সেরা ৫টি পতঞ্জলি ফেসওয়াশ যা ত্বকের জন্য বেস্ট
পতঞ্জলি বিউটি প্রোডাক্টস সম্বন্ধে অবগত নয় এমন বোধহয় খুব কম লোকই আছে। এটি এমন একটি ব্র্যান্ড যার ওপর আমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারি। তাই আজ এরকমই ৫ টি সেরা পতঞ্জলি ফেসওয়াশ নিয়ে আপনাকে রিভিউ দেবো। যেগুলো এই প্রকট গরমেও আপনার স্কিন রাখবে ফ্রেশ। অ্যাকনে, ঘামাচি, র্যাশ, ফুসকড়ি, পিম্পল ইত্যাদি নানা ধরনের ত্বকের সমস্যা দূর করে আপনার লুকে আনবে চমক। তাহলে দেরি না করে দেখে নিন সেই ৫টি ফেসওয়াশ কি কি -
১। পতঞ্জলি নিম-তুলসি ফেসওয়াশ (Patanjali Neem-Tulsi Face Wash):
উপকরণ: এতে রয়েছে ঘৃতকুমারী, নিম ও তুলসী।
উপকারিতা: নিম ও তুলসীর নির্যাস ত্বকের সমস্ত ময়লা ভেতর থেকে পরিষ্কার করে ত্বককে অতিরিক্ত শুষ্ক না করেই। আর অ্যালোভেরা তৎক্ষণাৎ আপনার মুখে একটা গ্লো নিয়ে আসে। এই ফেসওয়াশ নর্মাল, ড্রাই, অয়েলি সব ধরনের স্কিনেই ব্যবহারযোগ্য। কিন্তু যাদের ভীষণ সেনসেটিভ স্কিন তারা এটা ব্যবহার না করলেই ভালো।
মূল্য: ৬০ গ্রামের দাম ৪৫ টাকা।
২। পতঞ্জলি অ্যালোভেরা-মিন্ট ফেসওয়াশ (Patanjali Aloe Vera Mint Face Wash):
উপকরণ: পুদিনা, ঘৃতকুমারী।
উপকারিতা: এটি তৈলাক্ত ত্বকের জন্য এবং মুখের অতিরিক্ত তেলের পরিমাণ হ্রাস করতে সহায়তা করে। এটি ব্যবহার করার পর খুব হালকা একটা মিন্টের সুবাস অনুভুত হয় যা খুব ভালো লাগে। এই ফেসওয়াশটি সংবেদনশীল বা সেনসেটিভ ত্বকের জন্য খুব ভালো।
মূল্য: ৬০ গ্রামের দাম ৪৫ টাকা।
৩। পতঞ্জলি রোজ ফেসওয়াশ (Patanjali Rose Face Wash):
উপকরণ: রোজ, ঘৃতকুমারী, নিম এবং মধু।
উপকারিতা: এটি পতঞ্জলির ওয়ান অফ দি বেস্ট ফেসওয়াশ এর মধ্যে একটা। যারা গোলাপের গন্ধ ভীষণ পছন্দ করেন এবং যাদের ভীষণ ড্রাই/ শুষ্ক ত্বক তাদের জন্য এটি খুব ভালো একটি আয়ুর্বেদিক ফেসওয়াশ। এটি খুব ভালো ভাবে ত্বকের ভেতরের সমস্ত ময়লা পরিষ্কার করে। ত্বককে রাখে নরম এবং মসৃণ। এর তেমন ভাবে কোনো সাইড এফেক্টস নেই সব ধরনের ত্বকের জন্য এটি ব্যাবহার যোগ্য। তবে শুষ্ক ত্বকের জন্য এটি বেস্ট।
মূল্য: ৬০ গ্রামের দাম ৪৫ টাকা।
৪। পতঞ্জলি সৌন্দর্য ফেসওয়াশ (Patanjali Saundrya Face Wash):
উপকরণ: ঘৃতকুমারী, জেল বেস, গ্লিসারিন, ভিটামিন ই।
উপকারিতা: বিশেষত যাদের অয়েলি স্কিন তাদের জন্য এই ফেসওয়াশ টি ভীষণ ভালো ভাবে কাজ করে। এটি মুখের ব্রণ, পিম্পল, অ্যাকনে, অতিরিক্ত তেল অপসারন করে আপনার ত্বক রাখে পরিষ্কার।
মূল্য: ৬০ গ্রামের দাম ৬০ টাকা।
৫। পতঞ্জলি লেমন - হানি ফেসওয়াশ (Patanjali Lemon Honey Face Wash):
উপকরণ: লেবু, তুলসি, বিশুদ্ধ মধু এবং অ্যালোভেরা।
উপকারিতা: স্বাভাবিক এবং তৈলাক্ত ত্বক যুক্ত লোকেদের জন্য এই ফেসওয়াশ টি ভীষণ ভালো কাজ করে। এই লেমনি সুগন্ধি যুক্ত ফেসওয়াশটি ত্বক রাখে তাজা এবং মসৃণ। যাদের ভীষণ ড্রাই স্কিন তারা এটা ব্যবহার না করলেই ভালো। কারন এটি ত্বক কে আরো শুষ্ক করে তোলে।
মূল্য: ৬০ গ্রামের দাম ৪৫ টাকা।
লেখাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পড়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।
১। পতঞ্জলি নিম-তুলসি ফেসওয়াশ (Patanjali Neem-Tulsi Face Wash):
উপকরণ: এতে রয়েছে ঘৃতকুমারী, নিম ও তুলসী।
উপকারিতা: নিম ও তুলসীর নির্যাস ত্বকের সমস্ত ময়লা ভেতর থেকে পরিষ্কার করে ত্বককে অতিরিক্ত শুষ্ক না করেই। আর অ্যালোভেরা তৎক্ষণাৎ আপনার মুখে একটা গ্লো নিয়ে আসে। এই ফেসওয়াশ নর্মাল, ড্রাই, অয়েলি সব ধরনের স্কিনেই ব্যবহারযোগ্য। কিন্তু যাদের ভীষণ সেনসেটিভ স্কিন তারা এটা ব্যবহার না করলেই ভালো।
মূল্য: ৬০ গ্রামের দাম ৪৫ টাকা।
২। পতঞ্জলি অ্যালোভেরা-মিন্ট ফেসওয়াশ (Patanjali Aloe Vera Mint Face Wash):
উপকরণ: পুদিনা, ঘৃতকুমারী।
উপকারিতা: এটি তৈলাক্ত ত্বকের জন্য এবং মুখের অতিরিক্ত তেলের পরিমাণ হ্রাস করতে সহায়তা করে। এটি ব্যবহার করার পর খুব হালকা একটা মিন্টের সুবাস অনুভুত হয় যা খুব ভালো লাগে। এই ফেসওয়াশটি সংবেদনশীল বা সেনসেটিভ ত্বকের জন্য খুব ভালো।
মূল্য: ৬০ গ্রামের দাম ৪৫ টাকা।
৩। পতঞ্জলি রোজ ফেসওয়াশ (Patanjali Rose Face Wash):
উপকরণ: রোজ, ঘৃতকুমারী, নিম এবং মধু।
উপকারিতা: এটি পতঞ্জলির ওয়ান অফ দি বেস্ট ফেসওয়াশ এর মধ্যে একটা। যারা গোলাপের গন্ধ ভীষণ পছন্দ করেন এবং যাদের ভীষণ ড্রাই/ শুষ্ক ত্বক তাদের জন্য এটি খুব ভালো একটি আয়ুর্বেদিক ফেসওয়াশ। এটি খুব ভালো ভাবে ত্বকের ভেতরের সমস্ত ময়লা পরিষ্কার করে। ত্বককে রাখে নরম এবং মসৃণ। এর তেমন ভাবে কোনো সাইড এফেক্টস নেই সব ধরনের ত্বকের জন্য এটি ব্যাবহার যোগ্য। তবে শুষ্ক ত্বকের জন্য এটি বেস্ট।
মূল্য: ৬০ গ্রামের দাম ৪৫ টাকা।
৪। পতঞ্জলি সৌন্দর্য ফেসওয়াশ (Patanjali Saundrya Face Wash):
উপকরণ: ঘৃতকুমারী, জেল বেস, গ্লিসারিন, ভিটামিন ই।
উপকারিতা: বিশেষত যাদের অয়েলি স্কিন তাদের জন্য এই ফেসওয়াশ টি ভীষণ ভালো ভাবে কাজ করে। এটি মুখের ব্রণ, পিম্পল, অ্যাকনে, অতিরিক্ত তেল অপসারন করে আপনার ত্বক রাখে পরিষ্কার।
মূল্য: ৬০ গ্রামের দাম ৬০ টাকা।
৫। পতঞ্জলি লেমন - হানি ফেসওয়াশ (Patanjali Lemon Honey Face Wash):
উপকরণ: লেবু, তুলসি, বিশুদ্ধ মধু এবং অ্যালোভেরা।
উপকারিতা: স্বাভাবিক এবং তৈলাক্ত ত্বক যুক্ত লোকেদের জন্য এই ফেসওয়াশ টি ভীষণ ভালো কাজ করে। এই লেমনি সুগন্ধি যুক্ত ফেসওয়াশটি ত্বক রাখে তাজা এবং মসৃণ। যাদের ভীষণ ড্রাই স্কিন তারা এটা ব্যবহার না করলেই ভালো। কারন এটি ত্বক কে আরো শুষ্ক করে তোলে।
মূল্য: ৬০ গ্রামের দাম ৪৫ টাকা।
লেখাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পড়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।
 
Comments
Post a Comment