কলকাতার সেরা সস্তা মার্কেটের ঠিকানা

শপিং করতে কে না ভালোবাসে? শপিং ব্যাপারটা প্রত্যেকেই আমরা মন থেকে উপভোগ করি? আর সেটা যদি বাজেটের মধ্যে হয় তাহলে তো কোনো কথাই নেই। কলকাতার রাস্তায় ঘুরে ফুটপাতের দোকান গুলো থেকে শপিং করার মজাই আলাদা। সাধ্যের মধ্যেই প্রয়োজনীয় নানা জিনিস অনেক সস্তা দরে পাওয়া যায়। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেরকমই ৬ টি সেরা Kolkata Street Market এর হদিশ। যেখানে পকেটের চিন্তা না করে নিশিন্তে আপনি শপিং করে, খেয়ে মজা করে আসতে পারবেন।

১। গড়িয়াহাট


গড়িয়াহাটে কেনাকাটা করার মজাই আলাদা। সারা বছরই এই মার্কেট ব্যস্ত থাকে। নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত, সকলেরই বাজেট অনুযায়ী চাহিদা পূরণ করে এই মার্কেট। কি পাওয়া যায় না এই মার্কেটে। দোকান হোক বা ফুটপাথ সব খানেই আপনি আপনার মনের মতন জিনিস পেয়ে যাবেন। শাড়ির ভ্যারাইটি থেকে শুরু করে গয়নার বড়-বড় ব্র্যান্ডের শোরুম, কস্টিউম জুয়েলারি, জাঙ্ক জুয়েলারি, পুরনো বইয়ের দোকান, ঘর সাজানোর জিনিস, জিভে জল আনা নানা ধরনের রেস্তরাঁ, অসময়ে ইলিশ, গাছপাকা আম, নামী মিষ্টির দোকান, ফুচকাওয়ালা, মশলা চা, বেদুইনের রোল আরও নানান খাওয়ার জিনিস। কিন্তু মাথায় রাখবেন ফুটপাথ থেকে কেনাকাটা করার সময় সামান্য দরাদরি করে তবেই কিনুন।

২। নিউ মার্কেট


কলকাতার বহু পুরনো মার্কেট গুলোর মধ্যে নিউমার্কেট অন্যতম। হগ সাহেবের তৈরি করা এই বাজারটি আপনাকে কোনো ভাবেই হতাশ করবে না। রাস্তার দুই ধারে বিভিন্ন পসরা সাজানো দোকান গুলি আপনাকে অবশ্যই আকৃষ্ট করবে। এখানকার ফুটপাথের বাজার ঘুরে দেখুন জামাকাপড়, খেলনা, প্রসাধন সামগ্রী থেকে শুরু করে ব্যাগ-কস্টিউম, জুয়েলারি, জুতোর অঢেল সম্ভার, সুস্বাদু স্ট্রিট ফুড সবকিছুই আপনি পেয়ে যাবেন। বিদেশি ফল এবং সবজি কেনার জন্য এই মার্কেট কলকাতার সেরা। তবে অতি অবশ্যই আপনাকে দরকষাকষির জন্য প্রস্তুত থাকতে হবে।

৩। কলেজ স্ট্রিট মার্কেট


যাঁরা বই পড়তে ভীষণ ভালবাসেন তাদের জন্য কলেজ স্ট্রিট মার্কেট বেস্ট। এশিয়ার বৃহত্তম সেকেন্ড হ্যান্ড বইয়ের এই মার্কেটটি শুধু মার্কেটই নয়, বাঙালির বড্ড কাছের জায়গা। এখানকার দোকান গুলিতে আপনি বিভিন্ন রকমের বই ও লেখাপড়ার অন্যান্য সাজসরঞ্জাম পেয়ে যাবেন।

৪।হাতিবাগান


হাতিবাগান কলকাতার বহু জনপ্রিয় স্ট্রিট মার্কেট যা শহরের বুকে জাঁকিয়ে রাজত্ব করছে। উত্তর কলকাতায় হাতিবাগানের মত জনবহুল এবং বিশালকায় বাজার আর কোথাও নেই। বিভিন্ন প্রকার শাড়ির দোকান থেকে শুরু করে, ছেলেদের ট্র্যাডিশনাল পোশাক, হ্যান্ডিক্রাফটস, কস্টিউম জুয়েলারি, সাজগোজের জিনিস, নানা রকম ব্যাগ,ঘর সাজাবার উপকরণ, জামাকাপড় সব কিছুই পেয়ে যাবেন এই মার্কেটে। হাতিবাগানের চাইনিজ ও স্ট্রিট ফুড যথেষ্ট বিখ্যাত।

৫। বড় বাজার


বড় বাজার কলকাতার বৃহত্তম হোলসেল বাজার। এই বাজারের পরিধিও যেমন ব্যাপক তেমনি এখানে দ্রব্যের প্রাচুর্য ও বিভিন্নতা তাক লাগানোর মত। অস্বাভাবিক সস্তা দরে জিনিস পাবেন এখানে। তবে পরিমাণে একটু বেশি করে না কিনলে কিন্তু অনেক দোকানই হোলসেল দরে দিতে চায় না। সমস্ত প্রয়োজনীয় জিনিসই এখানে পাইকারী দরে পাওয়া যায়।

৬। মংলা হাট

এই হাটের বিশেষ বৈশিষ্ট্য হল বুধবার ও রবিবার সারাদিন সারা রাত খোলা থাকে এবং সপ্তাহের বাকি দিন গুলোতে রাত তিনটে থেকে পরদিন বেলা চারটে পর্যন্ত খোলা থাকে। এখানেও আপনি হোলসেল দামেই জিনিস পেয়ে যাবেন, তবে বেশি পরিমাণে কিনতে হবে।

Comments

Popular posts from this blog

বিয়ে বাড়িতে জমিয়ে আনন্দ করার সেরা গানের লিস্ট

বেনারসি শাড়ির ব্লাউজের ডিজাইন যা দেবে আপনাকে স্টাইলিশ লুক

হবু কনেদের জন্য সেরা রুপোর নুপুরের ডিজাইন