সামনেই ঈদ দেখে নিন ৫টি নজরকারা মেহেদি ডিজাইন

মেহেন্দি পড়তে ভালোবাসে না এমন কাউকেই বোধহয় খুঁজে পাওয়া যাবে না। সামনেই ঈদ আর ঈদের দিনে হাতে মেহেন্দি থাকবে না এটা কখনই হতে পারে না। বিবাহিত হোক বা অবিবাহিত, কিশোরী হোক বা মধ্যবয়স্ক প্রত্যেকের জন্যই রইল সুন্দর সুন্দর নকশা করা কয়েকটি মেহেন্দির ডিজাইন। তার মধ্যে আবার বিয়ের সিজন ও চলছে। নতুন কনেরা বা সদ্য বিবাহিতা নব বধূরা ও যদি চান তাহলে আর দেরি না করে চটজলদি দেখে নিন এই ৫ টি নজরকারা মেহেদি ডিজাইন


ট্র্যাডিশনাল মেহেন্দি ডিজাইন (Traditional Mehndi Designs):

ঈদের দিনের জন্য আপনি বেছে নিতে পারেন এই সেরা মেহেদি ডিজাইন টি এছাড়াও যারা নববধূ বা  যাদের সামনেই বিয়ে তারাও অবশ্যই এই ট্র্যাডিশনাল মেহেদি ডিজাইন টি ট্রাই করতে পারেন। খুবই সাধারন কিন্তু গর্জাস একটি মেহেন্দি ডিজাইন।

অ্যারোবিক স্টাইল মেহেন্দি ডিজাইন (Arobic Mehndi Design):

যারা খুব একটা ভরাট ডিজাইন পছন্দ করেন না তারা এই মেহেদি ডিজাইন টি অনায়াসেই ট্রাই করতে পারেন। কারন ট্র্যাডিশনাল মেহেন্দি ডিজাইন ঘন ঘন হয় কিন্তু অ্যারোবিক স্টাইল মেহেন্দি ডিজাইন অল্প ফাঁকা ফাঁকা হয়। কম বয়সী মেয়েরা ঈদের দিন কিংবা কনের বোনেরা এই ডিজাইনের মেহেন্দি অবশ্যই পড়ে দেখতে পারেন।


পার্সোনালাইজড মেহেন্দি ডিজাইন (Personalised Mehendi Design):

যদি আপনি ফুল, কলকা বা অন্যান্য মেহেন্দি নকশা গুলো ছাড়া  একটু আলাদা ধরনের মেহেন্দি ডিজাইন ট্রাই করতে চান মানে তাহলে এই পার্সোনালাইজড মেহেন্দি ডিজাইন টি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আপনার যা পছন্দ তা আপনি মেহেন্দির মাধ্যমে নিজের হাতে আঁকিয়ে নিতে পারেন।

সার্কুলার মেহেন্দি ডিজাইন (Circular Mehndi Design):

যদি আপনি খুবই সিম্পল ও সাধারন ডিজাইন পরতে ভালোবাসেন তাহলে আপনার জন্য সেরা অপশন হলো এই  সার্কুলার মেহেন্দি ডিজাইন। বেশী হাজিবিজি না এঁকে সামান্য গোল গোল করে কিছু মেহেদি ডিজাইন আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারেন।


ফ্লোরাল মেহেন্দি ডিজাইন (Floral Mehndi Design):

এই ডিজাইন টি বেশির ভাগ মেয়েদেরই খুব পছন্দের ডিজাইন। সুন্দর সুন্দর ফুলের ডিজাইন বা আপনার পছন্দের ফুল গোলাপ বানিয়ে আপনি একটা সুন্দর ফ্লোরাল মেহেদি ডিজাইন এঁকে নিতে পারেন। আর এই ডিজাইন টি এখন ভীষণ ট্রেন্ড ও করছে। 

এগুলো ছাড়াও আপনি আর ও কিছু ডিজাইন রয়েছে যেগুলো আপনি  ট্রাই করে দেখতে পারেন যেমন -

১। মুঘল ইন্সপায়ারড মেহেন্দি ডিজাইন।
২। রয়্যাল মেহেন্দি ডিজাইন।
৩। রাজস্থানি মেহেন্দি ডিজাইন।
৪। থ্রি-ডি স্টাইল মেহেন্দি ডিজাইন।
৫। বর্ডার মেহেন্দি ডিজাইন।

তাহলে আর দেরি না করে জলদি বুক করে ফেলুন মেহেদি আর্টিস্ট কে  আর এই ঈদে পরে নিন নিজের পছন্দানুযায়ী সেরা মেহেন্দির ডিজাইন।


Comments

Popular posts from this blog

বিয়ে বাড়িতে জমিয়ে আনন্দ করার সেরা গানের লিস্ট

বেনারসি শাড়ির ব্লাউজের ডিজাইন যা দেবে আপনাকে স্টাইলিশ লুক

হবু কনেদের জন্য সেরা রুপোর নুপুরের ডিজাইন