বিয়ের কনের নিখুঁত সাজের কয়েকটি দারুণ মেকআপ টিপস

প্রত্যেকটি মেয়ের জীবনে তার বিয়ের দিন খুবই স্পেশাল একটা দিন। আর বিয়ের দিনের কেমন পোশাক হবে কেমন মেকআপ, সাজগোজ হবে তাই নিয়ে প্রত্যেকটি মেয়ের মনেই নানা রকম জল্পনা কল্পনা চলতেই থাকে। সকলের মনে একটাই ইচ্ছে থাকে কনে রূপে সেজে তাকে যেন সব চাইতে সুন্দর দেখায়। জীবনের এই নতুন অধ্যায়ের সূচনায় আপনি যাতে সবার চোখে তাক লাগিয়ে দিতে পারেন তাই আজকে আপনার জন্য নিয়ে এসেছি কিছু ব্রাইডাল মেকআপ টিপস ও সাথে কিছু চোখের মেকআপের টিপস ,যা ফলো করলে আপনি নিজেই হয়ে যেতে পারবেন নিজের ব্রাইডাল আর্টিস্ট। চটপট দেখে নিন বিয়ের কনের সাজের দারুণ সব মেকআপ টিপস।


১। মেকআপ পর্ব শুরুর আগে প্রথমে ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপর স্ক্রাব ব্যবহার করে স্কিন এক্সফোলিয়েট করে নিন। এবার ভালো করে সারা মুখে ময়েশ্চারাইজার লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করে মেকআপ করা শুরু করুন।

২। প্রথমে আপনার শেড অনুযায়ী প্রাইমার লাগিয়ে নিন। মনে রাখবেন এই প্রাইমারই কিন্তু আপনার পুরো মেকআপের বেস তাই প্রাইমারের প্রয়োগ ঠিক মত না হলে মেকআপ কিন্তু ঠিক মত বসবে না। প্রাইমার আপনার মুখের হালকা রিংকেল থাকলে সেটা দূর করবে। এরপর শেড অনুযায়ী ফাউন্ডেশন বেছে নিন তারপর মেকআপ ব্রাশ বা হাত দিয়ে ভালো করে ব্লেন্ড করে সারা মুখে,গলায়,ঘাড়ে এবং পিঠে লাগিয়ে নিন।


৩। এরপর কনসিলারের প্রয়োগ। কনসিলার মুখের ব্রণ, দাগ-ছোপ লুকোতে সাহায্য করে থাকে। এছাড়াও আপনি চোখের পাতায়, চোখের নিচে বা নাকের দুপাশে ভালো করে কনসিলার প্রয়োগ করতে পারেন।

৪। এরপর চোখের মেকআপ, বিয়ের দিন চোখ যাতে বড় আর উজ্জ্বল দেখায় তার জন্য চোখের আশেপাশে সব ডার্ক সার্কল ঢেকে দিতে ক্রিমযুক্ত কারেক্টর ব্যবহার করুন এবং চোখের নিচের ল্যাশ লাইনে ন্যুড শেড আইলাইনার ব্যবহার করুন। চোখ দুটিকে সাজানোর জন্য ব্রাউন, গোল্ড বা ব্রোঞ্জ শেডের আইশ্যাডো ব্যবহার করুন। গোল্ড শিমার ব্যবহার করলেও ভালো লাগবে। চোখের পাতা ঘন দেখাতে মাস্কারা লাগানোর আগে চোখের পাতা কার্ল করে নিন এবং চোখ আরও সুন্দর দেখাতে চোখের নিচের পাতাতেও মাস্কারা লাগিয়ে নিন।


৫। চোখের মেকআপের গুরুত্বপূর্ণ অংশ হল ভুরু। চুলের যা রঙ তার থেকে এক শেড হাল্কা রঙের আইব্রো পেন্সিল দিয়ে ভুরুতে লাগিয়ে ভুরুর শেপ বানিয়ে নিন।

৬। সবশেষে লিপ লাইনিং পেন্সিল দিয়ে আপনি নিজের ইচ্ছে মতো সরু বা মোটা ঠোঁট এঁকে নিন ও ঠোঁটের কোণা দুটি লিপ লাইনার দিয়ে ঠিক করে নিন। তারপর আপনার ড্রেসের সাথে ম্যাচ করে লিপস্টিক লাগিয়ে নিন। একটু ডার্ক শেডের লিপস্টিক লাগাবেন তাহলে সুন্দর লাগবে দেখতে।

Comments

Popular posts from this blog

বিয়ে বাড়িতে জমিয়ে আনন্দ করার সেরা গানের লিস্ট

বেনারসি শাড়ির ব্লাউজের ডিজাইন যা দেবে আপনাকে স্টাইলিশ লুক

হবু কনেদের জন্য সেরা রুপোর নুপুরের ডিজাইন