রোজকার ফ্যাশনে কুর্তির নানা ডিজাইন

চলতি ফিরতি ফ্যাশনে আজকাল কুর্তির ভূমিকা প্রচুর। রোজকার দৈনন্দিন জীবন থেকে শুরু করে অফিস কাছাড়ি, কলেজ, উৎসব - অনুষ্ঠান, বিয়েবাড়ি প্রায় সব জায়গাতেই আমাদের রোজের সঙ্গী কুর্তি। তাই এই চাহিদার কথা মাথায় রেখেই আজকের এই প্রতিবেদনে আপনাদের জন্য থাকছে কিছু দারুণ স্টাইলিশ কুর্তি ডিজাইন। ছোট বড়  যে কোনও বয়সের মহিলারাই এই ধরনের কুর্তি গুলো পরতে পারবেন, যেমন - 


১। আনারকলি স্টাইল কুর্তি

আনারকলি স্টাইলের কুর্তি সব সময়ই ফ্যাশনে ইন। ট্র্যাডিশনাল আর এথনিক লুকের জন্য এই ধরনের কুর্তির স্টাইল একদম পারফেক্ট। আনারকলি কুর্তির নীচের ঘাগরার মতো ঘের, ফ্যাব্রিক আর এমব্রয়ডারির ডিজাইন এতটাই আকর্ষণীয় হয় যে কম থেকে মধ্যবয়সি যে কোনও বডি শেপের মহিলারাই এটি পরতে পারেন। এই ধরনের কুর্তির সঙ্গে আপনি চাইলে অ্যাঙ্কল লেংথ বা ফুল লেংথ এর লেগিংস পরতে পারেন।

২। জ্যাকেট স্টাইল কুর্তি


কুর্তির উপর আলাদা করে একটা জ্যাকেট থাকে তাই এ ধরনের কুর্তিকে জ্যাকেট স্টাইল কুর্তি বলা হয়। এই ধরনের কুর্তি অফিস, কলেজে পরার জন্য বেস্ট অপশন। লং অথবা শর্ট আপনি আপনার পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন।

৩। বোট নেক স্টাইলের কুর্তি

বোট নেক স্টাইলের কুর্তি ডিজাইন আজকাল খুব চলছে। এই ধরনের নেক স্টাইলের কুর্তি আপনাকে স্মার্ট লুক দেবার সাথে আপনার মধ্যে কনফিডেন্সও আনে। আপনি চাইলে বোট নেক ডিজাইনের সাথে স্লীভলেস হাতা বা থ্রি কোয়াটার হাতাও পরতে পারেন।

৪। হল্টার নেক কুর্তি

হল্টার নেক স্টাইলের কুর্তি দেশি স্টাইলে এনে দেয় ওয়েস্টার্ন টাচ। যারা বিশেষ করে স্লীভলেস স্টাইলের কুর্তি পরতে পছন্দ করে তারা অবশ্যই এই ধরনের কুর্তি ট্রাই করতে পারেন।

৫। লং স্ট্রেট কুর্তি



এই ধরনের কুর্তি গুলো ভীষণ স্টাইলিশ লুক আনে। যে কোনও অনুষ্ঠানে আপনি লং স্ট্রেট কুর্তি ক্যারি করতে পারেন। সব বয়সের মহিলাদের জন্য এটি পারফেক্ট।

৬। ভি-নেক স্টাইলের কুর্তি

ঘেরওয়ালা কুর্তির সঙ্গে এই স্টাইলের নেক ডিজাইন আপনি ট্রাই করে বানিয়ে নিতে পারেন। রোজকার পরার জন্য এই ধরনের কুর্তি বেশ ভালো অপশন। 

৭। কাফতান স্টাইল কুর্তি



ঢিলেঢোলা, হালকা, খোলামেলা এই ধরনের কুর্তি গুলি গরম কালে বেশ আরামদায়ক এবং নিঃসন্দেহে স্টাইলিশও বটে। সব বয়সী মহিলারাই পরতে পারেন। চাইলে রোজকার ড্রেস হিসেবেও ট্রাই করতে পারেন।

৮। শার্ট কলার স্টাইল কুর্তি

এই ধরনের কুর্তির কলার শার্টের কলারের ডিজাইনে হয়। অফিসে বা কলেজে এই ধরনের কুর্তি ভীষণ স্মার্ট লুক এনে দেয়। শার্ট কলার কুর্তির সঙ্গে লেগিংস, জেগিংস, প্যান্টস, পালাজো ভাল মানায়। চাইলে আপনি এর সাথে জ্যাকেটও ট্রাই করতে পারেন।

Comments

Popular posts from this blog

বিয়ে বাড়িতে জমিয়ে আনন্দ করার সেরা গানের লিস্ট

বেনারসি শাড়ির ব্লাউজের ডিজাইন যা দেবে আপনাকে স্টাইলিশ লুক

হবু কনেদের জন্য সেরা রুপোর নুপুরের ডিজাইন