যদি আপনি প্রেমে পড়ে থাকেন তাহলে আপনার জন্য এই একরাশ ভালোবাসার কবিতা

প্রেমের মতো সুন্দর জিনিস আর কিছু হয় না। ভালোবাসা এমনি যা কখনো হাসাবে কখনো কাঁদাবে, কখনো মধুর সপ্ন দেখাবে তো কখনো হৃদয় ভেঙ্গে চুর-মার করে দিবে। কখনো সুখ তো কখনো দুঃখ, তবুও মানুষ ভালোবাসে, তবুও মানুষ সপ্ন দেখে, কারন এই সব আছে বলেই হয়তো মানুষ বেঁচে থাকে। প্রেম ছাড়া জীবন বৃথা। তাই আপনাদের জন্য আজ নিয়ে এসেছি বেশ কিছু ভালোবাসার কবিতা ও ছন্দ যেগুলো আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে কবিতার মাধ্যমে মনের কথা প্রকাশ করতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি দেখে নি বাংলা কিছু প্রেমের কবিতা ও ভালোবাসার ছন্দ-


  • প্রেমের দূতকে পাঠাবে নাথ কবে
    সকল দ্বন্দ্ব ঘুচবে আমার তবে।
  • সে এলে সব আগল যাবে ছুটে
    সে এলে সব বাঁধন যাবে টুটে
    ঘরে তখন রাখবে কে আর ধরে
    তার ডাকে যে সাড়া দিতেই হবে।
  • তুমি আমার প্রথম সকাল,
    একাকী বিকেল, শান্ত দুপুর বেলা,
    তুমি আমার সারা দিন, তুমি সারা বেলা,
    তুমি আমার একটু খানি ছোয়ায় অনেক খানি পাওয়া
    তুমি আমার কড়া রোধের মিষ্টি শীতল হাওয়া।
  • মন নেই ভালো, জানিনা কি হলো
    পাশে নেই তুমি, কি করি আমি
    পাখি যদি হতাম আমি এই জীবনে
    তোমায় নিয়ে উড়ে যেতাম অচিন ভুবনে।
  • যেতে যেতে পথে হবে প্রেম, শুধু দুটি মনে
    অনুভবে কথা হবে ভালোবাসারই এই মিলনে
    মেঘেরই পালকিতে উড়ে উড়ে পাখিরা যায় বহু দূরে
    আকাশটা থাকে পিছনে, স্বপ্নের নীল ভুবনে
    হারাবো আজ শুধু ভালোবেসে দুজনে।
  • ভালোবাসা মানুষের জীবনকে পাল্টে দেয়
    ভালোবাসা মানুষের জীবনকে রোমান্টিক জীবনে ফিরিয়ে আনে
    ভালোবাসা অতীতকে ভুলে বর্তমানকে নিয়ে ভাবায়
    ভালোবাসা মানুষকে হাসায়/ কাদায়।
  • শীতের চাঁদর জড়িয়ে
    কুয়াশার মাঝে দাঁড়িয়ে
    হাত দুটো দাও বাড়িয়ে
    শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন
    বুঝে নিও আমি আছি তোমার পাশে সারাক্ষন।
  • আমি প্রেম কি জানিনা, আমি প্রেম কি বুঝিনা
    শুধু ধিকি ধিকি মন যায় জ্বলে,
    কি জানি হায় কোন আগুনে, মরিবো আমি এই ফাগুনে।
  • কতটা হাত বাড়িয়ে দিলে তোমার মন ধরা যায়
    কতটা পথ পাড়ি দিলে তোমার মন পাওয়া যায়
    পাবো কি পাবোনা জানিনা , তোমাকে তো বুঝিনা
    তবু তোমার প্রেমে আমি পড়েছি
    বেঁচে থেকেও যেন আমি মরেছি।
  • তোমার জন্য রইলো আমার স্বপ্নে ভেজা ঘুম
    একলা থাকা শান্ত দুপুর রাত্রি নিঝুম
    তোমার জন্য রইলো আমার দুষ্ট চোখের ভাষা
    মনের মাঝে লুকিয়ে রাখা অনেক ভালোবাসা।
লেখাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পড়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।

Comments

Popular posts from this blog

বিয়ে বাড়িতে জমিয়ে আনন্দ করার সেরা গানের লিস্ট

বেনারসি শাড়ির ব্লাউজের ডিজাইন যা দেবে আপনাকে স্টাইলিশ লুক

হবু কনেদের জন্য সেরা রুপোর নুপুরের ডিজাইন