একটা টমেটো যা আপনার স্কিনের সমস্ত সমস্যাকে করবে গুড বাই

ঘরোয়া রূপচর্চায় টমেটোর কোনো বিকল্প নেই। শরীরের পাশাপাশি ত্বকের খেয়াল রাখতেও টমেটো বিশেষ ভাবে কার্যকারী। খুব অল্প সময়েই টমেটো রুক্ষতা দূর করে ত্বকের জেল্লা বাড়িয়ে তুলতে সাহায্য করে।
এছাড়াও ব্রণ, ফুসকুড়ি, অ্যাকনে দূর করতে টমেটো জুসের ব্যবহার করা হয়। জেনে রাখুন কয়েকটি ঘরোয়া রূপচর্চা টিপস ও Tomato Face Pack যেগুলি ত্বকের সৌন্দর্য্য ফেরাতে সাহায্য করে ও ত্বক রাখে ঝলমলে।


ঘরোয়া রূপচর্চায় টমেটোর উপকারিতাঃ

১। টমেটো প্রাকৃতিক স্ক্রাব হিসেবে কাজ করে। টমেটোর রসে সামান্য চিনি মিশিয়ে সারা মুখে লাগিয়ে স্ক্রাব করুন। এটি ত্বকের মৃত কোষ দূর করে ত্বক করে তোলে কোমল ও সুন্দর।

২। সানবার্ন ও ট্যান দূর করতে টমেটোর জুড়ি মেলা ভার। টমেটোর রস নিয়মিত মুখে লাগালে ত্বকের কালচেভাব অনেকাংশে দূর হয়।

৩। টমেটো ত্বকের লোমকূপে জমে থাকা ময়লা পরিষ্কার করে। টমেটো রসে সামান্য পরিমাণে চালের গুঁড়ো মিশিয়ে নিয়ে ত্বকে আলতো করে ঘসলেই মুখের সমস্ত ময়লা পরিষ্কার হয়ে যায়।

৪। ত্বকে ময়েশ্চার ফিরিয়ে আনতেও টমেটো বিশেষ উপকারী। টমেটোর রসের সঙ্গে অল্প পরিমাণে মধু মিশিয়ে ব্যবহার করুন। ত্বকের যৌলুস ফিরে আসবে সহজেই।

৫। স্নানের সময় একটি অর্ধেক টমেটো নিন তারপর সেটাকে পুরো মুখে হালকা করে ঘসে কিছুক্ষণ পর ঠান্ডা জলে ধুয়ে নিন। এতে ত্বকের ব্রণ, ফুসকড়ি কম হবে।

টমেটো ফেসপ্যাকঃ


১। একটি টমেটো পেস্ট , ১ চামচ বেসন ও ১ চামচ মধু একটি পাত্রে ভালো করে মিশিয়ে নিন। তারপর এই পেস্টটি ভালো করে সারা মুখে ও গলায় লাগান। কিছুক্ষণ পর শুকিয়ে গেলে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন। এই প্যাকটি মুখে একটি তৎক্ষণাৎ গ্লো নিয়ে আসে।

২।  টমেটো পেস্ট, ২ চামচ দই ও ১ চামচ মধু ভালো করে মিশিয়ে মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন ১৫ মিনিটের জন্য। এই প্যাকটি ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনে ও ত্বক রাখে কোমল।

৩। ত্বকের বার্ধক্যছাপ দূর করতে টমেটো ও পাতিলেবুর রস মিশিয়ে একটি মাস্ক তৈরি ক্রুন। তারপর সারা মুখে লাগিয়ে নিন শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন।

লেখাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।

Comments

Popular posts from this blog

বিয়ে বাড়িতে জমিয়ে আনন্দ করার সেরা গানের লিস্ট

বেনারসি শাড়ির ব্লাউজের ডিজাইন যা দেবে আপনাকে স্টাইলিশ লুক

হবু কনেদের জন্য সেরা রুপোর নুপুরের ডিজাইন