শ্রী কৃষ্ণের অমৃত বানী ও ভজন গীত

শ্রাবণ এলেই ঝুলন ও রাখির কথা মনে পড়ে। শ্রাবণ মাসের শুক্লা একাদশী থেকে শুরু করে পূর্ণিমা পর্যন্ত চলে ঝুলন উৎসব (Jhulan Festival)। এই উৎসবটি এককালে শুরু হয়েছিল বিভিন্ন মঠ-মন্দিরে। মন্দিরে দেবতাকে দোলনায় বসিয়ে দোলানো হত আর তা দেখতেই বিপুল ভক্তের সমাগম হত। পরবর্তীকালে বিভিন্ন গৃহে শ্রীকৃষ্ণ পূজিত হতে শুরু করেন এবং তারই সঙ্গে নানাবিধ নিয়ম সহযোগে ঝুলন উৎসবও শুরু হয়। আজ এই ঝুলন উপলক্ষ্যেই আপনাদের জন্য রইল শ্রী কৃষ্ণের কয়েকটি অমৃত বানী ও ভজন গীত। এই Krishna Quotes গুলি জীবনে সঠিক মার্গ দর্শনের সাথে সাথে কঠিন পরিস্থিতির থেকে মুক্তি লাভেও সাহায্য করবে।


ভগবান শ্রী কৃষ্ণের অমৃত বানীঃ-

১| বৃক্ষের ন্যায় শান্ত সেবক আর কে আছে।
আগুনে পুড়ছে তবুও সে সেবা করে যাচ্ছে।।
তার গুণের দিকে তাকিয়ে সেবক যদি হও।
নিশ্চয় জীবন সার্থক হবে যদি তুমি চাও।।

২| সূর্য আপন তেজে সবার সেবা করে চলেছে।
তার সেবার মধ্যে দেখো কোন ভাগ না আছে।।
জাতি- ধর্ম কোন কিছু তাকে স্পর্শ না করে।
তাকে দেখেই তো মানুষ সত্য জ্ঞান নিতে পারে।।

৩| সেবায় পরম ধর্ম বায়ু দেখিয়ে চলেছে।
তার সেবায় দেখো কেউ বাদ না পড়েছে।।
সকলের কথা চিন্তা করে সে সর্বস্থানে রয়েছে।
মানুষকেও তো সে তার মতো সেবক হতে বলছে।।

৪| আকাশ কিভাবে বৃষ্টি সৃষ্টি করে সেবা করছে।
কিভাবে সকলের মাঝে সে সেবক হয়ে রয়েছে।।
তার তো কোন অহংকার নেই সেবক হয়ে।
নাম প্রচারের জন্য ধর্না দেয় না কোথাও গিয়ে।।

৫| জলের সেবার দিকে তোমরা তাকিয়ে দেখো।
তার মতো সেবক-এর কথা কি মনে রাখো।।
সে কি অহংকার করে নিজের সেবার কথা বলে।
দেখো সে সেবক হয়ে কোন পথে চলে।।

শ্রী কৃষ্ণের ভজন গীতঃ-

(১) 
এইবার করুণা কর বৈষ্ণব-গোসাঞি।।
পতিতপাবন তোমা বিনে কেহ নাই। 
যাঁহার নিকটে গেলে পাপ দুরে যায়।।
এমন দয়াল প্রভু কেবা কোথা পায়?
গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন। 
দর্শনে পবিত্র কর--এই তোমার গুণ।।
হরিস্থানে অপরাধে তারে হরিনাম। 
তোমা-স্থানে অপরাধে নাহিক এড়ান।।
তোমার হৃদয়ে সদা গোবিন্দ-বিশ্রাম। 
গোবিন্দ কহেন-মম বৈষ্ণব-পরাণ।।
প্রতি জন্মে করি আশা চরণের ধূলি। 
নরোত্তমে কর দয়া আপনার বলি।।

(২) 
কি দিয়ে পুঁজিবো তোমায়
মন্ত্র নাহি জানি,
তুমি যে দয়ার সাগর
রক্ষা করো আমায় হে সর্বজ্ঞানী।।
তুমি দয়াল হরি দিনের দ্বীনবন্ধু
থাকো সকল হৃদয় মাঝে-
তোমারে প্রনতি জানাই প্রভূ
সকাল-দুপুর সন্ধ্যা সাজে ।।
তোমার কালেতে কি নিয়েছি জন্ম
জানিনা শুনেছি কি না তব বাঁশীর সুর,
আজি কৃপা করে করো হে প্রভূ
আমার মানব জনমের সকল দুঃখ ব্যাথা দূর।।
তুমি ধন্য হে প্রভূ অসীমও দয়ার সাগর
জন্ম দিয়েছো মোরে মানব কুলে,
প্রভূ তোমায় বারংবার প্রণাম জানাই
কভূ যেন যাই না তোমায় ভূলে।। 
যদি তুমি দেখা না দাও গো প্রভূ
দুঃখ নাহি রাখিবো মনে,
শুধু এইটুকু প্রার্থনা মোর প্রভূ
যেন মৃত্যুকালে কৃষ্ণ নাম যায় আমার সনে।।

।।হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।

Comments

Popular posts from this blog

বিয়ে বাড়িতে জমিয়ে আনন্দ করার সেরা গানের লিস্ট

বেনারসি শাড়ির ব্লাউজের ডিজাইন যা দেবে আপনাকে স্টাইলিশ লুক

হবু কনেদের জন্য সেরা রুপোর নুপুরের ডিজাইন