প্রিয় বন্ধুকে পাঠান জন্মদিনের শুভেচ্ছা বার্তা ও মেসেজ

 প্রত্যেকের জীবনে প্রতি বছর একবার করে জন্মদিন আসে। এই দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। কারন জন্মদিন মানেই স্পেশাল একটা সেলিব্রেশন। আর এই জন্মদিনে সকাল সকাল একরাশ শুভেচ্ছা বার্তা পেতে কার না ভালো লাগে ব্লুন? কিন্তু সেই জন্মদিনটি যদি আপনার প্রিয়জনের হয় তাহলে তো আর কোনো কথাই নেই, সেই দিনটি তার কাছে অত্যন্ত স্পেশাল এবং স্মরণীয় করে তুলতে অনেক কিছুই করার চেষ্টা করে থাকি। আজ আপনাকে সহায়তা করতেই নিয়ে এসেছি প্রিয়জন কে জন্মদিনে পাঠানোর জন্য সেরা শুভেচ্ছা বার্তা। তাহলে চলুন আর দেরি না করে দেখে নি সেরা কয়েকটি জন্মদিনের শুভেচ্ছার বার্তা ও ম্যাসেজ।


১। শুভ শুভ শুভ দিন আজ তোমার জন্মদিন.
মুখে তোমার দীপ্ত হাসি ফুল ফোটাচ্ছে রাশি রাশি
হাজার ফুলের মাঝে গোলাপ যেমন হাসে
তেমন করে বন্ধু তোমার জীবন যেন সুখের সাগরে ভাসে
শুভ জন্মদিন !!

২। শুভ ক্ষন, শুভ দিন। মনে রেখো চির দিন
কষ্ট গুলো দূরে রেখো, স্বপ্ন গুলো পুরন করো
নতুন ভালো স্বপ্ন দেখো, আমার কথা মনে রেখো
শুভ জন্মদিন !!

৩। বাইরে তাকিয়ে দেখো কি মনোরম পরিবেশ
তোমার জন্যে সূর্য হাসছে, গাছেরা নাচছে , পাখিরা গান গাইছে
কারণ আমি সবাইকে বলেছি শুভেচ্ছা জানাতে
শুভ জন্মদিন !!

৪। আমি বন্ধুত্বের সংজ্ঞা জানি না কিন্তু আমি জানি তুইআমার বন্ধু। আমার সবথেকে ভাল বন্ধু,
শুভ জন্মদিন প্রিয় বন্ধু !!

৫। ফুলে ফুলে ভরে যাক তোমার ভুবন,
রংধনুর মতো সাত রং এ রাঙ্গুক তোমার জীবন
দুঃখ কষ্ট গুলো হারিয়ে যাক দুর অজানার দেশে
তোমার জীবন যেন সুখের সাগরে ভাসে
এই কামনা করি বিধাতার কাছে
শুভ জন্মদিন !!

৬। দিনের শেষে বলছি বটে শুভ জন্মদিন
কিন্তু তোমার কথাই শুধু ভাবছি সারাদিন
জন্মদিনের শুভেচ্ছা !!

৭। পাঠিয়ে দিলাম ভালোবাসা, অন্তরের অন্তস্থল থেকে
সাথে রইলো শুভেচ্ছা, তোমার জন্মদিনের
শুভ জন্মদিন !!

৮। জন্মদিন মানুষের জীবনের বিশেষ দিনের মধ্যে একটি। আজকের তোমার সেই বিশেষ দিন, জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা রইলো তোমার জন্য।

৯। সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার
পুরন হোক প্রতিটি স্বপ্ন
প্রতিটি আশা, বেঁচে থাকো হাজার বছর
শুভ জন্মদিন !!

১০। জন্মদিনে কি বা দেব তোমায় উপহার
বাংলায় নাও ভালবাসা
হিন্দি তে নাও পেয়ার
শুভ জন্মদিন !!

লেখাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পড়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।

Comments

Popular posts from this blog

বিয়ে বাড়িতে জমিয়ে আনন্দ করার সেরা গানের লিস্ট

বেনারসি শাড়ির ব্লাউজের ডিজাইন যা দেবে আপনাকে স্টাইলিশ লুক

হবু কনেদের জন্য সেরা রুপোর নুপুরের ডিজাইন