অনুপ্রানিত করার মতন কয়েকটি বাংলা স্ট্যাটাস
আজকের এই প্রতিবেদনে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন কয়েকটি বাংলা কোটস যা আপনাকে ভীষণ ভাবে অনুপ্রানিত করবে, আপনার বিচলিত মনকে শান্ত করবে ও আপনার খারাপ সময়ে সাহস যোগাবে। এই কোটস গুলো আপনি চাইলে হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা ইন্সটাগ্রামে বাংলা স্ট্যাটাস হিসেবেও দিতে পারেন। যা দেখে আপনার সাথে সাথে অন্যরাও অনুপ্রাণিত হবে।
১। সুখী হওয়ার কোনও রাস্তা নেই বরং সুখী হওয়াটাই একটা রাস্তা।
২। যে অন্যকে জানে সে হল বুদ্ধিমান কিন্তু যে নিজেকে জানে সে হল একজন আলোকিত মানুষ।
৩। সাহসী হওয়ার মানে ভয় শূন্য হওয়া নয়। সাহসী হল সে যে ভয়ের বিরোধিতা করে।
৪। ভয়কে যে জয় করে সেই প্রকৃত সাহসী যোদ্ধা।
৫। ভয়, যন্ত্রণা, অনিশ্চয়তা নিয়েই শুরু করো, কিন্তু থেমে থেকনা।
৬। নিজের উপর বিশ্বাস রেখে যেটা ভালো মনে হয় সেটাই করো। ভয় যেন তোমার পথে বাধা হয়ে না দাঁড়ায়।
৭। ব্যর্থতাকে ভয় না পেয়ে জীবনে এগিয়ে যাওয়ার শপথ নাও।
৮। জীবনে প্রতিদিনের লড়াইটা অনেক বেশি ভয়ের, এর পরে আর কোনও কিছুকে ভয় পাওয়ার নেই।
৯। আমরা সবাই একদিন মারা যাব। চেষ্টা করতে হবে বেঁচে থাকাকালীন এমন কিছু করার যাতে মরার পরেও সবাই মনে রাখে।
১০। জীবনের লড়াই লড়ার জন্য যা যা দরকার সব তোমার আছে, সেগুলো গুছিয়ে নিয়ে মাঠে নেমে পড়ো।
১১। আমরা নিজেরাও জানিনা আমাদের ভিতরে কতটা শক্তি লুকিয়ে আছে। জীবন যখন আমাদের পরীক্ষা নেয় আমরা সেই শক্তির উপস্থিতি টের পাই।
১২। এই পৃথিবীতে যা কিছু ঘটে তার কোনও না কোনও কারণ আছে। সেই কারণ খুঁজতে যেওনা।
১৩। এই পৃথিবীতে সব কিছু পরিবর্তন করার চেষ্টা না করে আগে নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো।
১৪। যদি ভয়কে জয় করতে চাও, তাহলে বাড়িতে বসে থেকনা, রাস্তায় নেমে সেই ভয়ের মুখোমুখি দাঁড়াও।
১৫। যখন দেখবে স্রোতের মতো তোমার দিকে আশীর্বাদ আসছে, তখন তোমার যুদ্ধটাও অনেক সহজ হয়ে যাবে।
১৬। আমাদের কাছে কতটা আছে সেটা সুখের নয়, আমরা যেটুকু আছে সেটুকু দিয়ে কীভাবে জীবন উপভোগ করছি সেটাই সুখের।
১৭। ভালবাসা দেওয়া ও পাওয়া, সুখের এটাই সবচেয়ে বড় রাস্তা।
১৮। একজন সাধারণ মানুষ ভাবে যে আগে ভয়কে হারিয়ে দিয়ে তারপর কাজে মন দেবে কিন্তু একজন পেশাদার জানে ভয় বিহীন কেউ নয়। তাই সে কাজটা আগে করে।
১৯। সমস্ত কষ্ট জমা রাখো নিজের ভিতরে। এটা তোমার জ্বালানি এটা দিয়েই তোমায় এগিয়ে যেতে হবে।
২০। নিজেকে বেঁধে রেখনা, আটকে রেখনা, জীবন সহজ হয়ে যাবে।
১। সুখী হওয়ার কোনও রাস্তা নেই বরং সুখী হওয়াটাই একটা রাস্তা।
২। যে অন্যকে জানে সে হল বুদ্ধিমান কিন্তু যে নিজেকে জানে সে হল একজন আলোকিত মানুষ।
৩। সাহসী হওয়ার মানে ভয় শূন্য হওয়া নয়। সাহসী হল সে যে ভয়ের বিরোধিতা করে।
৪। ভয়কে যে জয় করে সেই প্রকৃত সাহসী যোদ্ধা।
৫। ভয়, যন্ত্রণা, অনিশ্চয়তা নিয়েই শুরু করো, কিন্তু থেমে থেকনা।
৬। নিজের উপর বিশ্বাস রেখে যেটা ভালো মনে হয় সেটাই করো। ভয় যেন তোমার পথে বাধা হয়ে না দাঁড়ায়।
৭। ব্যর্থতাকে ভয় না পেয়ে জীবনে এগিয়ে যাওয়ার শপথ নাও।
৮। জীবনে প্রতিদিনের লড়াইটা অনেক বেশি ভয়ের, এর পরে আর কোনও কিছুকে ভয় পাওয়ার নেই।
৯। আমরা সবাই একদিন মারা যাব। চেষ্টা করতে হবে বেঁচে থাকাকালীন এমন কিছু করার যাতে মরার পরেও সবাই মনে রাখে।
১০। জীবনের লড়াই লড়ার জন্য যা যা দরকার সব তোমার আছে, সেগুলো গুছিয়ে নিয়ে মাঠে নেমে পড়ো।
১১। আমরা নিজেরাও জানিনা আমাদের ভিতরে কতটা শক্তি লুকিয়ে আছে। জীবন যখন আমাদের পরীক্ষা নেয় আমরা সেই শক্তির উপস্থিতি টের পাই।
১২। এই পৃথিবীতে যা কিছু ঘটে তার কোনও না কোনও কারণ আছে। সেই কারণ খুঁজতে যেওনা।
১৩। এই পৃথিবীতে সব কিছু পরিবর্তন করার চেষ্টা না করে আগে নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো।
১৪। যদি ভয়কে জয় করতে চাও, তাহলে বাড়িতে বসে থেকনা, রাস্তায় নেমে সেই ভয়ের মুখোমুখি দাঁড়াও।
১৫। যখন দেখবে স্রোতের মতো তোমার দিকে আশীর্বাদ আসছে, তখন তোমার যুদ্ধটাও অনেক সহজ হয়ে যাবে।
১৬। আমাদের কাছে কতটা আছে সেটা সুখের নয়, আমরা যেটুকু আছে সেটুকু দিয়ে কীভাবে জীবন উপভোগ করছি সেটাই সুখের।
১৭। ভালবাসা দেওয়া ও পাওয়া, সুখের এটাই সবচেয়ে বড় রাস্তা।
১৮। একজন সাধারণ মানুষ ভাবে যে আগে ভয়কে হারিয়ে দিয়ে তারপর কাজে মন দেবে কিন্তু একজন পেশাদার জানে ভয় বিহীন কেউ নয়। তাই সে কাজটা আগে করে।
১৯। সমস্ত কষ্ট জমা রাখো নিজের ভিতরে। এটা তোমার জ্বালানি এটা দিয়েই তোমায় এগিয়ে যেতে হবে।
২০। নিজেকে বেঁধে রেখনা, আটকে রেখনা, জীবন সহজ হয়ে যাবে।


Comments
Post a Comment