রোদে পোড়া ত্বকের কালচে ভাব দূর করার ঘরোয়া উপায়

গরমকালে রোদে ঘুরে বেড়ালে সান ট্যান, ত্বকের কালচে ভাব হওয়া খুবই স্বাভাবিক। তাই বলে ঘরে বসে থাকা তো যায় না। আর আপনাদের জানিয়ে রাখতে চাই শুধু গরমকালেই নয় শীত কালেও ট্যান পড়ে ত্বকে। আমাদের প্রত্যেকেরই কম-বেশি রোজ বাইরে রোদে বের হতে হয় কোনো না কোনো কাজে। আর প্রত্যেকেরই অল্প বেশি ট্যান পড়েই থাকে। সামনেই দুর্গা পুজো তাই আপনিও এখন হয়ত ভাবছেন কিভাবে ত্বকের এই কালচে ভাব দূর করবেন আর ত্বকের হারানো ঔজ্জ্বল্য ফিরিয়ে আনবেন। তবে এখন আর মন খারাপ করে লাভ নেই। কারণ আজকের এই প্রতিবেদনে আপনাকে এমন কয়েকটি ঘরোয়া Tan Removal Face Pack সম্বন্ধে জানাবো যেগুলো সান ট্যান দূর করতে অব্যর্থ! নিয়মিত এই ঘরোয়া টোটকা গুলো ফলো করলে খুব কম খরচেই দ্রুত আপনার এই জেদি ট্যান দূর তো হবেই সাথে আপনার ত্বক ও হয়ে উঠবে নরম, মসৃণ ও উজ্জ্বল।


১। টকদই ও লেবুর ফেসপ্যাক -

রোদে পোড়া ট্যান দূর করতে অন্যতম ঘরোয়া উপকরণ হল টকদই৷ যা ট্যান দূর করার সাথে সাথে ত্বকের দাগ-ছোপ ও রুক্ষতাও দূর করে। টকদই ভালো করে ফেটিয়ে তার সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে নিন। স্নানের আগে এই মিশ্রণটি ভালো করে মুখে, গলায়, ঘাড়ে এবং বাকি ট্যানিং অংশে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট রেখে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাকটি ট্যান দূর করার সাথে সাথে ডেড-স্কিনও দূর করতে সাহায্য করে। ত্বক রাখে নরম, মসৃণ ও উজ্জ্বল।

২। লেবুর রস ও মধু - 

সান ট্যান দূর করতে লেবু খুব ভালোভাবে কাজ করে। একটি পাত্রে লেবুর রস ও মধু মিশিয়ে নিন তারপর সেই মিশ্রণটি মুখে,গলায় ও হাতে মেখে রাখুন। ১৫ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বকের সান ট্যানকে দূর করার সাথে সাথে আপনার ত্বককে করে তুলবে উজ্জ্বল ও কোমল। সান ট্যানকে করে দেবে এক্কেবারে ভ্যানিশ।

৩। বেসনের ফেসপ্যাক -

বেসন ত্বককে এক্সফোলিয়েট করার সাথে সাথে রোদে পোড়া ত্বকের কালচে দাগ দূর করে ত্বক রাখে ঝকঝকে ও কোমল। বেসনের ফেসপ্যাক বানাতে একটি পাত্রে ১ চামচ বেসন, এক চিমটি হলুদ গুঁড়ো, সামান্য কাঁচা দুধ ও গোলাপ জল মিশিয়ে নিন। তারপর এই পেস্টটি পুরো মুখে এবং বাকি যেখানে ট্যান রয়েছে সেখানে লাগিয়ে নিন। ভালো ফল পেতে এই প্যাকটি অন্তত দুদিন সপ্তাহে ব্যবহার করুন।

Comments

Popular posts from this blog

বিয়ে বাড়িতে জমিয়ে আনন্দ করার সেরা গানের লিস্ট

বেনারসি শাড়ির ব্লাউজের ডিজাইন যা দেবে আপনাকে স্টাইলিশ লুক

হবু কনেদের জন্য সেরা রুপোর নুপুরের ডিজাইন