জেনে নিন মধুচন্দ্রিমায় কোন ধরনের পোশাক সঙ্গে নিয়ে যাবেন
বিয়ের পরে হানিমুন নিয়ে প্রত্যেকটি কাপলের মধ্যেই এক্সাইটমেন্টের কোনো অন্ত থাকে না। অ্যারেঞ্জড ম্যারেজ হোক বা লাভ ম্যারেজ হানিমুন ব্যাপারটাই হয় ভীষণ এক্সাইটিং। কিন্তু Honeymoon Outfits কেমন হবে এবং কোন ধরনের জামাকাপড় সঙ্গে নিয়ে যাবেন সেটাও কিন্তু একটা ভাবার বিষয়। আজকের আমাদের প্রতিবেদন হানিমুনের ফ্যাশন নিয়েই। রইল এমন কয়েকটি হানিমুনে যাওয়ার ড্রেসের হদিশ, যেগুলো আপনি সব ঋতুতেই সঙ্গে ক্যারি করতে পারবেন।
১। হানিমুনে সমুদ্রে গেলে এমন কিছু জামাকাপড় প্যাক করে নিন যেগুলো তে সানট্যান হয় না। ফ্যাব্রিকের ড্রেসও আপনি নিতে পারেন যেগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। একটা ‘কভার আপ’ ড্রেস সঙ্গে অবশ্যই ক্যারি করুন, যেমন ধরুন একটা লং শ্রাগ কিম্বা লং জ্যাকেট কারণ সমুদ্রে স্নান করার পর রিসোর্ট অবধি যাওয়ার সময় কাজে দেবে।
২। হানিমুনের জন্য স্কার্টও বেশ ভালো অপশন। বেশিরভাগ মেয়েদের আলমারিতেই নানা ধরনের স্কার্ট থাকে – শর্ট স্কার্ট, মিডিয়াম লেন্থ স্কার্ট, লং স্কার্ট, এ-লাইন স্কার্ট ইত্যাদি। এই ধরনের আউটফিট হানিমুনে নিয়ে গেলে আপনি বেশ স্টাইলও করতে পারবেন আবার অসচ্ছন্দবোধও হবে না। ম্যাচিং অথবা কনট্রাস্ট করে টপ বা ব্লাউজ দিয়ে টিম আপ করে নিন। যদি আপনার গরমকালে বিয়ে হয় তাহলে হানিমুনে স্কার্ট আপনার জন্য ভীষণ আরামদায়ক হবে।
৩। সাথে অবশ্যই এক সেট এথনিক ড্রেস প্যাক করে নিন। কারণ হানিমুনে গিয়েও অনেক সময় দেখা যায় যে নবদম্পতি সেই জায়গার লোকাল মন্দিরে নতুন জীবনের জন্য আশীর্বাদ নিতে যান। তাই সঙ্গে একটা কুর্তি বা শাড়ি অথবা চুড়িদার রেখে দিন হানিমুনের প্যাকিং লিস্টে এতে যাতায়াতের সময় কমফোর্টেবল অনুভব করবেন।
৪। হানিমুনে যদি কোনো স্পেশাল ক্যান্ডেল লাইট ডিনারে যাওয়ার প্ল্যান থাকে তাহলে সেখানে পরার মতো কিছু জামাকাপড় নিয়ে নিন। সুন্দর ডিজাইনের লং গাউন নিতে পারেন হানিমুনের জন্য। আবার আপনি যদি লিটল ব্ল্যাক ড্রেস পরতে ভালোবাসেন তাহলে সেটাও প্যাক করতে পারেন।
৫। মধুচন্দ্রিমায় যদি কোনো বিচ সাইডে যেতে চান বা যদি গোয়াতেই যান তাহলে যে অন্তত একবার নাইট ক্লাবে যাওয়া তো নিশ্চিত। তাই কিছু ফাঙ্কি টপ, ক্রপ টপ, পার্টিওয়্যার এবং ডেনিমের কালেকশন সাথে রাখতে ভুলবেন না।
১। হানিমুনে সমুদ্রে গেলে এমন কিছু জামাকাপড় প্যাক করে নিন যেগুলো তে সানট্যান হয় না। ফ্যাব্রিকের ড্রেসও আপনি নিতে পারেন যেগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। একটা ‘কভার আপ’ ড্রেস সঙ্গে অবশ্যই ক্যারি করুন, যেমন ধরুন একটা লং শ্রাগ কিম্বা লং জ্যাকেট কারণ সমুদ্রে স্নান করার পর রিসোর্ট অবধি যাওয়ার সময় কাজে দেবে।
২। হানিমুনের জন্য স্কার্টও বেশ ভালো অপশন। বেশিরভাগ মেয়েদের আলমারিতেই নানা ধরনের স্কার্ট থাকে – শর্ট স্কার্ট, মিডিয়াম লেন্থ স্কার্ট, লং স্কার্ট, এ-লাইন স্কার্ট ইত্যাদি। এই ধরনের আউটফিট হানিমুনে নিয়ে গেলে আপনি বেশ স্টাইলও করতে পারবেন আবার অসচ্ছন্দবোধও হবে না। ম্যাচিং অথবা কনট্রাস্ট করে টপ বা ব্লাউজ দিয়ে টিম আপ করে নিন। যদি আপনার গরমকালে বিয়ে হয় তাহলে হানিমুনে স্কার্ট আপনার জন্য ভীষণ আরামদায়ক হবে।
৩। সাথে অবশ্যই এক সেট এথনিক ড্রেস প্যাক করে নিন। কারণ হানিমুনে গিয়েও অনেক সময় দেখা যায় যে নবদম্পতি সেই জায়গার লোকাল মন্দিরে নতুন জীবনের জন্য আশীর্বাদ নিতে যান। তাই সঙ্গে একটা কুর্তি বা শাড়ি অথবা চুড়িদার রেখে দিন হানিমুনের প্যাকিং লিস্টে এতে যাতায়াতের সময় কমফোর্টেবল অনুভব করবেন।
৪। হানিমুনে যদি কোনো স্পেশাল ক্যান্ডেল লাইট ডিনারে যাওয়ার প্ল্যান থাকে তাহলে সেখানে পরার মতো কিছু জামাকাপড় নিয়ে নিন। সুন্দর ডিজাইনের লং গাউন নিতে পারেন হানিমুনের জন্য। আবার আপনি যদি লিটল ব্ল্যাক ড্রেস পরতে ভালোবাসেন তাহলে সেটাও প্যাক করতে পারেন।
৫। মধুচন্দ্রিমায় যদি কোনো বিচ সাইডে যেতে চান বা যদি গোয়াতেই যান তাহলে যে অন্তত একবার নাইট ক্লাবে যাওয়া তো নিশ্চিত। তাই কিছু ফাঙ্কি টপ, ক্রপ টপ, পার্টিওয়্যার এবং ডেনিমের কালেকশন সাথে রাখতে ভুলবেন না।





Comments
Post a Comment