নজরকারা ১০টি ব্রাইডাল মেহেন্দির ডিজাইন

দেখতে দেখতে এ বছরের বিয়ের সিজন চলেই এলো। আর বিয়েতে মেহেন্দি পড়তে ভালোবাসে না এমন বোধহয় কাউকেই খুঁজে পাওয়া যাবে না। তাই আজকের এই প্রতিবেদনে হবু কনেদের জন্য রইল নজরকারা ১০টি সেরা ব্রাইডাল মেহেন্দি ডিজাইন। শুধু হবু কনেরাই নয় বিবাহিত -অবিবাহিত, কিশোরী বা মধ্যবয়স্ক প্রত্যেকেই এই সুন্দর সুন্দর নকশা করা মেহেন্দি ডিজাইন গুলো হাতে পরতে পারেন। তাহলে আর দেরি না করে চটজলদি দেখে নেওয়া যাক -


১। ট্র্যাডিশনাল মেহেন্দি ডিজাইন (Traditional Mehndi Designs)

বিয়ের দিনের জন্য আপনি বেছে নিতে পারেন ট্র্যাডিশনাল মেহেন্দি ডিজাইন টি। এছাড়াও যারা নববধূ তারাও অবশ্যই এই মেহেন্দির ডিজাইনটি ট্রাই করতে পারেন। খুবই সাধারন কিন্তু গর্জাস একটি মেহেন্দি ডিজাইন।

২। ফ্লোরাল মেহেন্দি ডিজাইন (Floral Mehndi Design)

এই ডিজাইন টি বেশির ভাগ মেয়েদেরই খুব পছন্দের ডিজাইন। সুন্দর সুন্দর ফুলের ডিজাইন বা আপনার পছন্দের ফুল গোলাপ বানিয়ে একটা সুন্দর ফ্লোরাল ডিজাইন আপনি এঁকে নিতে পারেন। আর এই ডিজাইন টি এখন ভীষণ ট্রেন্ড ও করছে।

৩। অ্যারোবিক স্টাইল মেহেন্দি ডিজাইন (Arobic Mehndi Design)


যারা খুব একটা ভরাট ডিজাইন পছন্দ করেন না তারা এই ধরনের ব্রাইডাল মেহেন্দি ডিজাইন অনায়াসেই ট্রাই করতে পারেন। কারন ট্র্যাডিশনাল মেহেন্দি ডিজাইন ঘন ঘন হয় কিন্তু অ্যারোবিক স্টাইল মেহেন্দি ডিজাইন অল্প ফাঁকা ফাঁকা হয়।

৪। সার্কুলার মেহেন্দি ডিজাইন (Circular Mehndi Design)

যদি আপনি হাজিবিজি না এঁকে সামান্য গোল গোল করে খুবই সিম্পল ও সাধারন মেহেন্দি ডিজাইন পরতে ভালোবাসেন তাহলে আপনার জন্য সেরা অপশন হলো সার্কুলার মেহেন্দি ডিজাইন। যা আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন।

৫। পার্সোনালাইজড মেহেন্দি ডিজাইন (Personalised Mehendi Design)


ফুল, কলকা বা অন্যান্য মেহেন্দি নকশা গুলো ছাড়া একটু আলাদা ধরনের মেহেন্দির ডিজাইন পরতে চাইলে পার্সোনালাইজড মেহেন্দি ডিজাইনটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আপনার যা পছন্দ তা আপনি মেহেন্দির মাধ্যমে নিজের হাতে আঁকিয়ে নিতে পারবেন।

৬। থ্রি-ডি স্টাইল মেহেন্দি ডিজাইন (3D Style Mehendi Design)

এটি হাল আমলের মেহেন্দি ডিজাইন বলতে পারেন। এই স্টাইলে মেহেন্দি পরলে হাতে একটা থ্রি-ডি এফেক্ট আসে।
৭। বর্ডার মেহেন্দি ডিজাইন (Border Mehndi Design)

এই ধরনের মেহেন্দি পরানোর সময়ে বর্ডারের ডিজাইনের ওপরে বেশি জোর দেওয়া হয় অর্থাৎ হাইলাইট করা হয়।

৮। মুঘল মেহেন্দি ডিজাইন (Mughal Style Mehndi Design)


এই ধরণের ডিজাইন হাতে খুবই সুন্দর লাগে দেখতে। মুঘল যুগের নানা রাজকীয় আচার-অনুষ্ঠান, রিতি-রেওয়াজ এমন কি নবাব এবং তাঁর বেগমদের প্রেমের গাথা মেহেন্দির ডিজাইনে এঁকে দেওয়া হয় কনের হাতে।

৯। মিরর ইমেজ মেহেন্দি ডিজাইন (Mirror Image Mehndi Design)

দু’হাতে এক প্যাটার্নের মেহেন্দি পরানো হয় যা হাতে মিরর এফেক্টের মতোন দেখতে লাগে। এই ডিজাইনের মেহেন্দিও বিয়ের দিন হাতে দেখতে খুবই ভালো লাগে।

১০। রয়্যাল মেহেন্দি ডিজাইন (Royal Mehndi Design)

অনেকটাই মুঘল ডিজাইনের মতো এটি। তবে আপনি চাইলে নিজের ইচ্ছেমত একটু কাস্টমাইজড করেই নিতে পারেন।

তাহলে আর দেরি না করে জলদি বুক করে ফেলুন মেহেদি আর্টিস্ট কে আর নিজের পছন্দানুযায়ী সেরা মেহেন্দির ডিজাইন বিয়ের দিন হাতে লাগিয়ে নিন 

Comments

Popular posts from this blog

বিয়ে বাড়িতে জমিয়ে আনন্দ করার সেরা গানের লিস্ট

বেনারসি শাড়ির ব্লাউজের ডিজাইন যা দেবে আপনাকে স্টাইলিশ লুক

হবু কনেদের জন্য সেরা রুপোর নুপুরের ডিজাইন