রাখি স্পেশাল উপহার ও সাথে নানা শুভেচ্ছা বার্তা
উৎসবের মূল মন্ত্রই হল মিলন এবং ঐক্যের সুর। রাখি বন্ধন হল সেই রকমই একটি পারিবারিক মিলনের উৎসব। শ্রাবণ মাসের পূর্ণিমার দিনে রাখি বন্ধন উৎসব পালিত হয়। বোন কিংবা দিদি এই দিনে তার ভাই বা দাদার হাতে রাখির সুতো বেঁধে দেয়। রাখি কথাটি মূলত এসেছে ‘রক্ষা’ থেকে। সেইজন্য হিন্দি ভাষায় একে রক্ষাবন্ধন উৎসবও (Raksha Bandhan) বলা হয়। এই রাখি বন্ধনের মধ্যে থাকে ভাই এর জন্য বোনের অগাধ ভালোবাসা ও আন্তরিক শুভকামনা, উল্টো দিকে ভাই এর মনে থাকে বোনকে কে রক্ষা করার দায়িত্ব ও কর্তব্য বোধ। সারাদিন দেদার খানা-পিনার আয়োজনের সাথে সাথে নানা রকমের উপহার আদান-প্রদানও হয়ে থাকে ভাই-বোনেদের মাঝে। আজ সেরকমই কিছু উপহারের লিস্ট নিয়ে এসেছি যেগুলো আপনি এই বছর আপনার ভাই বা বোনকে রাখিতে গিফট হিসেবে দিতে পারেন। দেখে নিন বাজেটের মধ্যেই বাছাই করা কিছু Raksha Bandhan Gifts, এছাড়াও এর সাথে আপনাদের জন্য রইল রাখি স্পেশাল কয়েকটি শুভেচ্ছা বার্তা যেগুলি আপনার এই বিশেষ দিনটিকে আরও সুন্দর করে তুলতে সাহায্য করবে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক -
ভাই ও বোনের জন্য রাখি স্পেশাল উপহার:
১। আপনার বোন বা দিদিকে আপনি উপহার হিসেবে ব্যাগ দিতে পারেন। অনলাইন বা অফলাইন দুটোতেই আপনি কম খরচে নানা ধরনের কালেকশন পেয়ে যাবেন। এছাড়া যদি আপনার বাজেট বেশি থাকে তাহলে আপনি ডিজাইনার ব্যাকপ্যাকও দিতে পারেন।
২। আপনার বোন বা দিদি যদি মেকআপ করতে পছন্দ করে তাহলে গিফট হিসেবে দেওয়ার জন্য সেরা অপশন হলো মেকআপ ও বিউটি প্রোডাক্ট। এমন উপহার পেলে যে মেয়েরা বেজায় খুশিই হবেন, তা আর বলার অপেক্ষা রাখে না।
৩। রাখির উপহার হিসেবে আপনি আপনার দাদা বা ভাইকে DIY Gifts (হাতে তৈরি উপহার), কার্ড, স্ক্র্যাপবুকও তৈরি করে দিতে পারেন।
৪| আজকাল ফোন ছাড়া তো দুনিয়া অচল! তাই রাখির উপহার হিসেবে আপনি পাওয়ার ব্যাঙ্ক দিলে সেটা আপনার দাদা বা ভাই এর বেশ কাজেই আসবে।
৫| এছাড়াও ভাই-বোন দু'জনেই সেইদিন ছুটি প্ল্যান করে সপরিবারে পছন্দের কোনো জায়গা কিংবা কাছে পিঠে কোথাও ঘুরে আসতে পারেন। তাতে রাখির দিনটা কিন্তু কোনভাবেই মন্দ কাটবে না।
রাখি বন্ধন স্পেশাল শুভেচ্ছা:
রাখি বন্ধন উৎসবটিকে আরও জমজমাট করে তোলার জন্য রইল এই উৎসব উপলক্ষ্যে কয়েকটি স্পেশাল রাখি বন্ধন শুভেচ্ছা বার্তা। যেগুলো আপনি এই বিশেষ দিনে আপনার ভাই ও বোনেদের সাথে শেয়ার করতে পারেন।
১। এই বিশ্বের সবচেয়ে সেরা ভাইয়ের জন্য রাখির অনেক শুভেচ্ছা।
২। রাখি বন্ধনের এই শুভ মুহূর্তে আমি আমার প্রিয় বোনকে প্রতিশ্রুতি দিতে চাই যে জীবনের সকল খারাপ পরিস্থিতিতে আমি তার পাশে দাঁড়াব, কখনই তোকে একা ছেড়ে দেবো না। হ্যাপি রাখি।
৩। রাখি বন্ধনের এই বিশেষ দিনে আমার সমস্ত ভালোবাসা আর স্নেহ তোর জন্য, শুভ রাখি।
৪। কাছে দুরে যেখানেই থাকি দাদা আমার এই রাখি তোকে রক্ষা করবে, সব বিপদ কাটাবে ও আমার কথা মনে করাবে, শুভ রাখি দাদা ভালো থাকিস।
৫। ঈশ্বরকে আমি আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি আমাকে একটা এত যত্নবান বোন্ উপহার দিয়েছেন। তিনি যেন সবসময় আমার বোনকে সুখী রাখেন। শুভ রাখি বন্ধন বোন।
লেখাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। পড়ে ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন।
ভাই ও বোনের জন্য রাখি স্পেশাল উপহার:
১। আপনার বোন বা দিদিকে আপনি উপহার হিসেবে ব্যাগ দিতে পারেন। অনলাইন বা অফলাইন দুটোতেই আপনি কম খরচে নানা ধরনের কালেকশন পেয়ে যাবেন। এছাড়া যদি আপনার বাজেট বেশি থাকে তাহলে আপনি ডিজাইনার ব্যাকপ্যাকও দিতে পারেন।
২। আপনার বোন বা দিদি যদি মেকআপ করতে পছন্দ করে তাহলে গিফট হিসেবে দেওয়ার জন্য সেরা অপশন হলো মেকআপ ও বিউটি প্রোডাক্ট। এমন উপহার পেলে যে মেয়েরা বেজায় খুশিই হবেন, তা আর বলার অপেক্ষা রাখে না।
৩। রাখির উপহার হিসেবে আপনি আপনার দাদা বা ভাইকে DIY Gifts (হাতে তৈরি উপহার), কার্ড, স্ক্র্যাপবুকও তৈরি করে দিতে পারেন।
৪| আজকাল ফোন ছাড়া তো দুনিয়া অচল! তাই রাখির উপহার হিসেবে আপনি পাওয়ার ব্যাঙ্ক দিলে সেটা আপনার দাদা বা ভাই এর বেশ কাজেই আসবে।
৫| এছাড়াও ভাই-বোন দু'জনেই সেইদিন ছুটি প্ল্যান করে সপরিবারে পছন্দের কোনো জায়গা কিংবা কাছে পিঠে কোথাও ঘুরে আসতে পারেন। তাতে রাখির দিনটা কিন্তু কোনভাবেই মন্দ কাটবে না।
রাখি বন্ধন স্পেশাল শুভেচ্ছা:
রাখি বন্ধন উৎসবটিকে আরও জমজমাট করে তোলার জন্য রইল এই উৎসব উপলক্ষ্যে কয়েকটি স্পেশাল রাখি বন্ধন শুভেচ্ছা বার্তা। যেগুলো আপনি এই বিশেষ দিনে আপনার ভাই ও বোনেদের সাথে শেয়ার করতে পারেন।
১। এই বিশ্বের সবচেয়ে সেরা ভাইয়ের জন্য রাখির অনেক শুভেচ্ছা।
২। রাখি বন্ধনের এই শুভ মুহূর্তে আমি আমার প্রিয় বোনকে প্রতিশ্রুতি দিতে চাই যে জীবনের সকল খারাপ পরিস্থিতিতে আমি তার পাশে দাঁড়াব, কখনই তোকে একা ছেড়ে দেবো না। হ্যাপি রাখি।
৩। রাখি বন্ধনের এই বিশেষ দিনে আমার সমস্ত ভালোবাসা আর স্নেহ তোর জন্য, শুভ রাখি।
৪। কাছে দুরে যেখানেই থাকি দাদা আমার এই রাখি তোকে রক্ষা করবে, সব বিপদ কাটাবে ও আমার কথা মনে করাবে, শুভ রাখি দাদা ভালো থাকিস।
৫। ঈশ্বরকে আমি আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি আমাকে একটা এত যত্নবান বোন্ উপহার দিয়েছেন। তিনি যেন সবসময় আমার বোনকে সুখী রাখেন। শুভ রাখি বন্ধন বোন।
লেখাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। পড়ে ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন।
Comments
Post a Comment