বয়ফ্রেন্ড কে দেওয়ার জন্মদিনের সেরা উপহারের তালিকা
কাউকে উপহার বা সারপ্রাইজ দেওয়ার খুশি সব সময়ই অতুলনীয় হয়। আর সে যদি আপনার মনের খুব কাছের মানুষ হয় তাহলে তো কোনো কথাই নেই। আপনিও নিশ্চয় চাইবেন আপনার প্রেমিকের জন্মদিনটা বিশেষভাবে পালন করতে এবং তাঁকে বিশেষ কোনও উপহার দিয়ে তাঁর এই বিশেষ দিনটি স্মরণীয় করে তুলতে। আপনাকে সামান্য সাহায্য করতেই আজকের এই প্রতিবেদনে শেয়ার করছি কয়েকটি উপহারের তালিকা যা আপনি আপনার বয়ফ্রেন্ডকে জন্মদিনের উপহার হিসেবে দিতে পারেন। তাহলে চলুন জেনে নেই কিছু অসাধারণ বার্থডে গিফ্ট আইডিয়া সম্পর্কে -
১। নোট বুক (Note Book)
নোটবুক বা ডায়েরি খুবই সুন্দর ও কাজের উপহার। আপনি আপনার প্রেমিককে দারুণ-দারুণ ডিজাইনের নোটবুক তাঁর জন্মদিনে অবশ্যই উপহার হিসেবে দিতে পারেন। জরুরী কিছু লিখে রাখতে কাজে লাগবে।
২। শেভিং কিট (Shaving Kit)
শেভিং সেট প্রতিটি ছেলেরই নিত্য প্রয়োজনের জিনিস। কারণ তারা সব সময়ই পরিপাটি থাকতে পছন্দ করে। তাই আপনি তাঁকে কোনো ভালো ব্র্যান্ডের শেভিং ফোম, রেজার, ট্রিমার, ব্রাশ, আফটার শেভ ইত্যাদি মিলিয়ে একটি শেভিং কিট তৈরী করে উপহার হিসেবে দিতে পারেন তাঁর বিশেষ দিনে।
৩। পারফিউম সেট (Perfume Set)
ছেলেরা পারফিউম লাগাতে ভীষণ পছন্দ করে। আপনি দারুণ সুগন্ধের কোনো একটি পারফিউম তাঁকে উপহার হিসেবে দিতে পারেন যাতে তিনি সারাদিন সৌরভে মেতে থাকতে পারেন।
৪। গেমিং সিস্টেম (Gaming System)
ছেলেরা সাধারণত ছোটো থেকেই গেম পাগল হয়ে থাকে। তাই এটি তাদের ভালো লাগার উপহার গুলোর মধ্যে একটি। বাজারে বিভিন্ন দামের মধ্যে মোবাইল গেমিং কন্সোল পাওয়া যায়, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী তাঁকে উপহার দিতে পারেন।
৫। পার্সোনালাইসড ফোন কভার (Personalised Phone Cover)
আজকাল অনেকেই কাস্টমাইজড জিনিস ব্যবহার করতে ভালোবাসে। আপনার বয়ফ্রেন্ডও যদি এরকমই শৌখিন হয় তাহলে ফোন কভার তাঁর জন্য সেরা অপশন। আপনি তাঁকে পার্সোনালাইসড ফোন কভার গিফট করতে পারেন।
৬। ফিটনেস ব্যান্ড (Fitness Band)
আপনার বয়ফ্রেন্ডটি কি স্বাস্থ্য সচেতন? তা হলে উপহার হিসেবে দিতে পারেন ফিটনেস ব্যান্ড। সারাদিনে কত ক্যালোরি বার্ন করলেন জেনে নেওয়ার জন্য এটি হলো আদর্শ একটি উপহার।
৭। অ্যারোমা ক্যান্ডেলস (Aroma Candles)
সেনটেড অ্যারোমা ক্যান্ডেলস বডি রিল্যাক্সেশনে ভীষণ কাজে দেয়। সারাদিন অফিসে খাটাখাটনির পর বাড়িতে এসে অ্যারোমা ক্যান্ডেল জ্বালিয়ে বসলে তার মধুর সুগন্ধেই সারাদিনের ধকল উধাও হতে বাধ্য! তাই এটিও দিতে পারেন আপনি উপহার হিসেবে।
৮। বই (Book)
শুধু প্রেমিক বা বয়ফ্রেন্ড নয়, যে কোনো সম্পর্ক হোক বইয়ের চেয়ে ভালো কোনো উপহার তো হয়ই না। আপনার প্রেমিক যে ধরনের বই পড়তে পছন্দ করেন, সে রকম বই কিনে আপনি উপহার হিসেবে দিতে পারেন তাকে। আশা করি, আপনার প্রেমিক খুশিই হবেন।
৯। চকোলেট কাপকেক (Chocolate Cupcake)
তাঁর বিশেষ দিনে তাঁকে একটু স্পেশাল অনুভব করাতে এবং আপনাদের প্রেমকে আরও মধুর করতে নিজের হাতে চকোলেট কাপকেক বানিয়ে উপহার দিতে পারেন।
১০। হাত ঘড়ি (Wrist Watch)
বাজেট বুঝে ভালো ব্র্যান্ডের হাতঘড়ি কিনে গিফট করতে পারেন তাঁকে। ফর্মাল বা ক্যাজুয়াল বা স্পোর্টি সেটা আপনার বয়ফ্রেন্ডের পছন্দের ওপর ভিত্তি করে কিনুন।
১। নোট বুক (Note Book)
নোটবুক বা ডায়েরি খুবই সুন্দর ও কাজের উপহার। আপনি আপনার প্রেমিককে দারুণ-দারুণ ডিজাইনের নোটবুক তাঁর জন্মদিনে অবশ্যই উপহার হিসেবে দিতে পারেন। জরুরী কিছু লিখে রাখতে কাজে লাগবে।
২। শেভিং কিট (Shaving Kit)
শেভিং সেট প্রতিটি ছেলেরই নিত্য প্রয়োজনের জিনিস। কারণ তারা সব সময়ই পরিপাটি থাকতে পছন্দ করে। তাই আপনি তাঁকে কোনো ভালো ব্র্যান্ডের শেভিং ফোম, রেজার, ট্রিমার, ব্রাশ, আফটার শেভ ইত্যাদি মিলিয়ে একটি শেভিং কিট তৈরী করে উপহার হিসেবে দিতে পারেন তাঁর বিশেষ দিনে।
৩। পারফিউম সেট (Perfume Set)
ছেলেরা পারফিউম লাগাতে ভীষণ পছন্দ করে। আপনি দারুণ সুগন্ধের কোনো একটি পারফিউম তাঁকে উপহার হিসেবে দিতে পারেন যাতে তিনি সারাদিন সৌরভে মেতে থাকতে পারেন।
৪। গেমিং সিস্টেম (Gaming System)
ছেলেরা সাধারণত ছোটো থেকেই গেম পাগল হয়ে থাকে। তাই এটি তাদের ভালো লাগার উপহার গুলোর মধ্যে একটি। বাজারে বিভিন্ন দামের মধ্যে মোবাইল গেমিং কন্সোল পাওয়া যায়, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী তাঁকে উপহার দিতে পারেন।
৫। পার্সোনালাইসড ফোন কভার (Personalised Phone Cover)
আজকাল অনেকেই কাস্টমাইজড জিনিস ব্যবহার করতে ভালোবাসে। আপনার বয়ফ্রেন্ডও যদি এরকমই শৌখিন হয় তাহলে ফোন কভার তাঁর জন্য সেরা অপশন। আপনি তাঁকে পার্সোনালাইসড ফোন কভার গিফট করতে পারেন।
৬। ফিটনেস ব্যান্ড (Fitness Band)
আপনার বয়ফ্রেন্ডটি কি স্বাস্থ্য সচেতন? তা হলে উপহার হিসেবে দিতে পারেন ফিটনেস ব্যান্ড। সারাদিনে কত ক্যালোরি বার্ন করলেন জেনে নেওয়ার জন্য এটি হলো আদর্শ একটি উপহার।
৭। অ্যারোমা ক্যান্ডেলস (Aroma Candles)
সেনটেড অ্যারোমা ক্যান্ডেলস বডি রিল্যাক্সেশনে ভীষণ কাজে দেয়। সারাদিন অফিসে খাটাখাটনির পর বাড়িতে এসে অ্যারোমা ক্যান্ডেল জ্বালিয়ে বসলে তার মধুর সুগন্ধেই সারাদিনের ধকল উধাও হতে বাধ্য! তাই এটিও দিতে পারেন আপনি উপহার হিসেবে।
৮। বই (Book)
শুধু প্রেমিক বা বয়ফ্রেন্ড নয়, যে কোনো সম্পর্ক হোক বইয়ের চেয়ে ভালো কোনো উপহার তো হয়ই না। আপনার প্রেমিক যে ধরনের বই পড়তে পছন্দ করেন, সে রকম বই কিনে আপনি উপহার হিসেবে দিতে পারেন তাকে। আশা করি, আপনার প্রেমিক খুশিই হবেন।
৯। চকোলেট কাপকেক (Chocolate Cupcake)
তাঁর বিশেষ দিনে তাঁকে একটু স্পেশাল অনুভব করাতে এবং আপনাদের প্রেমকে আরও মধুর করতে নিজের হাতে চকোলেট কাপকেক বানিয়ে উপহার দিতে পারেন।
১০। হাত ঘড়ি (Wrist Watch)
বাজেট বুঝে ভালো ব্র্যান্ডের হাতঘড়ি কিনে গিফট করতে পারেন তাঁকে। ফর্মাল বা ক্যাজুয়াল বা স্পোর্টি সেটা আপনার বয়ফ্রেন্ডের পছন্দের ওপর ভিত্তি করে কিনুন।










Comments
Post a Comment