জানুন বিয়েতে কোন ডিজাইনের এবং কোন ধরনের বেনারসি কিনবেন?
বাঙালি নারীদের সবচাইতে পছন্দের পোশাকের মধ্যে শাড়ি অন্যতম। আর তা যদি আবার বেনারসি শাড়ি হয়, তবে তো কোনো কথাই নেই। বাঙালি নারীদের যে কোনো বিশেষ অনুষ্ঠানেই বেনারসি শাড়ি পরতে দেখা যায়। কিন্তু বিয়ের অনুষ্ঠানে এ শাড়ির কদর সবচেয়ে বেশি। বেনারসি ছাড়া বাঙালি বিয়ে অসম্ভব। তা আপনিও কি ভেবে রেখেছেন কোন ধরনের বেনারসি বিয়েতে পরবেন? যদি না ভেবে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য। রইল ৫ টি সেরা বেনারসি শাড়ির ডিজাইন, যা বিয়েতে পরার জন্য সেরা অপশন।
১। বাস্কেট জরি বেনারসি
বেনারসি শাড়িতে যত কারুকার্য, নকশা করা থাকে তার সৌন্দর্য তত বেশি ফুটে ওঠে। এই ধরনের বেনারসি শাড়িতেও এক অন্য ধারার নকশা করা দেখা যায়। সম্ভবত বেতের ঝুড়ি বা বাস্কেট যে রকম ভাবে বোনা হয়, এখানেও ঠিক একই পদ্ধতি প্রয়োগ করা হয় বলে এর এইরূপ নামকরণ হয়েছে। মিনাকারি স্টাইলে নকশা করা এই শাড়ি বিয়েতে কেনার জন্য সেরা অপশন।
২। কাতান বেনারসি শাড়ি
কাতান বেনারসি অবশ্যই ট্রাই করতে পারেন। কাতান আসলে এক বিশেষ ধরনের সুতোর নাম যার সঙ্গে বিভিন্ন রকমের সিল্ক সুতো পেঁচিয়ে তৈরি হয় কাতান বেনারসি শাড়ি। ভীষণ হালকা হয় এই ধরনের শাড়ি তাই বিয়ের দিন আপনি সহজেই ক্যারি করতে পারবেন। বেনারসি ছাড়াও কাতান সিল্ক শাড়ি পাওয়া যায়। বিয়ের পর হালকা অনুষ্ঠান গুলির জন্য এই ধরনের শাড়ি পারফেক্ট।
৩। টিস্যু বেনারসি
জরি আর সিল্ক মিশিয়ে এর বোনাই করা হয় বলে এই শাড়ি ভীষণ আকর্ষণীয় লাগে দেখতে। এই বেনারসি শাড়ির বোনাই এমনভাবে করা হয় দেখে মনে হয় যেন সেটা সোনার জরি দিয়ে বোনা হয়েছে। তরুণ প্রজন্মদের খুব পছন্দের বেনারসির মধ্যে টিস্যু বেনারসি অন্যতম। তাছাড়াও আজকাল এই বেনারসির পরার খুব চল হয়েছে। বিয়েতে আপনি চাইলে এই বেনারসি শাড়িটিও পরতে পারেন।
৪। ব্রোকেড বেনারসি শাড়ি
বেনারসি শাড়ির ব্যাপক কালেকশনের মধ্যে ব্রোকেডের বেনারসি অন্যতম। কারণ ব্রোকেডের বেনারসি শাড়িতে বুনন এত ঘন হয় যা এই শাড়িকে ভীষণ আকর্ষণীয় করে তোলে। রূপালি সুতোর উপর সোনালি রং করে নেওয়া হয় তারপর খুব ঘন বুননের মাধ্যমে জরি ব্রোকেড তৈরি হয়। বিয়েতে পরার জন্য এই শাড়ি বরাবরই সেরার সেরা।
৫। পটোলা বেনারসি শাড়ি
পটোলা সিল্কের বেনারসি বাজারে একদম নতুন, তাই এই শাড়ি আপনি সব জায়গায় পাবেন না। গাঢ় রঙের ব্লাউজের সঙ্গে হালকা রঙের পটোলা বেনারসি দারুণ সুন্দর লাগে দেখতে।
৬। এগুলো ছাড়াও বিয়ে উপলক্ষে আপনি চান্দেরি বেনারসি, সনাতনী লাল বেনারসি, কারোয়া বেনারসিও অবশ্যই ট্রাই করতে পারেন।
১। বাস্কেট জরি বেনারসি
বেনারসি শাড়িতে যত কারুকার্য, নকশা করা থাকে তার সৌন্দর্য তত বেশি ফুটে ওঠে। এই ধরনের বেনারসি শাড়িতেও এক অন্য ধারার নকশা করা দেখা যায়। সম্ভবত বেতের ঝুড়ি বা বাস্কেট যে রকম ভাবে বোনা হয়, এখানেও ঠিক একই পদ্ধতি প্রয়োগ করা হয় বলে এর এইরূপ নামকরণ হয়েছে। মিনাকারি স্টাইলে নকশা করা এই শাড়ি বিয়েতে কেনার জন্য সেরা অপশন।
২। কাতান বেনারসি শাড়ি
কাতান বেনারসি অবশ্যই ট্রাই করতে পারেন। কাতান আসলে এক বিশেষ ধরনের সুতোর নাম যার সঙ্গে বিভিন্ন রকমের সিল্ক সুতো পেঁচিয়ে তৈরি হয় কাতান বেনারসি শাড়ি। ভীষণ হালকা হয় এই ধরনের শাড়ি তাই বিয়ের দিন আপনি সহজেই ক্যারি করতে পারবেন। বেনারসি ছাড়াও কাতান সিল্ক শাড়ি পাওয়া যায়। বিয়ের পর হালকা অনুষ্ঠান গুলির জন্য এই ধরনের শাড়ি পারফেক্ট।
৩। টিস্যু বেনারসি
জরি আর সিল্ক মিশিয়ে এর বোনাই করা হয় বলে এই শাড়ি ভীষণ আকর্ষণীয় লাগে দেখতে। এই বেনারসি শাড়ির বোনাই এমনভাবে করা হয় দেখে মনে হয় যেন সেটা সোনার জরি দিয়ে বোনা হয়েছে। তরুণ প্রজন্মদের খুব পছন্দের বেনারসির মধ্যে টিস্যু বেনারসি অন্যতম। তাছাড়াও আজকাল এই বেনারসির পরার খুব চল হয়েছে। বিয়েতে আপনি চাইলে এই বেনারসি শাড়িটিও পরতে পারেন।
৪। ব্রোকেড বেনারসি শাড়ি
বেনারসি শাড়ির ব্যাপক কালেকশনের মধ্যে ব্রোকেডের বেনারসি অন্যতম। কারণ ব্রোকেডের বেনারসি শাড়িতে বুনন এত ঘন হয় যা এই শাড়িকে ভীষণ আকর্ষণীয় করে তোলে। রূপালি সুতোর উপর সোনালি রং করে নেওয়া হয় তারপর খুব ঘন বুননের মাধ্যমে জরি ব্রোকেড তৈরি হয়। বিয়েতে পরার জন্য এই শাড়ি বরাবরই সেরার সেরা।
৫। পটোলা বেনারসি শাড়ি
পটোলা সিল্কের বেনারসি বাজারে একদম নতুন, তাই এই শাড়ি আপনি সব জায়গায় পাবেন না। গাঢ় রঙের ব্লাউজের সঙ্গে হালকা রঙের পটোলা বেনারসি দারুণ সুন্দর লাগে দেখতে।
৬। এগুলো ছাড়াও বিয়ে উপলক্ষে আপনি চান্দেরি বেনারসি, সনাতনী লাল বেনারসি, কারোয়া বেনারসিও অবশ্যই ট্রাই করতে পারেন।




Comments
Post a Comment