ত্বকের ধরন অনুযায়ী ফাউন্ডেশনের ব্যবহার
সুন্দর মেকআপ এর ভিত্তি হল ফাউন্ডেশন। আর ফাউন্ডেশনের সঠিক ব্যবহার না জানলে কিন্তু আপনার মেকআপ কখনই প্রপার হবে না। তাই আজকের এই প্রতিবেদনে আপনাদের সঙ্গে শেয়ার করব ত্বকের ধরন অনুযায়ী কিভাবে Foundation Apply করবেন তা নিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক শুষ্ক, তৈলাক্ত ও সাধারণ ত্বক অনুযায়ী ফাউন্ডেশনের ব্যবহার - ১। শুষ্ক ত্বকে ফাউন্ডেশনের ব্যবহার যাদের ত্বক শুষ্ক তাদের জন্য ক্রিম বেস ফাউন্ডেশন বেস্ট। শুষ্ক ত্বকে ফাউন্ডেশন লাগানোর আগে ভালো করে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেওয়াটা খুব জরুরি। শুষ্ক ত্বকের ক্ষেত্রে ফাউন্ডেশনের পর পাউডার ব্যবহার না করাই ভালো কারণ এতে ত্বক আরও শুষ্ক দেখায়। ফাউন্ডেশন হোক বা কনসিলার হাত দিয়ে লাগানো কঠিন। কারণ ত্বক শুষ্ক হওয়ার কারণে যে কোনও প্রোডাক্ট আপনার ত্বক খুব সহজে টেনে নেয়। তাই ন্যাচারাল ফিনিশ লুক পেতে ফাউন্ডেশন লাগানোর জন্য স্পঞ্জ বা ব্রাশ ব্যবহার করাই ভালো। ২। তৈলাক্ত ত্বকে ফাউন্ডেশনের ব্যবহার আপনার ত্বক যদি তৈলাক্ত হয় তবে সেক্ষেত্রেও ফাউন্ডেশন লাগানোর আগে ত্বকে ময়শ্চারাইজার লাগিয়ে নেওয়াটা জরুরি। ফাউন্ডেশন লাগানোর ব্রাশ বা স্পঞ্জে কয়েক ফোঁটা ফাউন্ড...