ঠোঁটে লিপস্টিক দীর্ঘক্ষণ টিকিয়ে রাখার ঘরোয়া উপায়
লিপস্টিক লাগাতে তো খুব ভালো লাগে কিন্তু বারবার টাচ আপ করতে কার ভালো লাগে বলুন? লিপস্টিক লাগানোর কিছুক্ষণ পরেই ঠোঁটের থেকে লিপস্টিক উঠে যাওয়া খুবই কমন সমস্যা গুলোর মধ্যে এটি অন্যতম। এই সমস্যার সমাধানেই আজ আপনাদের সাথে শেয়ার করব Lipstick Long Lasting করার কয়েকটি সহজ ও ঘরোয়া উপায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক ঠিক কী কী করলে লিপস্টিক ঠোঁটে দীর্ঘক্ষণ স্থায়ী হবে -
প্রথম ধাপ
লিপস্টিক ঠোঁটে সুন্দর দেখাতে এবং অনেকক্ষণ টিকিয়ে রাখতে প্রথমে আপনাকে ঠোঁটের মরা চামড়া তুলে নিতে হবে। উষ্ণ গরম জলে একটি টুথ ব্রাশ ভিজিয়ে নিন এবং নরম হয়ে গেলে ঠোঁটের উপর সার্কুলার মোশনে টুথব্রাশটি হালকা হাতে বোলাতে থাকুন। এতে ঠোঁটের উপরের মরা চামড়া অনায়াসে উঠে আসবে।
দ্বিতীয় ধাপ
এবারে ঠোঁট নরম করে তুলতে পরিমাণ মত লিপ বাম ঠোঁটে লাগিয়ে নিন। লিপ বাম ত্বকের ভেতরে প্রবেশ করে ভেতর থেকে ঠোঁট করে তোলে নরম। ঠোঁটের নরম ভাব বজায় রাখতে প্রতিদিন লিপ বাম ব্যবহার করা উচিত। শিয়া বা কোকোয়া বাটার আছে এমন লিপ বাম বেছে নিন। এই দুটোই ঠোঁটের জন্য ভালো।
তৃতীয় ধাপ
এরপর সামান্য পরিমাণে কনসিলার আঙুলের সাহায্যে চেপে চেপে ঠোঁটে লাগিয়ে নিন। ঠোঁটের চার ধারেও লাগাতে ভুলবেন না। এতে ঠোঁটের উপর একটা বেস তৈরি হয় যাতে লিপস্টিক দীর্ঘক্ষণ স্থায়ী হওয়ার সম্ভাবনা থাকে।
চতুর্থ ধাপ
কনসিলার ভালো করে ব্লেন্ড হয়ে যাওয়ার পর উপরের ও নীচের ঠোঁটে পরিমাণ মতো ফাউন্ডেশন লাগিয়ে নিন। এতে ঠোঁটের উপর একটা সুন্দর বেস তৈরি হয়ে যাবে এবং ঠোঁটে একটা মসৃণ ভাব আসবে ফলে লিপস্টিক লাগাতে সুবিধে হবে।
পঞ্চম ধাপ
বেস তৈরি করার পর লিপ লাইনারের সাহায্যে ঠোঁটের শেপ অনুযায়ী আউট লাইন টেনে নিন। যে রঙের লিপস্টিক লাগাবেন, সেই একই শেডের লিপ লাইনার দিয়ে ঠোঁটের আউট লাইনটা করে নিন। যদি একই শেডের লিপ লাইনার না থাকে তাহলে কাছাকাছি শেডের লিপ লাইনার লাগিয়ে নিন। তারপর নিজের পছন্দের লিপস্টিক ঠোঁটে লাগিয়ে নিন। এভাবে লাগালে লিপস্টিক দীর্ঘক্ষণ পর্যন্ত ঠোঁটে টিকে থাকে আর দেখতেও সুন্দর লাগে।
প্রথম ধাপ
লিপস্টিক ঠোঁটে সুন্দর দেখাতে এবং অনেকক্ষণ টিকিয়ে রাখতে প্রথমে আপনাকে ঠোঁটের মরা চামড়া তুলে নিতে হবে। উষ্ণ গরম জলে একটি টুথ ব্রাশ ভিজিয়ে নিন এবং নরম হয়ে গেলে ঠোঁটের উপর সার্কুলার মোশনে টুথব্রাশটি হালকা হাতে বোলাতে থাকুন। এতে ঠোঁটের উপরের মরা চামড়া অনায়াসে উঠে আসবে।
দ্বিতীয় ধাপ
এবারে ঠোঁট নরম করে তুলতে পরিমাণ মত লিপ বাম ঠোঁটে লাগিয়ে নিন। লিপ বাম ত্বকের ভেতরে প্রবেশ করে ভেতর থেকে ঠোঁট করে তোলে নরম। ঠোঁটের নরম ভাব বজায় রাখতে প্রতিদিন লিপ বাম ব্যবহার করা উচিত। শিয়া বা কোকোয়া বাটার আছে এমন লিপ বাম বেছে নিন। এই দুটোই ঠোঁটের জন্য ভালো।
তৃতীয় ধাপ
এরপর সামান্য পরিমাণে কনসিলার আঙুলের সাহায্যে চেপে চেপে ঠোঁটে লাগিয়ে নিন। ঠোঁটের চার ধারেও লাগাতে ভুলবেন না। এতে ঠোঁটের উপর একটা বেস তৈরি হয় যাতে লিপস্টিক দীর্ঘক্ষণ স্থায়ী হওয়ার সম্ভাবনা থাকে।
চতুর্থ ধাপ
কনসিলার ভালো করে ব্লেন্ড হয়ে যাওয়ার পর উপরের ও নীচের ঠোঁটে পরিমাণ মতো ফাউন্ডেশন লাগিয়ে নিন। এতে ঠোঁটের উপর একটা সুন্দর বেস তৈরি হয়ে যাবে এবং ঠোঁটে একটা মসৃণ ভাব আসবে ফলে লিপস্টিক লাগাতে সুবিধে হবে।
পঞ্চম ধাপ
বেস তৈরি করার পর লিপ লাইনারের সাহায্যে ঠোঁটের শেপ অনুযায়ী আউট লাইন টেনে নিন। যে রঙের লিপস্টিক লাগাবেন, সেই একই শেডের লিপ লাইনার দিয়ে ঠোঁটের আউট লাইনটা করে নিন। যদি একই শেডের লিপ লাইনার না থাকে তাহলে কাছাকাছি শেডের লিপ লাইনার লাগিয়ে নিন। তারপর নিজের পছন্দের লিপস্টিক ঠোঁটে লাগিয়ে নিন। এভাবে লাগালে লিপস্টিক দীর্ঘক্ষণ পর্যন্ত ঠোঁটে টিকে থাকে আর দেখতেও সুন্দর লাগে।


Comments
Post a Comment