আকর্ষণীয় চোখের জন্য পারফেক্ট আইলাইনার স্টাইল ও টিপস!

ছোটো থেকে জেনে এসেছি চোখ নাকি মনের কথা বলে। সেই অর্থে চোখের সাজ সুন্দর ও আকর্ষণীয় হওয়াটা খুবই জরুরী। তাই আমরা মেয়েরা বরাবরই মেকআপ করার সময় এই চোখের সাজ যাতে নিখুঁত হয় তার জন্য একটু বেশিই সময় ব্যায় করে ফেলি। চোখের মেকআপ বলতে সবার আগে যেটা মাথায় আসে সেটা হলো কাজল লাগানো। তারপর আইলাইনার, আইশ্যাডো ইত্যাদি আরও নানান জিনিস তো আছেই। কিন্তু সেই আকর্ষণীয় লুক তখনই সম্পূর্ণ হয় যখন আপনি পারফেক্ট আইলাইনার লাগিয়ে চোখের সাজটি ফুটিয়ে তোলেন। আজ সেরকমই কয়েকটি আইলাইনার স্টাইল ও Eyeliner Tips নিয়ে আলোচনা করব যেগুলো আপনার মোহময়ী চোখের সাজ এবং আপনার গেটআপে আরো চমক লাগাতে আপনাকে সাহায্য করবে।



প্রথমেই আলোচনা করব আইলাইনার লাগানোর কয়েকটি টিপস ও ট্রিক্স নিয়ে - 

আইলাইনার লাগানোর সময় অনেকেরই অনেক সমস্যা হয়। কখনও এক চোখে বড় আরেক চোখে ছোটো লাইন হয়ে যায়, লাইনার ছড়িয়ে যায়, বাঁকা হয়ে যায় না জানি আরো কতো কী! কিন্তু মেকআপ যারা ভালোবাসো তাদের অবশ্যই প্রথমে সঠিক ভাবে আইলাইনার লাগানো জানতে হবে। বিভিন্ন ধরনের আইলাইনার রয়েছে যেমন জেল আইলাইনার, লিকুইড আইলাইনার, পেনসিল আইলাইনার। Beginners দের পেনসিল আইলাইনার ব্যাবহার করাই ভালো।

১। শুরুতেই  আই প্রাইমার লাগিয়ে একটা বেস তৈরি করে নিতে হবে। যদি আপনি ন্যাচারাল লুক পেতে চান তাহলে চোখের পাতার উপরে আইলাইনার না লাগিয়ে নিচে লাগিয়ে নিন সরু করে।

২। কাজল দিয়ে চোখ আঁকার সময়ে প্রথমে কাজল দিয়ে অনেক গুলো ফোটা একে দিন। এরপর সেগুলোকে আইলাইনার দিয়ে জোড়া লাগিয়ে দিন। এতে আপনার লাইন বাঁকা হবে না এবং দেখতে ও পারফেক্ট লাগবে।

৩। আপনার মুখের আকার যদি ছোটো হয় তাহলে একটু পুরু করে জেল আইলাইনার অথবা লিকুইড আইলাইনার লাগাতে পারেন। এতে আপনার চোখ বড় দেখানোর সাথে সাথে ভীষণ আকর্ষণীয় ও লাগবে।

৪। আপনার আইলাইনার যদি খুব বেশি তরল হয় তাহলে চোখে লাগানোর আগে সেটিকে ১০ মিনিটের মতন ফ্রিজে রেখে তারপর লাগান। এতে ছড়িয়ে যাওয়ার ভয় থাকবে না।

৫। আইলাইনার যদি ছড়িয়ে গিয়ে থাকে তাহলে না মুছে কনসিলার দিয়ে ঢেকে দিন।

এবার আমরা জেনে নেব কিছু আইলাইনার স্টাইল সম্বন্ধে - 

কয়েকটি আইলাইনার স্টাইল দেওয়া রইল আপনার পছন্দমতো স্টাইলে আপনি আইলাইনার লাগাতে পারেন।

ক্লাসিক আইলাইনার (Classic Eyeliner):

আমরা প্রত্যেকেই এই স্টাইলে আইলাইনার পড়েছি। চোখের ইনার কর্নার থেকে সরু একটি লাইন আউটার কর্নার পর্যন্ত টেনে নিন। সরু বা চওড়া তা আপনার পছন্দের ওপরে নির্ভর করছে। নর্মাল কোথাও ঘুরতে যাওয়ার সময়, কলেজ, অফিসে যাওয়ার সময় এই আইলাইলার বেস্ট।

স্মোকি আইলাইনার (Smokey Eyeliner):

আইলাইনার লাগানোর সময় অনেকসময় লেপটে যায় বা বেঁকে যায় কিন্তু ঘাবড়ানোর কোন প্রয়োজন নেই। একটু স্মাজ করে নিন। স্মোকি এফেক্ট আসবে। দেখতে ভালো লাগবে। শুধু চোখের উপরের পাতাতেই নয় নিচের পাতাতেও করতে ভুলবেন না।

গ্লিটারি আইলাইনার (Glittery Eyeliner):

আপনি যদি পার্টি মুডে থাকেন তাহলে আপনার জন্য এই স্টাইল টি বেস্ট অপশন। আউটফিটের সাথে ম্যাচ করে অথবা কনট্রাস্ট করেও গ্লিটারি আইলাইনার লাগাতে পারেন। সাথে আইশ্যাডো ও গ্লিটারি মাস্কারা লাগাতে ভুলবেন না।

লেখাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।

Comments

Popular posts from this blog

বিয়ে বাড়িতে জমিয়ে আনন্দ করার সেরা গানের লিস্ট

বেনারসি শাড়ির ব্লাউজের ডিজাইন যা দেবে আপনাকে স্টাইলিশ লুক

হবু কনেদের জন্য সেরা রুপোর নুপুরের ডিজাইন