বাড়িতে বসেই প্রফেশনালদের মতো নেলপলিশ লাগানোর কিছু সহজ ও স্মার্ট ট্রিক

নখ আমাদের হাতের সৌন্দর্য। আর নেলপালিশ পছন্দ করেন না এমন নারীর সংখ্যা হয়ত খুব কমই। কিন্তু রোজকার অফিস, ঘরের নানা কাজ, বাইরের কাজ সামলে নিয়ম মতোন পার্লার বা স্যাঁলোতে গিয়ে নখ পরিচর্যা করার মতো সময় কয়জনের হাতেই বা থাকে। কিন্তু তাই বলে নখের দিকে নজর দেবেন না এমনটাও চলতে পারেনা। তার চেয়ে বরং আজ থেকে বাড়িতে বসেই নখের পরিচর্যা শুরু করুন। সেই উপায় বলে দিতেই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি দুর্দান্ত Nail Polish Tips And Tricks যেগুলো মেনে চলতে পারলে আপনিও হয়ে উঠতে পারবেন প্রফেশনাল নেল আর্টিস্ট। আর একজন প্রফেশনাল নেল আর্টিস্টের মতো বাড়িতেই নেলপলিশ লাগিয়ে নখকে করে তুলতে পারবেন সুন্দর ও আকর্ষণীয়। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক -


১। পুরনো নেলপলিশ তুলে নতুন নেলপলিশ লাগানোর আগে একটা কটন বাডে খানিকটা পেট্রোলিয়াম ভেসলিন জেলি লাগিয়ে নিন তারপর সেই জেলি নখের চারদিকে ভালো করে লাগিয়ে নিন। এর ফলে নেলপলিশ লাগাতে গিয়ে যদি নখের বাইরেও লেগে যায় তাহলে পেট্রোলিয়াম জেলি সেটা মুছে নেবে ও সাথে চামড়ার ওপরে লেগে থাকা নেলপলিশের আস্তরণও উঠে যাবে।

২। আরও একটি স্মার্ট ট্রিক হলো ফেভিকলের ব্যবহার। যেভাবে পেট্রোলিয়াম জেলি লাগিয়েছেন, ঠিক সেভাবেই একটা কটন বাডের মধ্যে ফেভিকল লাগিয়ে সেটা নখের চারদিকে ঘন করে লাগিয়ে নিন। এরপর গ্লু শুকিয়ে গেলে নেলপলিশ লাগিয়ে নিন। নেলপলিশ শুকিয়ে যাবার পর নখের পাশের আঠার আস্তরণ সাবধানে টেনে তুলে নিন।


৩। অনেক সময় এমন হয় যে পুরনো নেলপলিশ তুলে নেবার পর নখে হলুদ দাগ তৈরি হয়। সে ক্ষেত্রে হলুদ দাগ তুলতে নখে লাগান টুথপেস্ট। মিনিটখানেক রেখে দিন তারপর ভালো করে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন।

৪। নেলপলিশ লাগানোর আগে নখে বেস কোট লাগানোটা খুব জরুরি। এতে নখ মজবুত হয় এবং নেলপলিশ অনেকদিন পর্যন্ত টেকে। খেয়াল রাখবেন বেস কোটের লেয়ারটি যেন পাতলা হয়। এরপর বেস কোট শুকিয়ে গেলে নেলপলিশের প্রথম কোটটি লাগিয়ে ফেলুন।

৫। শুধু নেলপলিশ লাগালেই হবে না। কীভাবে অনেকদিন পর্যন্ত নেলপলিশ নখে একই রকম থাকবে তার জন্যও রয়েছে উপায়। একটি পাত্রে বেশ কয়েকটি বরফ কুঁচি নিন। তারপর বরফগলা জলে কিছুক্ষণ নখগুলো ডুবিয়ে রাখুন। তারপর হাত ভাল করে মুছে নিন। আবারও লাগিয়ে পেট্রোলিয়াম জেলি। ব্যস! তাতেই কেল্লাফতে।

Comments

Popular posts from this blog

বিয়ে বাড়িতে জমিয়ে আনন্দ করার সেরা গানের লিস্ট

বেনারসি শাড়ির ব্লাউজের ডিজাইন যা দেবে আপনাকে স্টাইলিশ লুক

হবু কনেদের জন্য সেরা রুপোর নুপুরের ডিজাইন