ত্বক ও চুলের যত্নে বাদাম তেলের উপকারিতা
বাদামের উপকারিতা শুধুমাত্র খাদ্য হিসেবেই সীমাবদ্ধ নয়, চুল ও ত্বকের যাবতীয় সমস্যা দূর করার জন্য বাদাম যথেষ্ট উপকারী। এটা সত্যি যে, বাজারের কোনো দামি ক্রিম বা লোশন যা পারে না, বাদাম তেল একাই সেটা করে দেখায়। তাহলে আর দেরি না করে চলুন ঝটপট জেনে নেই ত্বক ও চুলের যত্নে বাদাম তেলের উপকারিতা কিভাবে কাজে লাগে। ত্বকের যত্নে বাদাম বা আমন্ড তেল : ১। বাদাম তেল বা আমন্ড অয়েলে প্রচুর পরিমাণে ভিটামিন “ই” রয়েছে, যা অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। এই তেল নিয়মিত ব্যবহার করলে আপনি পেয়ে যাবেন চমকপ্রদ এবং গ্লোয়িং স্কিন। ২। এই তেলের নিয়মিত ব্যবহার আর্দ্রতাকে ত্বকের মধ্যে ধরে রাখে এবং ত্বকের পুষ্টি যোগাতে সাহায্য করে। ৩। চোখের নীচের ডার্ক সার্কেল রিমুভ করতে বাদাম বা আমন্ড তেল যাদুর মতন কাজ করে। ৪। বাদাম তেল স্কিনে ন্যাচরাল ফেয়ারনেস আনতে সাহায্য করে। প্রতিদিন কয়েকটি বাদাম পেস্ট করে স্কিনে মেসেজ করলে একটা ডিফারেন্ট লুকের অধিকারিনী আপনিও হয়ে উঠতে পারবেন। ৫। বাদাম তেলকে ন্যাচারাল এসেনশিয়াল অয়েল হিসেবে ব্যবহার করলেও ভালো ফল পাওয়া যায়। চুলের যত্নে বাদাম বা আমন্ড তেল : ১। বাই...