চুল পড়া রোধ করতে ট্রাই করুন ঘরোয়া হেয়ার মাস্ক

নিয়মিত পরিমাণের চেয়ে বেশি চুল পড়াটা হলো একটা বিশাল বড় সমস্যা বা চিন্তার বিষয় ও বলতে পারেন। রোজ স্নানের সময়, চুল আঁচড়াতে গিয়ে অস্বাভাবিক চুল ঝরে পড়া দেখে নিশ্চয়ই মনে মনে ভাবেন যে খুব শিগগিরি হয়তো টাক পড়ল বলে। কিন্তু এখন আর ভাবার বা চিন্তার কোনো কারন নেই। আজ এমনই কয়েকটি চুল পড়া বন্ধ করার উপায় নিয়ে কথা বলব।  কয়েকটি ঘরোয়া হেয়ার মাস্ক ও তার গুণাগুণ যেগুলো খুব সহজেই আপনার চুল পড়া রোধ করবে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক -



১| যাদের খুশকির সমস্যা সারা বছরই লেগে থাকে এই হেয়ার মাস্কটি তাদের জন্য -
২ টেবিল চামচ অ্যালোভেরা জেলে দু-তিন ফোঁটা ইউক্যালিপটাস এসেনশিয়াল অয়েল ভালো করে মিশিয়ে নিন। তারপর ধীরে ধীরে মিশ্রণটি সারা স্ক্যাল্প ও চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নিন। আধ ঘণ্টা এই মিশ্রণটি লাগিয়ে রেখে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে খুশকির সমস্যা অনেকটা দূর হবে।

২| অনেকেই এমন আছেন যাদের রোজ মাত্রাতিরিক্ত চুল পড়ে যাচ্ছে, এই মাস্কটি তাদের কাজে লাগবে - চুল পড়া বন্ধ করতে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়া খুব দরকার। একটি পাত্রে ডিমের কুসুম, এক চা চামচ ক্যাস্টর অয়েল আর দু-চামচ মধু মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। তারপর সারা স্ক্যাল্পে ও চুলের আগা থেকে গোড়া পর্যন্ত এই মিশ্রণটি লাগিয়ে নিন। এক ঘণ্টা রেখে ভালো করে শ্যাম্পু করে নিন।
এতে আপনার চুল পড়া তো কমবেই সাথে চুলে ভীষণ সুন্দর ভলিউম ও অ্যাড করবে।

৩| ড্রাই হেয়ার বা শুষ্ক, নিষ্প্রাণ চুল যাদের এই হেয়ার মাস্কটি তাদের জন্য -
শুষ্ক চুলে হট অয়েলের মাসাজ খুব উপকারী । দু-টেবিল চামচ আমন্ড অয়েলের সাথে দু-টেবিল চামচ অলিভ অয়েল আর দু-টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে হালকা গরম করে নিন। তারপর চুলে ভালো করে তেলটা মেখে একটি মাঝারি মাপের তোয়ালে দিয়ে জড়িয়ে রাখুন। এক ঘণ্টা পর ভালো করে শ্যাম্পু করে নিন। এই মাস্কটি চুলে ময়েশ্চার অ্যাড করতে সাহায্য করে।

অসংখ্য ধন্যবাদ লেখাটি পড়ার জন্য। পড়ে ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন।

Comments

Popular posts from this blog

বিয়ে বাড়িতে জমিয়ে আনন্দ করার সেরা গানের লিস্ট

বেনারসি শাড়ির ব্লাউজের ডিজাইন যা দেবে আপনাকে স্টাইলিশ লুক

হবু কনেদের জন্য সেরা রুপোর নুপুরের ডিজাইন