প্রিয়জনদের জন্য স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও মেসেজ

১৫ই আগস্ট স্বাধীনতা দিবস ছোটবেলা থেকেই আমাদের মনে একটা আলাদাই জায়গা রাখে। স্বাধীনতা দিবসের দিনে জাতীয়তাবাদের আগুন যাতে পুনরায় সকলের মনে জ্বলে ওঠে, তা সুনিশ্চিত করতে রইল একগুচ্ছ স্বাধীনতা দিবসের sms যা আপনার স্বাধীনতা দিবসকে আরও একটু স্পেশাল করে তুলবে! তাহলে আর দেরি না করে দেখে নিন -


 স্বাধীনতার দিবস উপলক্ষ্যে কয়েকটি বাছাই করা মেসেজ -

১। স্বাধীন দেশে স্বাধীন ভাবে আমি গর্ব করি
সোনার মতো নামী দামী এসো দেশটা গড়ি।

২। স্বাধীনতা ঈশ্বরের আশীর্বাদস্বরূপ... প্রার্থনা করি আমাদের এই অসাধারণ দেশটি যেন চিরকাল এমন স্বাধীনই থাকে... শুভ স্বাধীনতা দিবস।

৩। হাতে হাতে মিলিয়ে চলুন প্রতিজ্ঞা করি এই দেশকে যেন আমরা সবুজায়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের দেশ হয়ে উঠুক স্বচ্ছ এবং সুন্দর।

৪। স্বাধীনতা সংগ্রামীদের দিয়ে যাওয়া সবচেয়ে মূল্যবান উপহার হল স্বাধীনতা।

৫। অনেক শহীদের রক্ত রাঙ্গা আমাদের এই স্বাধীনতা. তাই এই স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমাদের. আমরা নিজেরাই আমাদের দেশকে সর্বসমকক্ষে প্রথম স্থানে নিয়ে যেতে পারি. আজ থেকেই হোক তার শুরু. শুভ স্বাধীনতা দিবস।

৬। একজন স্বাধীন মানুষ হল সেই, যে বিনা দ্বিধায় নিজের চিন্তাকে সম্বল করে এগিয়ে যায় নিজের লক্ষ্যের দিকে। তাই প্রকৃত অর্থে স্বাধীন হন বন্ধু।

৭। স্বাধীনতা দিবসের দিন একটা শপথ নেওয়া যাক, আজ থেকে আমরা সবাই মিলে চেষ্টা করবো যাতে আমাদের দেশ সারা বিশ্বের মধ্যে সেরার সেরা তকমা পায়। স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।

বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীদের কয়েকটি স্বাধীনতার উক্তি-

১। “দেশপ্রেম আমাদের ধর্ম এবং আর ধর্ম ভারতের জন্য ভালবাসা" - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

২। “স্বরাজ আমার জন্ম অধিকার এবং আমি তা লাভ করব।" - বাল গঙ্গাধর তিলক।

৩। “মরে যাওয়ার পরেও আমার দেশপ্রেম শেষ হয়ে যাবে না। আমার কবর থেকেও দেশ প্রেমের সুগন্ধই মিলবে” - ভগৎ সিং।

৪। “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব" - সুভাষ চন্দ্র বসু।

৫। “আমরা ভারতীয়। এটাই প্রথম এবং শেষ কথা” - বি আর আম্বেদকর।

৬। “দেশের স্বার্থে কাজ করে যাওয়াটাই প্রতিটি দেশবাসীর প্রধান কর্তব্য” - জওহরলাল নেহেরু।

লেখাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। পড়ে ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন।

Comments

Popular posts from this blog

বিয়ে বাড়িতে জমিয়ে আনন্দ করার সেরা গানের লিস্ট

বেনারসি শাড়ির ব্লাউজের ডিজাইন যা দেবে আপনাকে স্টাইলিশ লুক

হবু কনেদের জন্য সেরা রুপোর নুপুরের ডিজাইন