নিত্য নতুন কয়েকটি চুলের স্টাইল যা আপনার একঘেয়ে লুকে আনবে পরিবর্তন!
মেয়েদের সাজগোজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল চুলের স্টাইল। প্রতিদিনের ব্যস্ত জীবনে ঐ একই পনিটেল আর হাই বান ছাড়া অন্য কোনো হেয়ারস্টাইল করার সময় ও তেমন হয়ে ওঠে না। তাই বলে প্রতিদিনই তো আর একই স্টাইলে চুল বাঁধা যায় না। এই একঘেয়েমি কাটানোর জন্য এবং চেহারাতে আলাদা একটা নতুনত্ব ভাব নিয়ে আসতে একেক দিন একেক রকম ভাবে চুল বাঁধতে পারেন। “দীপিকা পাডুকোন হেয়ার স্টাইল” নিশ্চই শুনেছেন? দীপিকা পাডুকোনের হেয়ার স্টাইল শুধুমাত্র তার মুভিতেই হিট নয়, বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশন, পার্টি তে তিনি যে চুলের স্টাইল করে আসেন সেটাও প্রত্যেকের কাছে ভীষণ প্রিয়।
আজ আপনাদের সেরকমই কয়েকটি খুবই সহজ ও ঝটপট করে নেওয়ার মতন হেয়ার স্টাইলের হদিশ দেব যেগুলো আপনি খুব সহজেই করতে পারবেন এবং যা আপনার রোজকার লুকে একটু হলেও পরিবর্তন আনবে।
মাঝখানে সিঁথি কেটে হেয়ারস্টাইল (Middle Part Hairstyle):
আজকাল এই হেয়ার স্টাইল টি ভীষণ ভাবে ট্রেন্ড করছে। খুবই সিম্পল হেয়ার স্টাইল কিন্তু দারুণ ক্লাসি একটা লুক তৈরী করে। সাধারণত যাদের হার্ট শেপের মুখাকৃতি তাদের এই হেয়ার স্টাইল টি বেশ মানায়। আপনার ও যদি এই আকৃতির মুখের গঠন হয়ে থাকে তাহলে আপনি ও মাঝখানে সিঁথি কেটে হাই অথবা লো পনিটেল করতে পারেন। দেখতে সুন্দর লাগবে।
সাইড পার্টিং হেয়ারস্টাইল (Side Part Hairstyle):
মাঝখানে সিঁথির সাথে সাথে সাইড পার্ট ও ভীষণ সুন্দর একটা লুক তৈরি করে। ভালো করে প্রথমে চুল আঁচড়ে তারপর সাইডে সিঁথি কেটে নিতে হবে। এরপরে সামনের থেকে কিছুটা চুল নিয়ে টুইস্ট করে তা পেছনে একটা পিনের সাহায্যে সেট করে নিন তারপরে বাকি চুল টা আপনার পছন্দ মতন পনিটেল করে নিন বা খোলা রাখুন, অথবা বান ও বানিয়ে নিতে পারেন। এরকম চুলের স্টাইল শাড়ি, চুড়িদার বা যেকোনো ওয়েস্টার্ন পোশাকের সাথে ট্রাই করতে পারেন।
ফ্রেঞ্চ বেণী (French Braid Hairstyle):
কোঁকড়া কিংবা সোজা যে কোন চুলেই বেশ ভালো মানায় ফ্রেঞ্চ বেণী। সবার থেকে আলাদা একটু আলাদা স্টাইল চাইলে অবশ্যই ফ্রেঞ্চ বেণী ট্রাই করতে পারেন। ভীষণ আকর্ষণীয় একটা লুক আনে এই চুলের স্টাইল টি। আর স্টাইলটি এত চমৎকার যে এভাবে চুল বেঁধে রাতে ঘুমালে সকালে ওঠার পর ও হেয়ার স্টাইল সেরকম ভাবে এলোমেলো হবে না।ত। লম্বা ট্র্যাভেল করার ক্ষেত্রে এই হেয়ার স্টাইল টি বেস্ট অপশন।
এছাড়াও আপনি আরও বিভিন্ন স্টাইলের বেনুনী ট্রাই করতে পারেন যেমন - ফিসটেইল বেনী, ওয়াটারফল বেণী, ডাচ ব্রেইড।

Comments
Post a Comment