সব ইচ্ছে যেন পূরণ হয়। ডটার্স ডের অনেক অনেক শুভেচ্ছা আর ভালবাসা।
৭। মেয়েরা যতই বড় হয়ে যাক না কেন, সারা জীবনই তারা তাঁদের বাবা মায়ের কাছে ছোট্ট প্রিন্সেস হয়েই থাকে।
৮। কন্যা সন্তানেরা অনেকটা যেন মিরাকেলের মতন। নানা সমস্যা, নানা দুঃখ তবুও যেন তাঁদের মুখের দিকে তাকালেই নিমেষে সব দুঃখ কেমন দূরে পালায়। এই ডটার্স ডে তে আপনিও জানান আপনার মেয়েকে অনেক শুভেচ্ছা ও সাথে ভালবাসা।

Comments
Post a Comment