সেরা ১০টি ট্রেন্ডি এবং স্টাইলিশ ব্লাউজের ডিজাইন

বাঙ্গালী নারীদের সবচেয়ে পছন্দের পোশাক হলো শাড়ি। পুজো হোক বা বিয়েবাড়ি, স্কুল কলেজে হোক বা ঘরোয়া কোন প্রোগ্রাম - প্রতিটি অনুষ্ঠানে শাড়ি থাকবেই। তবে শুধু শাড়ি সুন্দর হলেই হয় না তার সঙ্গে ব্লাউজের ডিজাইনও মানানসই হতে হয়। যেমন-তেমন ব্লাউজ হলে কিন্তু সুন্দর সাজও মাটি হতে সময় লাগবে না। তাই আজকের এই প্রতিবেদনে আপনাদের সাথে শেয়ার করব জনপ্রিয় ১০টি স্টাইলিশ এবং ট্রেন্ডি ব্লাউজের ডিজাইন যা আপনি আপনার পছন্দের শাড়ির সঙ্গে দুর্দান্ত ম্যাচ করে পড়তে পারবেন।


১। হাই নেক ব্লাউজ ডিজাইন

আজকাল ট্রেন্ডি ব্লাউজ গুলোর মধ্যে হাই নেক ব্লাউজ অন্যতম। সব ধরনের চেহারার মহিলারা এই ধরনের ব্লাউজ পরতে পারেন। যেকোনো ভারী কাজের শাড়ি বা নেটের শাড়ির সঙ্গে এই ব্লাউজ আপনি মিক্স অ্যান্ড ম্যাচ করে পরতে পারেন। হাই নেক ব্লাউজের সঙ্গে ফুল স্লিভ এবং হাতের কব্জির কাছে সামান্য কুচি দিয়ে বানালেও খুব ভালো মানায়।

২। বোট নেক ব্লাউজ ডিজাইন




বোট নেক ব্লাউজের ডিজাইন সব সময়ই ফ্যাশনেবল লুক আনে। সে সুতির শাড়ি হোক বা দামি বেনারসি, কনট্রাস্ট কালারের থ্রি কোয়াটার বোট নেক ডিজাইনের ব্লাউজ সাথে পড়লে দারুণ মানায়। পেছনে আর হাতার ধার দিয়ে সরু জরির ডিজাইন করা থাকলে আরও ভালো লাগে দেখতে।

৩। ব্যাক নেকলেস ব্লাউজ ডিজাইন

বোল্ড লুক পেতে চাইলে শাড়ির সাথে অবশ্যই ব্যাকলেস ব্লাউজ পরতে পারেন।

৪। কুচি দেওয়া ব্লাউজ



কুচি দেওয়া ব্লাউজের ডিজাইন বহু বছর আগে ভীষণ প্রচলন ছিল। কিন্তু এখন আবার ট্র্যাডিশনাল লুকের সাথে কুচি দেওয়া ব্লাউজ নতুন ভাবে বেশ ভালোই ট্রেন্ড করছে।

৫। ব্রোকেডের ব্লাউজ



ব্রোকেডের ব্লাউজ পরার প্রচলন বহু পুরোনো। জরির কাজ করা বা মিনাকারি করা ব্রোকেডের ব্লাউজ আপনি ম্যচ করে পড়তে পারেন। এটি আপনাকে একটা রয়্যাল লুক দেবে।

৬। স্প্যাগিডি ব্লাউজ

এই ধরনের একটা ব্লাউজ প্রত্যেক মেয়ের কাছেই থাকা উচিত। সাধারণত স্প্যাগিডি ব্লাউজ বোল্ড এবং স্টাইলিশ লুকের জন্য পারফেক্ট।

৭। জ্যাকেট ব্লাউজ




এই ধরনের ব্লাউজ শাড়ির সঙ্গে একটা স্মার্ট লুক এনে দেয়। হালকা শাড়ি তার সাথে ভারী কারুকার্য করা কোট বা জ্যাকেট বেশ ভালো মানায়।

৮। হলটার নেক বা বিকিনি ব্লাউজ

স্টাইলিশ ও ট্রেন্ডি লুকের জন্য এই ধরণের ব্লাউজ একদম পারফেক্ট।

৯।  জারদৌসি ব্লাউজ



বিশেষ করে যদি আপনি বেনারসি শাড়ি পছন্দ করেন তাহলে তার সঙ্গে ভারী নকশা করা জারদৌসি ব্লাউজ পরতে পারেন। আর যদি আপনি ভারী কাজের ব্লাউজ পছন্দ না করেন তাহলে এমব্রয়েডারি বা জরির কাজ করা জারদৌসি ব্লাউজ ও পড়তে পারেন।

১০। এগুলো ছাড়াও আপনি চাইনিজ কলার ব্লাউজ, গলাবন্ধ ব্লাউজ, স্কয়ার নেক ব্লাউজ, টিউব স্টাইলের ব্লাউজ ও ট্রাই করতে পারেন।

Comments

Popular posts from this blog

বিয়ে বাড়িতে জমিয়ে আনন্দ করার সেরা গানের লিস্ট

বেনারসি শাড়ির ব্লাউজের ডিজাইন যা দেবে আপনাকে স্টাইলিশ লুক

হবু কনেদের জন্য সেরা রুপোর নুপুরের ডিজাইন