সেরার সেরা বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা, মেসেজ ও এস এম এস
প্রত্যেকটি দাম্পত্য জীবনে বিবাহ বার্ষিকী মানেই স্পেশাল একটি দিন। এই বিশেষ দিনটিতে সেলিব্রেট করার সাথে সাথে আন্তরিকতার ছোঁয়ায় ভরা বিবাহ বার্ষিকী শুভেচ্ছা পেতে কার না ভালো লাগে বলুন। তাই আজকের এই প্রতিবেদনে আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু বিবাহ বার্ষিকী শুভেচ্ছা ও মেসেজ যা প্রিয়জনের সাথে আপনি আপনার বন্ধুবান্ধব বা ঘনিষ্ঠ কাউকে পাঠাতে পারেন।
বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা আপনার প্রিয়জনের জন্য
১। আজকের এই বিশেষ দিনে আমি তোমায় বলতে চাই, তুমিই আমার সব খুশীর কারণ, যে ভালবাসা তুমি দিয়েছো আমায়,তা যেন এমনই থাকে সারা জীবন, শুভ বিবাহবার্ষিকী ডিয়ার।
২। জীবন আমাকে হয়ত আরও অনেক কারণ দিয়েছে খুশি থাকার, কিন্তু আমি সবথেকে খুশি কারণ জীবন আমাকে তোমার মতন একট উপহার দিয়েছে সাথে... শুভ বিবাহবার্ষিকী।
৩। আমাদের ভাগ্যটাই শুধু পরস্পরের সাথে জুড়ে নেই, মনটাও জুড়ে আছে একে অপরের সঙ্গে কারণ আমরা স্বামী-স্ত্রী কম একে অপরের বন্ধু বেশি। শুভ বিবাহবার্ষিকী।
৪। যতই সময় যাক কিংবা বয়স বাড়ুক, জীবনের শেষ দিন অবধি শুধু তোমায় ভালবেসে যাব। শুভ বিবাহবার্ষিকী সোনা।
বিবাহ বার্ষিকীর মেসেজ যা আপনি আপনার বন্ধু-বান্ধব বা ঘনিষ্ঠ কাউকে পাঠাতে পারেন
১। তোমাদের জীবন হয়ে উঠুক আরও মধুময়। প্রতি বছর তোমাদের প্রেম আগের থেকে যেন হয়ে ওঠে দ্বিগুন। তোমাদের জানাই শুভ বিবাহ বার্ষিকীর অনেক শুভেচ্ছা।
২। আজকের এই বিশেষ দিনে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। এই দিনটি বছর বছর ফিরে আসুক তোমাদের জীবনে। শুভ বিবাহ বার্ষিকী।
৩। এই শুভেচ্ছা পৃথিবীর সবচেয়ে সুন্দর দম্পতির জন্যে, সর্বদা যেন বসন্ত বিরাজ করে তোমাদের খুশীর অরণ্যে। শুভ বিবাহ বার্ষিকী।
৪। কত ছোট্টবেলার সাথী তুই আমার বন্ধু। আজ তোদের জীবনের এই স্পেশাল দিনটাতে আমি মন থেকে প্রার্থনা করি ভগবান তোদের যেন সব আশা পূর্ণ করেন।
৫। তোমাদের বিবাহিত জীবনের আরো একটা সুখময় বছর শুরু হতে চলেছে। এ রকম অনেক অনেক বছর তোমরা এক সাথে ভাগ করে নাও জীবনের সব খুশী। শুভ বিবাহবার্ষিকী।
৬। তোমাদের ভালোবাসা যেন সারাজীবন বেঁচে থাকে তার জন্য আমার তরফ থেকে তোমাদের জন্য রইল বিবাহ বার্ষিকীর সেরা শুভেচ্ছা।
৭। তোমাদের একসঙ্গে দেখে আমি খুবই আনন্দিত। তোমাদের ভালোবাসা বছরের পর বছর এমনই অটুট থাকুক এই কামনা করি। শুভ বিবাহ বার্ষিকী।
৮। বিবাহ বন্ধনের আরও একটি বছর একসাথে পার করার সাথে তোমাদের জানাতে চাই বিবাহ বার্ষিকীর অনেক শুভেচ্ছা। ভগবানের কাছে আজকের দিনে প্রার্থনা করব তিনি তোমাদের দাম্পত্য জীবন খুশিতে ভরিয়ে তুলুক। শুভ বিবাহ বার্ষিকী।
৯। যখন প্রেম করতিস দু’জনে তখন থেকে তোদের ঝগড়া থামাতে থামাতে আমার মাথার সব চুল পড়ে গেছে। এবার একটু ক্ষান্ত দে! অনেক ভালোবাসা ও শুভ কামনা রইল তোদের জন্য, শুভ বিবাহ বার্ষিকী।
১০। ভালবাসার বন্ধন হোক রুপোর মতো চকচকে, সারাজীবন থাক তার ঔজ্জ্বল্য। শুভ বিবাহ বার্ষিকী।
বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা আপনার প্রিয়জনের জন্য
১। আজকের এই বিশেষ দিনে আমি তোমায় বলতে চাই, তুমিই আমার সব খুশীর কারণ, যে ভালবাসা তুমি দিয়েছো আমায়,তা যেন এমনই থাকে সারা জীবন, শুভ বিবাহবার্ষিকী ডিয়ার।
২। জীবন আমাকে হয়ত আরও অনেক কারণ দিয়েছে খুশি থাকার, কিন্তু আমি সবথেকে খুশি কারণ জীবন আমাকে তোমার মতন একট উপহার দিয়েছে সাথে... শুভ বিবাহবার্ষিকী।
৩। আমাদের ভাগ্যটাই শুধু পরস্পরের সাথে জুড়ে নেই, মনটাও জুড়ে আছে একে অপরের সঙ্গে কারণ আমরা স্বামী-স্ত্রী কম একে অপরের বন্ধু বেশি। শুভ বিবাহবার্ষিকী।
৪। যতই সময় যাক কিংবা বয়স বাড়ুক, জীবনের শেষ দিন অবধি শুধু তোমায় ভালবেসে যাব। শুভ বিবাহবার্ষিকী সোনা।
বিবাহ বার্ষিকীর মেসেজ যা আপনি আপনার বন্ধু-বান্ধব বা ঘনিষ্ঠ কাউকে পাঠাতে পারেন
১। তোমাদের জীবন হয়ে উঠুক আরও মধুময়। প্রতি বছর তোমাদের প্রেম আগের থেকে যেন হয়ে ওঠে দ্বিগুন। তোমাদের জানাই শুভ বিবাহ বার্ষিকীর অনেক শুভেচ্ছা।
২। আজকের এই বিশেষ দিনে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। এই দিনটি বছর বছর ফিরে আসুক তোমাদের জীবনে। শুভ বিবাহ বার্ষিকী।
৩। এই শুভেচ্ছা পৃথিবীর সবচেয়ে সুন্দর দম্পতির জন্যে, সর্বদা যেন বসন্ত বিরাজ করে তোমাদের খুশীর অরণ্যে। শুভ বিবাহ বার্ষিকী।
৪। কত ছোট্টবেলার সাথী তুই আমার বন্ধু। আজ তোদের জীবনের এই স্পেশাল দিনটাতে আমি মন থেকে প্রার্থনা করি ভগবান তোদের যেন সব আশা পূর্ণ করেন।
৫। তোমাদের বিবাহিত জীবনের আরো একটা সুখময় বছর শুরু হতে চলেছে। এ রকম অনেক অনেক বছর তোমরা এক সাথে ভাগ করে নাও জীবনের সব খুশী। শুভ বিবাহবার্ষিকী।
৬। তোমাদের ভালোবাসা যেন সারাজীবন বেঁচে থাকে তার জন্য আমার তরফ থেকে তোমাদের জন্য রইল বিবাহ বার্ষিকীর সেরা শুভেচ্ছা।
৭। তোমাদের একসঙ্গে দেখে আমি খুবই আনন্দিত। তোমাদের ভালোবাসা বছরের পর বছর এমনই অটুট থাকুক এই কামনা করি। শুভ বিবাহ বার্ষিকী।
৮। বিবাহ বন্ধনের আরও একটি বছর একসাথে পার করার সাথে তোমাদের জানাতে চাই বিবাহ বার্ষিকীর অনেক শুভেচ্ছা। ভগবানের কাছে আজকের দিনে প্রার্থনা করব তিনি তোমাদের দাম্পত্য জীবন খুশিতে ভরিয়ে তুলুক। শুভ বিবাহ বার্ষিকী।
৯। যখন প্রেম করতিস দু’জনে তখন থেকে তোদের ঝগড়া থামাতে থামাতে আমার মাথার সব চুল পড়ে গেছে। এবার একটু ক্ষান্ত দে! অনেক ভালোবাসা ও শুভ কামনা রইল তোদের জন্য, শুভ বিবাহ বার্ষিকী।
১০। ভালবাসার বন্ধন হোক রুপোর মতো চকচকে, সারাজীবন থাক তার ঔজ্জ্বল্য। শুভ বিবাহ বার্ষিকী।


Comments
Post a Comment