এই Friendship Day তে বন্ধুকে দিন বন্ধুত্ব দিবসের সেরা উপহার
বন্ধুত্বের জন্য আলাদা কোনো নির্দিষ্ট দিন হয় না বছরের প্রত্যেকটি দিনই বন্ধুত্বের দিনে ভরা। একথা ঠিকই তবুও আমরা বছরে একটা দিন বন্ধুত্ব দিবসের জন্য বেছে নিয়ে থাকি। তাই তো প্রতি বছর আগস্ট মাসে সারা দুনিয়া জুড়ে পালিত হয় বন্ধুত্ব দিবস। “বন্ধু” এই শব্দটির মাঝে মিশে রয়েছে নির্ভরতা আর বিশ্বাস। বন্ধুত্ব মানেই নিজের সবটুকু দিয়ে আগলে রাখা, দুঃখ - হাসি - কান্না ভাগ করে নেওয়া, হৃদয়ের ভালোবাসা দিয়ে মন খুলে সব জমানো কথা বলা।
এই বন্ধু দিবসে আপনিও আপনার প্রিয় বন্ধুদের বন্ধু দিবসের শুভেচ্ছার সাথে সাথে কিছু উপহার পাঠাতে পারেন। রইল কয়েকটি সেরা Friendship Day Gift Ideas শুধুমাত্র আপনাদের জন্য।
১। ফ্রেন্ডশিপ ব্যান্ড (Friendship Band)
বন্ধু দিবস মানে ফ্রেন্ডশিপ ডে-তে ফ্রেন্ডশিপ ব্যান্ড উপহার তো দিতেই হয়। একটা কেমন নস্টালজিক ব্যাপার আছে এতে! আপনি নিজের হাতে (DIY Gift) তৈরি করেও পার্সোনালাইসড ট্রেন্ডি ফ্রেন্ডশিপ ব্যান্ড উপহার দিতে পারেন।
২। ফ্রেন্ডশিপ কার্ড (Friendship Card)
ফ্রেন্ডশিপ ডে তে ফ্রেন্ডশিপ ব্যান্ড কার্ড উপহার দেবেন না এটা ঠিক কেমন যেন মানায় না। তাই গ্রিটিংস কার্ড ও সাথে ব্যান্ড উপহার দিন। আপনার প্রিয় বন্ধুর অবশ্যই পছন্দ হবে।
৩। অ্যারোমা ক্যান্ডেলস (Aroma Candles)
সেনটেড অ্যারোমা ক্যান্ডেলস বডি রিল্যাক্সেশনে ভীষণ কাজে দেয়। সারাদিন খাটাখাটনির পর বাড়িতে এসে অ্যারোমা ক্যান্ডেল জ্বালিয়ে বসলে তার মধুর সুগন্ধেই সারাদিনের ধকল উধাও হতে বাধ্য!
৪। কফি মাগ (Coffee Mug)
আপনি আপনার বন্ধুকে নিত্য নতুন ডিসাইন করা কিংবা পার্সোনালাইসড সুন্দর কফি মাগ ও উপহার দিতে পারেন।
৫। পার্সোনালাইসড ফোন কভার (Personalised Phone Cover)
ফোন কভার হলো সেরা অপশন। তাও যদি আবার পার্সোনালাইসড হয় তাহলে তো ভালোলাগা নিয়ে কোনো প্রশ্নই থাকবে না।
৬। ফিটনেস ব্যান্ড (Fitness Band)
আপনার বন্ধু কি স্বাস্থ্য সচেতন? তা হলে উপহার হিসেবে দিতে পারেন ফিটনেস ব্যান্ড। সারাদিনে কত ক্যালোরি বার্ন করলেন জেনে নেওয়ার জন্য এটি হলো আদর্শ একটি উপহার।
৭। এগুলো বাদেও আপনি হাত ঘড়ি, বই, নোটবুক, পারফিউম সেট, লাগেজ ট্যাগ...ইত্যাদি উপহার হিসেবে দিতে পারেন।
লেখাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। পড়ে ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন।
এই বন্ধু দিবসে আপনিও আপনার প্রিয় বন্ধুদের বন্ধু দিবসের শুভেচ্ছার সাথে সাথে কিছু উপহার পাঠাতে পারেন। রইল কয়েকটি সেরা Friendship Day Gift Ideas শুধুমাত্র আপনাদের জন্য।
১। ফ্রেন্ডশিপ ব্যান্ড (Friendship Band)
বন্ধু দিবস মানে ফ্রেন্ডশিপ ডে-তে ফ্রেন্ডশিপ ব্যান্ড উপহার তো দিতেই হয়। একটা কেমন নস্টালজিক ব্যাপার আছে এতে! আপনি নিজের হাতে (DIY Gift) তৈরি করেও পার্সোনালাইসড ট্রেন্ডি ফ্রেন্ডশিপ ব্যান্ড উপহার দিতে পারেন।
২। ফ্রেন্ডশিপ কার্ড (Friendship Card)
ফ্রেন্ডশিপ ডে তে ফ্রেন্ডশিপ ব্যান্ড কার্ড উপহার দেবেন না এটা ঠিক কেমন যেন মানায় না। তাই গ্রিটিংস কার্ড ও সাথে ব্যান্ড উপহার দিন। আপনার প্রিয় বন্ধুর অবশ্যই পছন্দ হবে।
৩। অ্যারোমা ক্যান্ডেলস (Aroma Candles)
সেনটেড অ্যারোমা ক্যান্ডেলস বডি রিল্যাক্সেশনে ভীষণ কাজে দেয়। সারাদিন খাটাখাটনির পর বাড়িতে এসে অ্যারোমা ক্যান্ডেল জ্বালিয়ে বসলে তার মধুর সুগন্ধেই সারাদিনের ধকল উধাও হতে বাধ্য!
৪। কফি মাগ (Coffee Mug)
আপনি আপনার বন্ধুকে নিত্য নতুন ডিসাইন করা কিংবা পার্সোনালাইসড সুন্দর কফি মাগ ও উপহার দিতে পারেন।
৫। পার্সোনালাইসড ফোন কভার (Personalised Phone Cover)
ফোন কভার হলো সেরা অপশন। তাও যদি আবার পার্সোনালাইসড হয় তাহলে তো ভালোলাগা নিয়ে কোনো প্রশ্নই থাকবে না।
৬। ফিটনেস ব্যান্ড (Fitness Band)
আপনার বন্ধু কি স্বাস্থ্য সচেতন? তা হলে উপহার হিসেবে দিতে পারেন ফিটনেস ব্যান্ড। সারাদিনে কত ক্যালোরি বার্ন করলেন জেনে নেওয়ার জন্য এটি হলো আদর্শ একটি উপহার।
৭। এগুলো বাদেও আপনি হাত ঘড়ি, বই, নোটবুক, পারফিউম সেট, লাগেজ ট্যাগ...ইত্যাদি উপহার হিসেবে দিতে পারেন।
লেখাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। পড়ে ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন।

Comments
Post a Comment