ত্বকের সমস্যা দূর করতে আয়ুর্বেদিক উপায়!

সুন্দর দেখতে কে না চায়। মানুষ হলো সৌন্দর্য্যের পূজারি। কিন্তু লাগাতার কসমেটিক্স এর প্রয়োগ, দৈনন্দিন কাজের চাপ, মানসিক চিন্তা, নানা প্রকার দূষণ ইত্যাদি আমাদের ত্বক কে রুক্ষ ও শুষ্ক করে তোলে ফলে স্কিনের উজ্জ্বলতা হারিয়ে যায়। কিন্তু জানেন কি প্রাচীন কাল থেকে চলে আসা আয়ুর্বেদিক উপায়ে রূপচর্চা করে স্কিনের হারানো উজ্জ্বলতা কে ফিরিয়ে আনা সম্ভব? আজ্ঞে হ্যাঁ! এরকমই কয়েকটি Ayurvedic Beauty Tips নিয়ে আলোচনা করব যে গুলো প্রয়োগ করে আপনি ঘরে বসে খুব সহজেই চকচকে ও দাগমুক্ত স্কিন পেতে পারেন। তাহলে আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক সেই আয়ুর্বেদিক রূপচর্চা টিপস।


১। একটি কাঁচা টমেটো অর্ধেক কেটে সেই টুকরোটি কে সারা মুখে খুব ভালো করে লাগালে রোদে পোড়া, ট্যানিং দূর হয়।

২। অল্প পরিমাণে মুসুর ডাল বেটে তাতে মধু, লেবুর রস মিশিয়ে সারা মুখে ফেস মাস্কের মতো করে লাগিয়ে নিন এবং কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। ১৫ দিন অন্তর একবার এই মাস্কটি লাগান। এটি চেহারাতে একটা চকচকে ভাব আনবে, ন্যাচারাল গ্লো আসবে ও দাগ ছোপ ও দূর হবে।

৩। মুখে কোনো রকমের দাগ ছোপ থাকলে আলুর রস, লেবুর রস ও শসার রস এক সঙ্গে মিশিয়ে তাতে আধ চা চামচ গ্লিসারিন মিশিয়ে যেখানে দাগ পড়েছে সেখানে লাগিয়ে রাখুন। এতে ত্বকের কালচে দাগ দূর হবে।

৪। কাঁচা দুধে একটি তুলো ভিজিয়ে ঠোটেঁ লাগিয়ে নিন। এটি নিয়মিত করলে ঠোটেঁর কালো দাগ খুব সহজেই উঠে যাবে।

৫। দুধে কয়েক ফোঁটা লেবুর রস এবং সামান্য গ্লিসারিন মিশিয়ে হাতে লাগালে হাতের রুক্ষতা দূর হয়ে যায় এবং হাত রাখে মোলায়েম।

৬। মুখের ব্রণ দুর করতে রসুনের কোয়া ঘষে নিন ব্রণের উপর। খুব তাড়াতাড়ি ব্রণ মিলিয়ে যাবে।

৭। পায়ের গোড়ালি ফেটে গেলে একটি পেঁয়াজ বেটে সেই ফাটা অংশে প্রলেপ লাগিয়ে নিন। এতে খুব তাড়াতাড়ি পা নরম ও মসৃণ হয়ে উঠবে।

৮। অতিরক্ত শুষ্কতা থেকে মুক্তি পেতে মধু, দুধ ও বেসনের পেস্ট মুখে লাগান নিয়মিত। এতে ত্বকের বলিরেখা দূর হয়ে যাবে।

৯। নিয়মিত চুল পড়া বন্ধ করতে মাথায় আমলা, শিকাকাই যুক্ত তেল ব্যবহার করুন।

১০। গরমকালে শসা ও টকদই এর পেস্ট ভীষণ ভাবে উপকারি। এটি যেমন স্কিনে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি করে তেমনি স্কিন টোন ও ঠিক করে।


লেখাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পড়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।

Comments

Popular posts from this blog

বিয়ে বাড়িতে জমিয়ে আনন্দ করার সেরা গানের লিস্ট

বেনারসি শাড়ির ব্লাউজের ডিজাইন যা দেবে আপনাকে স্টাইলিশ লুক

হবু কনেদের জন্য সেরা রুপোর নুপুরের ডিজাইন