সস্তায় অক্সিডাইজড জুয়েলারি কেনার সেরা মার্কেটের হদিশ

নিত্যনতুন জুয়েলারি পরে সাজগোজ করতে ছোট-বড় আমরা সবাই ভালোবাসি। আজকাল ফ্যাশনে অক্সিডাইজড জুয়েলারি, সিলভার জুয়েলারি, জাঙ্ক জুয়েলারি ভীষণ ভাবে প্রচলিত। আর এগুলো দামেও যেহেতু সস্তা আর দেখতেও হয় দারুণ তাই এসব জুয়েলারি কেনার প্রতি প্রায় বেশিরভাগ মহিলাদেরই আকর্ষণ বেশি দেখা যায়। যেকোনো ধরনের পোশাকের সাথেই এই ধরনের জুয়ালারি গুলো দারুণ ভাবে মানিয়ে যায়। তাই আজকের এই প্রতিবেদনে আপনাদের জন্য থাকছে কিছু Oxidised Silver Jewellery কালেকশন এবং সাথে কলকাতার কয়েকটি সস্তা জুয়েলারি মার্কেটের হদিশ। যেখানে আপনি কম দামে নানা ধরনের ও নানা স্টাইলের অক্সিডাইজড জুয়েলারি পেয়ে যাবেন।


অক্সিডাইজড জুয়েলারির নানা ধরন

১। ট্রাইবাল জুয়েলারি - বাঙালিদের পছন্দের জুয়েলারি মধ্যে অন্যতম হলো ট্রাইবাল জুয়েলারি। এই জুয়েলারি গুলো ট্র্যাডিশনাল বা শান্তিনিকেতন স্টাইলের সাথে ভীষণ মানায়। আপনি এথনিক লুকের সাথেও এই জুয়েলারি ম্যাচ করে পরতে পারেন। আজকাল এই ধরনের জুয়েলারি প্রায় অনেক মহিলাদের কাছেই খুব প্রিয়।

২। টেরাকোটা জুয়েলারি - টেরাকোটা জুয়েলারি সাধারণত পোড়া মাটি দিয়ে তৈরি হয়। যেকোনো ট্র্যাডিশনাল লুকের সাথে আপনি এই ধরনের জুয়েলারি ট্রাই করতে পারেন।

৩। আফগানি জুয়েলারি - জাঙ্ক এবং অক্সিডাইজড জুয়েলারির মধ্যে সবচেয়ে ট্রেন্ডিং এই আফগানি জুয়েলারি। এই জুয়েলারি গুলো ট্র্যাডিশনাল এবং ওয়েস্টার্ন দুই ধরনের আউটফিটের সাথেই ভীষণ ভাবে মানায়। আপনি চাইলে এ ধরনের সামান্য ভারী জুয়েলারিও মিক্স অ্যান্ড ম্যাচ করে পরতে পারেন।

কলকাতার কয়েকটি সস্তা অক্সিডাইজড জুয়েলারির মার্কেট


১। গড়িয়াহাট - অক্সিডাইজড জুয়েলারি কেনার সেরা ডেসটিনেশন হলো গড়িয়াহাট মার্কেট। কলকাতার অনেক পুরনো এবং বহু জনপ্রিয় মার্কেটের মধ্যে এটি একটি মার্কেট। এখানে সারি সারি জুয়েলারির দোকান থাকলেও মজার ব্যাপার হল আপনি প্রত্যেকটি দোকানেই আলাদা রকমের ডিজাইন পেয়ে যাবেন তাও আপনার বাজেটের মধ্যেই।

২। মেট্রো প্লাজা - হো চি মিন সরণীর ওপর এই শপিং মলে আপনি সস্তায় সুন্দর সুন্দর সিলভার জুয়েলারি, জাঙ্ক ও অক্সিডাইজড জুয়েয়ারি পেয়ে যাবেন। বেশি পুরনো না হলেও অক্সিডাইজড জুয়েলারির সম্ভার কিন্তু এখানেও কম নয়। এছাড়াও পেয়ে যাবেন ব্র্যান্ডেড, নন-ব্র্যান্ডেড নানা ধরনের পোশাক, জুতো, ব্যাগ, নানা অ্যাক্সেসরিজ ইত্যাদি।

৩। নিউ মার্কেট - কলকাতার সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে পুরনো স্ট্রিট শপিং এর জায়গা হলো নিউ মার্কেট। এখানে আপনি আপনার মনের মতোন অক্সিডাইজড জুয়েলারি পেয়ে যাবেন। পাশাপাশি আরও নানা ধরনের প্রয়োজনীয় জিনিসও পেয়ে যাবেন। ট্রাইবাল জুয়েলারি কেনার জন্য সেরা মার্কেট হলো নিউ মার্কেট।


৪। এসপ্লানেড - এখানে অলিতে গলিতে রয়েছে প্রচুর জুয়েলারির দোকান। তাই এখানে এলে আপনি নিশিন্তে পেয়ে যাবেন আপনার পছন্দের অক্সিডাইজড জুয়েলারি। তবে কেনার সময় কিছুটা দামদর করে কেনার কথা মাথায় রাখবেন।

৫। স্বভূমি - এখানেও আপনি অনেক কম দামে নিত্যনতুন ডিজাইনের বেশ ভালো ভালো অক্সিডাইজড জুয়েলারি পেয়ে যাবেন।

৬। এগুলো ছাড়াও আপনি বাগরি মার্কেট, ক্যামাক স্ট্রিট, বড় বাজার মার্কেটেও পেয়ে যাবেন নানা স্টাইলের অক্সিডাইজড জুয়েলারির সেট।

Comments

Popular posts from this blog

বিয়ে বাড়িতে জমিয়ে আনন্দ করার সেরা গানের লিস্ট

বেনারসি শাড়ির ব্লাউজের ডিজাইন যা দেবে আপনাকে স্টাইলিশ লুক

হবু কনেদের জন্য সেরা রুপোর নুপুরের ডিজাইন