এই নিয়ম গুলিই বাঙালি বিয়েকে বানায় সেরার সেরা (Bengali Wedding Rituals)
বাঙালি বিয়ে মানেই পরিবারের লোকজন, আত্মীয়-সজন, ভাই-বোন, বন্ধু-বান্ধব সবাই মিলে জন জমাটি, হৈ হুল্লোড়, নাচা-গানা, আড্ডা আর জমিয়ে খাওয়া দাওয়া। বিয়ের তারিখটা ফিক্স হতে যেটুকু সময় দেরি। একবার বিয়ের তারিখ ফাইনাল হয়ে গেলেই শুরু হয়ে যায় একের পর এক নিয়ম আর তার সাথে দেদার আনন্দ। এখন যদিও রিং সেরেমনি, মেহেন্দি ফাংশন এর মতো কয়েকটি Non Bengali Rituals অ্যাড হয়েছে মজাটা কে আরো কয়েক দিন বাড়িয়ে তোলার জন্য। কিন্তু যে নিয়ম গুলো ট্র্যাডিশনাল যেগুলো বছরের পর বছর একই ভাবে পালন হয়ে আসছে সেই নিয়ম গুলোর জনপ্রিয়তা আর আনন্দও কিন্তু কোথাও এত টুকুও কমেনি। আপনিও যদি বাঙালি স্টাইলে বিয়ে করতে চান বা আপনারও যদি সামনবিয়ে ঠিক হয়ে থাকে তাহলে আপনার জন্য রইল কয়েকটি Bengali Wedding Rituals , মানে বাঙালি বিয়ের কিছু রীতি নীতি ও আচার অনুষ্ঠানের তালিকা যেগুলো বিয়ের আগে আপনার অবশ্যই জানা উচিত। বিয়ের আগের নিয়ম (Pre Wedding Rituals): ১। পাটিপএ - প্রথমে দুই বাড়ির পক্ষ থেকে পাটিপএ করা হয় মানে পাকা কথা ও বিয়ের তারিখ ঠিক হয়। তারপর আসে আইবুড়োভাতের পালা। ২। আইবুড়োভাত - আইবুড়ো অর্থাৎ এখনও অবিবাহিত। আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব হ...