দ্রুত চুল লম্বা, ঘন, কালো ও মজবুত করার তেল
নিয়মিত পরিমাণের চেয়ে বেশি চুল পড়াটা হলো একটা বিশাল বড় সমস্যা বা চিন্তার বিষয় ও বলতে পারেন। রোজ স্নানের সময়, চুল আঁচড়াতে গিয়ে এত এত চুল ঝরে পড়া দেখে নিশ্চয়ই মনে মনে ভাবেন যে খুব শিগগিরি হয়তো টাক পড়ল বলে। আজকের এই প্রতিবেদনে নতুন চুল গজানোর উপায় নিয়েই কথা বলব। রইল আপনাদের জন্য এমন কয়েকটি তেলের হদিশ যেগুলি চুলের নানা সমস্যার সমাধান করে চুল পড়া বন্ধ করবে এবং সাথে নতুন চুল গজাতেও সাহায্য করবে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক চুল পড়া রোধ করার তেল গুলো ও তাদের গুণাগুণ সম্পর্কে।
১। ক্যাস্টর অয়েল - চুল পড়া কম করতে ক্যাস্টর অয়েল বা রেড়ির তেলের গুণ অসীম। শুধুমাত্র ত্বকের জন্যই না, সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্যও কিন্তু রেড়ির তেলের জুরি মেলা ভার! নিয়মিত রেড়ির তেল চুলে লাগিয়ে মাসাজ করা শুরু করলে চুলের গোড়ায় রক্তসঞ্চালন বেড়ে যায়, যে কারণে হেয়ার ফলের মাত্রা যেমন কমে, তেমনি আরও বেশ কিছু উপকার পাওয়া যায়। যেমন ধরো- স্ক্যাল্পে ইনফেকশন হওয়ার আশঙ্কা আর থাকে না। সেই সঙ্গে অসময়েই চুল পাকার আশঙ্কাও যায় কমে। শুধু তাই নয়, পরিবশ দূষণ এবং আরও নানা কারণে যাতে চুলের কোনও ক্ষতি না হয়, সেদিকেও নজর রাখে রেড়ির তেল।
২। আমন্ড অয়েল - ত্বকের সাথে সাথে চুলের জন্যও এই তেল বেশ লাভজনক। চুল পড়া বন্ধ করতে বাদাম তেল জাদুর মতো কাজ করে। তাছাড়া এই তেলের নিয়মিত ম্যাসাজ চুলের কোয়ালিটিও অনেক ভালো করে। বাদাম তেলে আছে ম্যাগনেশিয়াম যা চুলের জন্য খুব ভালো। যাদের খুব চুল পড়ার সমস্যা আছে বা যাদের চুল নানা কারণে পাতলা হয়ে গেছে তারা চোখ বুঝে এই তেল ব্যবহার করতে পারেন।
৩। নারকেল তেল - বহু পুরনো কাল থেকেই সুন্দর ও ঝলমলে চুলের জন্য নারকেল তেলের ব্যবহার করা হয়। এই তেল চুল লম্বা আর মজবুত করার সাথে সাথে রুক্ষ ও শুষ্ক চুলে ময়েশ্চার আনতে সাহায্য করে। নারকেল তেলের মধ্যে সামান্য কর্পূর মিশিয়ে সেই তেল স্ক্যাল্পে লাগালে খুশকি দূর হয় তাড়াতাড়ি। তাছাড়াও স্প্লিট এন্ডস দূর করতে এই তেল দুর্দান্ত কার্যকারী।
৪। সরিষার তেল - এই তেল চুলের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে, চুল পড়া কমায় এবং অকালে চুল সাদা হওয়া রোধ করে। সরিষার তেলে প্রচুর পরিমাণে ভিটামিন এবং বিটা ক্যারোটিন থাকে। যা চুলের দ্রুত বৃদ্ধিতে অনেক সাহায্য করে। এ ছাড়া সপ্তাহে ৩-৪ দিন নিয়ম করে প্রতি রাতে চুলের গোঁড়া থেকে ডগা পর্যন্ত সরিষার তেল লাগালে চুল মজবুত হওয়ার সাথে সাথে চুল ন্যাচারালি কালো হয়।
লেখাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।


অনেক সুন্দর পোস্ট ব্রণের দাগ দূর করার উপায় সম্পর্কে
ReplyDelete