এক ঝলকে দেখে নিন টলিউডের সেরা সুন্দরী নায়িকাদের লিস্ট
টলিউডে সুন্দরী নায়িকাদের অভাব নেই। সেই সাদা কালো পর্দায় মোহময়ী হাসি আর আসাধারন অভিনয় প্রতিভাতে সকলের মন জিতে নেওয়া সুচিত্রা সেন হোক বা রঙিন পর্দার ঋতুপর্ণা সেনগুপ্ত বাংলা সিনেমার ইতিহাসে বরাবরই সৌন্দর্যের সাথে অভিনয়ের সমান দক্ষতা দেখিয়ে এসেছে তৎকালীন বাঙালি অভিনেত্রীরা। সাল ২০১৯ এর বাঙালি নায়িকা, যাঁরা বর্তমানে দাপটের সঙ্গে পর্দায় অভিনয় করছেন, রইল তাঁদের একটি ছোট্ট তালিকা। ক্ষুদ্র পরিসরে এঁদের নিয়ে আলোচনা করাটা বেশ কষ্টসাপেক্ষ! কারন এনারা প্রত্যেকেই নিজ-নিজ গুণে দর্শকের মনে বাসা বেঁধে রয়েছেন। তাহলে আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক দর্শকদের নিরিখে কোন কোন Bengali Actresses রয়েছেন সেরার তালিকায় যারা বর্তমানে টলিউড মাতাচ্ছেন।
১। রাইমা সেন - বাংলা সিনেমার “হার্টথ্রোব” রাইমা সেন- এই কথাটা হয়ত ভুল হবে না। টলিউডের সেরা সুন্দরীদের তালিকাতে একেবারে প্রথমেই রয়েছেন সুচিত্রা সেনের নাতনী রাইমা সেন৷ ঘরোয়া সাজ থেকে বোল্ট লুক সবেতেই সমানভাবে সাবলীল রাইমা। টলিউড থেকে বলিউড সর্বত্রই কাজ করেছেন তিনি ৷
রাইমার অভিনীত কয়েকটি অসাধারণ বাংলা সিনেমা - চোখের বালি, বাইশে শ্রাবণ, বাস্তুশাপ, দ্য বং কানেকশন ইত্যাদি।
২। কোয়েল মল্লিক - আধুনিক যুগে প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। যেরকম শান্ত তিনি স্বভাবে সেরকমই যুগের সঙ্গে তাল মিলিয়ে একেবারেই বিতর্কে যেতে অপছন্দ করেন। প্রথম সারির সেরা অভিনেতাদের সঙ্গে একাধিক কাজ করেছেন কোয়েল বাংলা সিনেমাতে।
কোয়েলর অভিনীত কয়েকটি জনপ্রিয় বাংলা সিনেমা - প্রেমের কাহিনী, পাগলু, হেমলক সোসাইটি ইত্যাদি।
৩। স্বস্তিকা মুখোপাধ্যায় - মিডিয়া মহলে সবসময় নানা কারনে বিতর্কে থাকা স্বস্তিকা মুখোপাধ্যায় প্রকৃত অর্থে মিলেনিয়ামের নায়িকা। মূল ধারার ছবির পাশাপাশি একের পর এক সাহসী ছবিতে অভিনয় করে বাংলা ছবিকে এক অন্য মাত্রায় পৌঁছে দিতে তাঁর অবদান কোনো অংশেই কম নয়।
স্বস্তিকার অভিনীত কয়েকটি জনপ্রিয় বাংলা সিনেমার তালিকা - ভূতের ভবিষ্যৎ, মাছ মিষ্টি অ্যান্ড মোর, সাহেব বিবি গোলাম ইত্যাদি।
৪। শ্রাবন্তী চট্টোপাধ্যায় - টলিপাড়ার সেরা সুন্দরীদের মধ্যে শ্রাবন্তী চট্টোপাধ্যায় যে অন্যতম তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। চ্যাম্পিয়ন ছবি থেকে সকলের মনে জায়গা করে নেওয়া মিষ্টি শ্রাবন্তীর অভিনয় প্রত্যেকের মনে তাঁর জন্য আলাদাই জায়গা করে তুলেছে।
শ্রাবন্তীর অভিনীত কয়েকটি সেরা বাংলা সিনেমা - অমানুষ, শুধু তোমারি জন্য, গয়নার বাক্স ইত্যাদি।
৫। মিমি চক্রবর্তী - শুধু যে সৌন্দর্যে কাবু করেছেন দর্শকদের তা নয়, একাধিক ভূমিকায় অভিনয় করে খুব অল্প সময়েই সকলের নজরে সেরার তালিকাতে নাম লিখিয়েছেন মিমি চক্রবর্তী। চ্যালেঞ্জিং, স্মার্ট ও বোল্ড লুকে তিনি একের পর এক হিট বাংলা ছবি দিয়ে প্রত্যেক দর্শকের মন তিনি জিতে নিয়েছেন।
মিমির অভিনীত কয়েকটি সেরা বাংলা সিনেমার তালিকা - যোদ্ধা, গল্প হলেও সত্যি, গ্যাংস্টার ইত্যাদি।
লেখাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। পড়ে ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন।
১। রাইমা সেন - বাংলা সিনেমার “হার্টথ্রোব” রাইমা সেন- এই কথাটা হয়ত ভুল হবে না। টলিউডের সেরা সুন্দরীদের তালিকাতে একেবারে প্রথমেই রয়েছেন সুচিত্রা সেনের নাতনী রাইমা সেন৷ ঘরোয়া সাজ থেকে বোল্ট লুক সবেতেই সমানভাবে সাবলীল রাইমা। টলিউড থেকে বলিউড সর্বত্রই কাজ করেছেন তিনি ৷
রাইমার অভিনীত কয়েকটি অসাধারণ বাংলা সিনেমা - চোখের বালি, বাইশে শ্রাবণ, বাস্তুশাপ, দ্য বং কানেকশন ইত্যাদি।
২। কোয়েল মল্লিক - আধুনিক যুগে প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। যেরকম শান্ত তিনি স্বভাবে সেরকমই যুগের সঙ্গে তাল মিলিয়ে একেবারেই বিতর্কে যেতে অপছন্দ করেন। প্রথম সারির সেরা অভিনেতাদের সঙ্গে একাধিক কাজ করেছেন কোয়েল বাংলা সিনেমাতে।
কোয়েলর অভিনীত কয়েকটি জনপ্রিয় বাংলা সিনেমা - প্রেমের কাহিনী, পাগলু, হেমলক সোসাইটি ইত্যাদি।
৩। স্বস্তিকা মুখোপাধ্যায় - মিডিয়া মহলে সবসময় নানা কারনে বিতর্কে থাকা স্বস্তিকা মুখোপাধ্যায় প্রকৃত অর্থে মিলেনিয়ামের নায়িকা। মূল ধারার ছবির পাশাপাশি একের পর এক সাহসী ছবিতে অভিনয় করে বাংলা ছবিকে এক অন্য মাত্রায় পৌঁছে দিতে তাঁর অবদান কোনো অংশেই কম নয়।
স্বস্তিকার অভিনীত কয়েকটি জনপ্রিয় বাংলা সিনেমার তালিকা - ভূতের ভবিষ্যৎ, মাছ মিষ্টি অ্যান্ড মোর, সাহেব বিবি গোলাম ইত্যাদি।
৪। শ্রাবন্তী চট্টোপাধ্যায় - টলিপাড়ার সেরা সুন্দরীদের মধ্যে শ্রাবন্তী চট্টোপাধ্যায় যে অন্যতম তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। চ্যাম্পিয়ন ছবি থেকে সকলের মনে জায়গা করে নেওয়া মিষ্টি শ্রাবন্তীর অভিনয় প্রত্যেকের মনে তাঁর জন্য আলাদাই জায়গা করে তুলেছে।
শ্রাবন্তীর অভিনীত কয়েকটি সেরা বাংলা সিনেমা - অমানুষ, শুধু তোমারি জন্য, গয়নার বাক্স ইত্যাদি।
৫। মিমি চক্রবর্তী - শুধু যে সৌন্দর্যে কাবু করেছেন দর্শকদের তা নয়, একাধিক ভূমিকায় অভিনয় করে খুব অল্প সময়েই সকলের নজরে সেরার তালিকাতে নাম লিখিয়েছেন মিমি চক্রবর্তী। চ্যালেঞ্জিং, স্মার্ট ও বোল্ড লুকে তিনি একের পর এক হিট বাংলা ছবি দিয়ে প্রত্যেক দর্শকের মন তিনি জিতে নিয়েছেন।
মিমির অভিনীত কয়েকটি সেরা বাংলা সিনেমার তালিকা - যোদ্ধা, গল্প হলেও সত্যি, গ্যাংস্টার ইত্যাদি।
লেখাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। পড়ে ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন।
Comments
Post a Comment