মন ভালো করা কিছু ভালোবাসার মেসেজ

যখন কাউকে আমরা ভালোবেসে ফেলি তখন প্রতি মুহূর্তে মনটা কেমন ছটফট করতে থাকে। মনে হয় কীভাবে বলবো মনের কথা। শব্দ খুঁজে পাওয়া যায় না। উত্তেজনায় বুকে মৃদু কম্পন অনুভূত হয়। কথা বেরোয় না মুখ থেকে। এই ভাবেই কেটে যায় বহু দিন। শেষে আর থাকতে না পেরে কোনও মতে দুরু দুরু বুকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ নয়তো সামনা-সামনি আই লাভ ইউ বলার চেষ্টায় লেগে পড়ি আমরা। কিন্তু ভুলে যাই প্রেমিক বা প্রেমিকার মন জয় করতে "আই লাভ ইউ" এর থেকেও যে ভালো উপায় রয়েছে। আই লাভ ইউ-এর বিকল্প আর কিছু হয় নাকি! আরে হয় হয়! আর সেই বিকল্প হল ভালোবাসা ভরা কিছু মেসেজ ও শুভেচ্ছা। তাই তো আজ এই লেখায় কিছু ভালোবাসার মেসেজ প্রকাশ করতে চলেছি, যা মনের কথা প্রকাশ করতে আপনাকে সাহায্য করবে, তা হলফ করে বলতে পারি!



ভালোবাসা ভরা শুভেচ্ছা ও মেসেজঃ

রোমান্টিক ডায়ালগ তো অনেক আছে। কিন্তু কোন সময় কোনটা বলতে হবে, সেটাই তো আসল কথা। তাই জেনে নিন কোন সময়ে কোনটা বললে কেল্লা ফতে হতে সময় লাগবে না, সে সম্পর্কে...

১. ভালোবাসা মানে শুধুই কিন্তু ভালোবাসা -

ভালোবাসার থেকে পবিত্র জিনিস আর কিই বা হতে পারে! তাই মনের কথা বলতে গিয়ে যদি একটু আধটু ভুল হয়ে যায়, তাহলে ক্ষতি কি বলুন! আর কথাতেই তো আছে "এভরিথিং ইজ রাইট ইন লাভ অ্যান্ড ওয়ার"। তাই মনের কথা প্রকাশ করতে গিয়ে সোজা পথের জায়গায় যদি বাঁকা পথ নাও, আর সে সম্পর্কে যদি তোমার ভালোবাসার মানুষটি বুঝে যায়, তাহলে যাব উই মেটের একটা ডায়লগ আছে, "যব কোই পেয়ার মে হোতা হে তো কোই সহি গলত নেহি হোতা", এটা বলে ফেলুন। দেখবেন ফল পাবেন একেবারে হাতে-নাতে!

২. মহাব্বত কা নাম আজ ভি মহব্বত হে -

সময় পাল্টেছে। পাল্টেছে মনের কথা প্রকাশের মাধ্যমও। এক সময় প্রেমপত্র যেখানে মনের কথা নিয়ে পৌঁছে যেত এক থেকে আরেকের কাছে, সেখানে আজ হোয়াটসঅ্যাপ মেসেজ সেই কাজটা করে থাকে। কিন্তু তবু দিলওয়ালে দুলহানিয়া লে যয়েঙ্গে সিনেমার এই ডায়লগটা যে কোনও সময়ই হিট। কোন ডায়লগটা? "মহব্বত কা নাম আজ ভি মহব্বত হ্যায়। ইয়ে না কভি বাদলি হে অউর না কাভি বদলেগি...।"

৩. তুমি চাইলেও ভুলতে পারবে না আমায় -

প্রেমিক কি চাকরি নিয়ে অন্য রাজ্যে যাচ্ছে। তাই মন খারাপ? চিন্তা করবেন না! বরং একটা ছোট্ট মেসেজ করুন তাকে। বলুন, "হামসে দুর যাওগে কেইসে, দিল সে হামে ভুলোগে ক্যায়সে, হাম ভো খুশবু হ্যায় জো সাঁসো মে বাসতে হে, খুদকা সাঁসো কো রোক পায়োগে কেইসে...!" মেসেজটা পড়া মাত্র দুরত্ব যে ভালোবাসার মাঝে কখনই আসতে পারবে না, তা হলফ করে বলতে পারি!

Comments

Popular posts from this blog

বিয়ে বাড়িতে জমিয়ে আনন্দ করার সেরা গানের লিস্ট

বেনারসি শাড়ির ব্লাউজের ডিজাইন যা দেবে আপনাকে স্টাইলিশ লুক

হবু কনেদের জন্য সেরা রুপোর নুপুরের ডিজাইন